ETV Bharat / international

কোরোনা হলে কতটা মারাত্মক, জানা যাবে রক্ত পরীক্ষায় - 'Blood test may tell if you are at risk of severe COVID-19 infection'

বিশেষজ্ঞদের মতে, রক্ত পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে কোরোনা হলে তা কতটা মারাত্মক হতে পারে একজনের শরীরে ৷

'Blood test may tell if you are at risk of severe COVID-19 infection'
কোরোনা হলে কতটা মারাত্মক, জানা যাবে রক্ত পরীক্ষা করলেই
author img

By

Published : Aug 11, 2020, 10:39 PM IST

লন্ডন, 11 অগাস্ট : রক্ত পরীক্ষা করলেই বোঝা যেতে পারে শরীরে কোরোনা সংক্রমণ হলে তা কতটা মারাত্মক হতে পারে ৷ এমনই মত বিশেষজ্ঞদের ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, রক্তে এমন একটি মলিকিউলার পাওয়া গেছে যা কোরোনা ভাইরাসে আক্রান্ত হলে হাসপাতালে ভরতি হওয়ার সম্ভাবনা প্রায় 5 থেকে 10 গুণ বাড়িয়ে দেয় ৷

ফিনল্যান্ডের হেলসিনকির নাইটিঙ্গেল হেলথ নামের বায়োটেকনোলজি কম্পানির গবেষকদের মতে, রক্ত পরীক্ষা সেইসব মানুষকে চিহ্নিত করতে পারে, যাঁদের সংক্রমণ এড়াতে বিশেষভাবে সুরক্ষার প্রয়োজন ৷ এছাড়াও যাঁদের ক্ষেত্রে কোরোনার ভ্যাকসিন বেশি করে প্রয়োজন ৷ তাঁদের মতে, যে সব মানুষের ক্ষেত্রে কোরোনা সংক্রমণের ঝুঁকি বেশি তাঁদের চিহ্নিত করা প্রয়োজন ৷

গবেষকদের মতে, উচ্চ মেটাবলিক সম্পন্ন রক্তের নমুনায় ভবিষ্যতে নিউমোনিয়া ও কোরোনা সংক্রমণের সম্ভাবনা থাকবে ৷ বিশেষজ্ঞরা UK বায়োব্যাঙ্কের 1 লাখ রক্তের নমুনা পর্যবেক্ষণ করে দেখেছেন ৷ দেখা গেছে, যাঁদের রক্তে মলিকিউলার রয়েছে , তাঁদের কোরোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা 5 - 10 গুণ বেশি ৷

লন্ডন, 11 অগাস্ট : রক্ত পরীক্ষা করলেই বোঝা যেতে পারে শরীরে কোরোনা সংক্রমণ হলে তা কতটা মারাত্মক হতে পারে ৷ এমনই মত বিশেষজ্ঞদের ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, রক্তে এমন একটি মলিকিউলার পাওয়া গেছে যা কোরোনা ভাইরাসে আক্রান্ত হলে হাসপাতালে ভরতি হওয়ার সম্ভাবনা প্রায় 5 থেকে 10 গুণ বাড়িয়ে দেয় ৷

ফিনল্যান্ডের হেলসিনকির নাইটিঙ্গেল হেলথ নামের বায়োটেকনোলজি কম্পানির গবেষকদের মতে, রক্ত পরীক্ষা সেইসব মানুষকে চিহ্নিত করতে পারে, যাঁদের সংক্রমণ এড়াতে বিশেষভাবে সুরক্ষার প্রয়োজন ৷ এছাড়াও যাঁদের ক্ষেত্রে কোরোনার ভ্যাকসিন বেশি করে প্রয়োজন ৷ তাঁদের মতে, যে সব মানুষের ক্ষেত্রে কোরোনা সংক্রমণের ঝুঁকি বেশি তাঁদের চিহ্নিত করা প্রয়োজন ৷

গবেষকদের মতে, উচ্চ মেটাবলিক সম্পন্ন রক্তের নমুনায় ভবিষ্যতে নিউমোনিয়া ও কোরোনা সংক্রমণের সম্ভাবনা থাকবে ৷ বিশেষজ্ঞরা UK বায়োব্যাঙ্কের 1 লাখ রক্তের নমুনা পর্যবেক্ষণ করে দেখেছেন ৷ দেখা গেছে, যাঁদের রক্তে মলিকিউলার রয়েছে , তাঁদের কোরোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা 5 - 10 গুণ বেশি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.