ETV Bharat / international

অক্সিজেন সঙ্কটে ভারতের পাশে রোমানিয়া, আজই আসছে অক্সিজেন কনসেনট্রেটর - Oxygen crisis

80 টি অক্সিজেন কনসেনট্রেটর, 75 টি অক্সিজেন সিলিন্ডার ও 20 টি হাই-ফ্লো অক্সিজেন থেরাপি ইকুইপমেন্ট রোমানিয়া থেকে দেশে আসছে ৷

Oxygen from Romania
ছবি
author img

By

Published : Apr 29, 2021, 7:03 PM IST

বুখারেস্ট (রোমানিয়া) ও নয়াদিল্লি, 29 এপ্রিল : দেশজুড়ে যে অক্সিজেন সঙ্কট তৈরি হয়েছে, তাতে পাশে দাঁড়িয়েছে একাধিক দেশ ৷ এবার রোমানিয়া থেকেও সাহায্য আসছে দেশে ৷ গতকালই 80 টি অক্সিজেন কনসেনট্রেটর, 75 টি অক্সিজেন সিলিন্ডার ও 20 টি হাই-ফ্লো অক্সিজেন থেরাপি ইকুইপমেন্ট নিয়ে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে রওনায় দিয়েছিল বিশেষ বিমান ৷ আজ রাতেই ওই বিমানটি দিল্লিতে অবতরণ করবে ৷

ভারতে রোমানিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে, সেদেশের আপদকালীন পরিস্থিতি মোকাবিলা দফতরের তরফে এই সাহায্য পাঠানো হচ্ছে ভারতের জন্য ৷

আরও পড়ুন : অক্সিজেন নিয়ে কেন্দ্র-দিল্লি সরকারের টানাপোড়েন, ক্ষুব্ধ আইনক্স

আমেরিকা, দক্ষিণ কোরিয়া, রাশিয়াসহ একাধিক দেশ থেকে সাহায্য আসতে শুরু করেছে দেশে ৷ করোনা পরিস্থিতির মধ্যে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে ভারতকে সাহায্য করার কথা গতকালই জানিয়েছে দক্ষিণ কোরিয়া ৷ এছাড়াও কোভিডের টেস্টিং কিট এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসার সামগ্রী পাঠানোর কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার ৷

বুখারেস্ট (রোমানিয়া) ও নয়াদিল্লি, 29 এপ্রিল : দেশজুড়ে যে অক্সিজেন সঙ্কট তৈরি হয়েছে, তাতে পাশে দাঁড়িয়েছে একাধিক দেশ ৷ এবার রোমানিয়া থেকেও সাহায্য আসছে দেশে ৷ গতকালই 80 টি অক্সিজেন কনসেনট্রেটর, 75 টি অক্সিজেন সিলিন্ডার ও 20 টি হাই-ফ্লো অক্সিজেন থেরাপি ইকুইপমেন্ট নিয়ে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে রওনায় দিয়েছিল বিশেষ বিমান ৷ আজ রাতেই ওই বিমানটি দিল্লিতে অবতরণ করবে ৷

ভারতে রোমানিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে, সেদেশের আপদকালীন পরিস্থিতি মোকাবিলা দফতরের তরফে এই সাহায্য পাঠানো হচ্ছে ভারতের জন্য ৷

আরও পড়ুন : অক্সিজেন নিয়ে কেন্দ্র-দিল্লি সরকারের টানাপোড়েন, ক্ষুব্ধ আইনক্স

আমেরিকা, দক্ষিণ কোরিয়া, রাশিয়াসহ একাধিক দেশ থেকে সাহায্য আসতে শুরু করেছে দেশে ৷ করোনা পরিস্থিতির মধ্যে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে ভারতকে সাহায্য করার কথা গতকালই জানিয়েছে দক্ষিণ কোরিয়া ৷ এছাড়াও কোভিডের টেস্টিং কিট এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসার সামগ্রী পাঠানোর কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.