ETV Bharat / international

চিকিৎসায় নোবেল পেলেন 3 বিজ্ঞানী

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন উইলিয়াম জে কেইলিন জুনিয়র, স্যার পিটার জে র‌্যাটক্লিফ এবং গ্রেগ এল সেমেনজ়া ।

author img

By

Published : Oct 7, 2019, 4:22 PM IST

nobel

স্টকহোম, 7 অক্টোবর : এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন উইলিয়াম জে কেইলিন জুনিয়র, স্যার পিটার জে র‌্যাটক্লিফ এবং গ্রেগ এল সেমেনজ়া । মানবদেহের কোষ কীভাবে অক্সিজেনের উপস্থিতিতে সাড়া দেয় এবং নিজেদের পরিবর্তিত করে, সেই গবেষণার কারণেই তাঁরা নোবেল পেয়েছেন । স্টকহোমে ক্যারলিনস্কা ইনস্টিটিউটের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে তিন বিজ্ঞানী পুরস্কার পাবেন মোট 90 লাখ সুইডিশ ক্রোনার ৷

8 অক্টোবর বিকেল 4.45 মিনিটে দ্য রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে পদার্থবিদ্যায় নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হবে ৷ 9 অক্টোবর 4.45 মিনিটে রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যা নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হবে ৷ 10 অক্টোবর বিকেল 5টায় দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্যে নোবেল এবং 11 অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে চলতি বছরে শান্তি নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

গত বছরে মারণ রোগ ক্যানসার সংক্রান্ত চিকিৎসার এক যুগান্তকারী থেরাপির জন্য পুরস্কার পেয়েছিলেন অ্যামেরিকা ও জাপানের বিজ্ঞানীরা ৷

স্টকহোম, 7 অক্টোবর : এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন উইলিয়াম জে কেইলিন জুনিয়র, স্যার পিটার জে র‌্যাটক্লিফ এবং গ্রেগ এল সেমেনজ়া । মানবদেহের কোষ কীভাবে অক্সিজেনের উপস্থিতিতে সাড়া দেয় এবং নিজেদের পরিবর্তিত করে, সেই গবেষণার কারণেই তাঁরা নোবেল পেয়েছেন । স্টকহোমে ক্যারলিনস্কা ইনস্টিটিউটের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে তিন বিজ্ঞানী পুরস্কার পাবেন মোট 90 লাখ সুইডিশ ক্রোনার ৷

8 অক্টোবর বিকেল 4.45 মিনিটে দ্য রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে পদার্থবিদ্যায় নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হবে ৷ 9 অক্টোবর 4.45 মিনিটে রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যা নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হবে ৷ 10 অক্টোবর বিকেল 5টায় দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্যে নোবেল এবং 11 অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে চলতি বছরে শান্তি নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

গত বছরে মারণ রোগ ক্যানসার সংক্রান্ত চিকিৎসার এক যুগান্তকারী থেরাপির জন্য পুরস্কার পেয়েছিলেন অ্যামেরিকা ও জাপানের বিজ্ঞানীরা ৷

New Delhi, Oct 07 (ANI): Union Environment Minister Prakash Javadekar advised people to not burst fire crackers this Diwali. "I will advise that don't burst fire crackers, and I am confident that children themselves will ask parents to not buy firecrackers, but if someone wants to then buy green fire crackers," said the Environment Minister. The Indian Council of Scientific and Industrial Research (CSIR) has developed green crackers, which are new and improved formulations of the previous sound-emitting crackers and other fireworks. The development of green crackers is aimed at reducing pollution and health risks.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.