ETV Bharat / international

2021 সাল শিশু শ্রম নির্মূলের আন্তর্জাতিক বছর, প্রস্তাবনা পাশ রাষ্ট্র সংঘে - চাইল লেবার

2021 সালকে শিশু শ্রম নির্মূলের আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণার প্রস্তাবনা গ্রহণ করল রাষ্ট্র সংঘ । রাষ্ট্র সংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতভাবে এই প্রস্তাবনা পাশ হয় ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 27, 2019, 9:29 PM IST

জেনেভা, 27 জুলাই : 2021 সালকে শিশু শ্রম নির্মূলের আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণার প্রস্তাবনা গ্রহণ করল রাষ্ট্র সংঘ । রাষ্ট্র সংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতভাবে এই প্রস্তাবনা পাশ হয় । তাছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation)-কে এই প্রস্তাবের বাস্তবায়নে নেতৃত্ব দেওয়ার জন্যও বলা হয়েছে ।

এই প্রস্তাবনায় বলা হয়েছে রাষ্ট্র সংঘের সদস্য দেশগুলি শিশু শ্রম, আধুনিক দাসত্ব ও মানব পাচারের নির্মূলকরণের জন্য অবিলম্বে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিবদ্ধ । 2025 সালের মধ্যে সব ধরনের শিশু শ্রম নির্মূল করতে হবে ।

আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যূনতম বয়সের ধারা নিয়ে চুক্তির স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র সংঘের সাধারণ সভা । তাছাড়াও শিশু শ্রমের সবচেয়ে নেতিবাচক দিক ও শিশু অধিকার নিয়ে 187টি দেশের যে চুক্তি আছে তার গুরুত্বও স্বীকার করেছে ।

জেনেভা, 27 জুলাই : 2021 সালকে শিশু শ্রম নির্মূলের আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণার প্রস্তাবনা গ্রহণ করল রাষ্ট্র সংঘ । রাষ্ট্র সংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতভাবে এই প্রস্তাবনা পাশ হয় । তাছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation)-কে এই প্রস্তাবের বাস্তবায়নে নেতৃত্ব দেওয়ার জন্যও বলা হয়েছে ।

এই প্রস্তাবনায় বলা হয়েছে রাষ্ট্র সংঘের সদস্য দেশগুলি শিশু শ্রম, আধুনিক দাসত্ব ও মানব পাচারের নির্মূলকরণের জন্য অবিলম্বে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিবদ্ধ । 2025 সালের মধ্যে সব ধরনের শিশু শ্রম নির্মূল করতে হবে ।

আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যূনতম বয়সের ধারা নিয়ে চুক্তির স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র সংঘের সাধারণ সভা । তাছাড়াও শিশু শ্রমের সবচেয়ে নেতিবাচক দিক ও শিশু অধিকার নিয়ে 187টি দেশের যে চুক্তি আছে তার গুরুত্বও স্বীকার করেছে ।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
TUNISIAN NATIONAL TV - MUST CREDIT ON SCREEN
Tunis - 27 July 2019
1. Various of Tunisian President Beji Caid Essebsi's coffin being carried out to vehicle for procession through the capital
2. Essebsi's coffin being placed on vehicle
3. Various of procession
4. Various of crowds lining the streets
5. Procession
6. Various of crowds and procession
STORYLINE:
Thousands of Tunisians have lined the streets of Tunis to bid farewell to the country's first democratically elected president, Beji Caid Essebsi, who died in office at 92.
Arab leaders and French President Emmanuel Macron were among those who attended Saturday's funeral ceremony before a procession through the capital.
Essebsi won Tunisia's first free election after the 2011 uprising that brought the country democracy and unleashed uprisings around the Arab world.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.