ETV Bharat / international

"আপনি দারুণ কাজ করেছেন", মোদিকে অভিনন্দন ট্রাম্পের - japan

লোকসভা ভোটে পুনরায় জয়লাভের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । G-20 সম্মেলনের ফাঁকে ভারত- অ্যামেরিকা দ্বিপাক্ষিক বৈঠক হয় আজ । সেই বৈঠকেই মোদিকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, "সবাইকে এক জায়গায় আনার ক্ষেত্রে আপনি দারুণ কাজ করেছেন । এই সাফল্য পাওয়ার যোগ্য আপনি ।"

মোদি-ট্রাম্প বৈঠক
author img

By

Published : Jun 28, 2019, 8:09 AM IST

Updated : Jun 28, 2019, 11:13 AM IST

ওসাকা (জাপান), 28 জুন : লোকসভা ভোটে পুনরায় জয়লাভের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । পালটা মোদিও ট্রাম্পকে ধন্যবাদ জানান । লোকসভা ভোটে জয়ের জন্য মোদিকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, "আপনি দারুণ কাজ করেছেন । এই সাফল্য পাওয়ার যোগ্য আপনি ।"

আজ জাপানের ওসাকায় G-20 সম্মেলনের ফাঁকে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বৈঠকে অ্যামেরিকার প্রেসিডেন্ট বলেন, "আপনি যখন প্রথম ক্ষমতায় আসেন, তখন দলাদলি ছিল । তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছিল । কিন্তু এখন সবাই একসঙ্গে কাজ করছে । এটা আপনার প্রচেষ্টা ও সক্ষমতার বড় সাফল্য ।"

আরও পড়ুন : জাপানে প্রধানমন্ত্রী, G-20-র ফাঁকে মোদি-ট্রাম্প বৈঠক ঘিরে পারদ চড়ছে

দ্বিপাক্ষিক বৈঠকে দুই রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের মধ্য ভারত-অ্যামেরিকা দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় । সেইসঙ্গে পণ্যশুল্ক ও রাশিয়ার সঙ্গে অস্ত্রচুক্তি নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা করেন মোদি-ট্রাম্প । এই আলোচনার পরই ট্রাম্প বলেন, "আমি এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি সত্যিই ভালো বন্ধু হয়ে গেছি । এই দুটি দেশের মধ্যে আগে এতটা ঘনিষ্ঠতা ছিল না । একথা যথেষ্ট বিশ্বাসের সঙ্গেই বলতে পারি । আমরা একসঙ্গে বিভিন্ন ইশুর সমাধান করব । এমন কী সামরিক বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও আলোচনা করব ।"

পালটা মোদিও বলেন, "আমরাও পজ়েটিভ দৃষ্টিভঙ্গিতেই অ্যামেরিকার সঙ্গে কাজ করতে চাই । উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ । "

আরও পড়ুন : জয়শংকরের সঙ্গে বৈঠক পম্পেওর, উঠল ইরান ও S-৪০০ প্রসঙ্গ

আজকের শীর্ষ সম্মেলনে অ্যামেরিকা-চিন বাণিজ্যিক লড়াই, বিশ্বজুড়ে বেড়ে চলা উত্তেজনা, বিশ্ব উষ্ণায়নের মতো বিষয নিয়েও আলোচনা হয়।

ওসাকা (জাপান), 28 জুন : লোকসভা ভোটে পুনরায় জয়লাভের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । পালটা মোদিও ট্রাম্পকে ধন্যবাদ জানান । লোকসভা ভোটে জয়ের জন্য মোদিকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, "আপনি দারুণ কাজ করেছেন । এই সাফল্য পাওয়ার যোগ্য আপনি ।"

আজ জাপানের ওসাকায় G-20 সম্মেলনের ফাঁকে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বৈঠকে অ্যামেরিকার প্রেসিডেন্ট বলেন, "আপনি যখন প্রথম ক্ষমতায় আসেন, তখন দলাদলি ছিল । তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছিল । কিন্তু এখন সবাই একসঙ্গে কাজ করছে । এটা আপনার প্রচেষ্টা ও সক্ষমতার বড় সাফল্য ।"

আরও পড়ুন : জাপানে প্রধানমন্ত্রী, G-20-র ফাঁকে মোদি-ট্রাম্প বৈঠক ঘিরে পারদ চড়ছে

দ্বিপাক্ষিক বৈঠকে দুই রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের মধ্য ভারত-অ্যামেরিকা দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় । সেইসঙ্গে পণ্যশুল্ক ও রাশিয়ার সঙ্গে অস্ত্রচুক্তি নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা করেন মোদি-ট্রাম্প । এই আলোচনার পরই ট্রাম্প বলেন, "আমি এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি সত্যিই ভালো বন্ধু হয়ে গেছি । এই দুটি দেশের মধ্যে আগে এতটা ঘনিষ্ঠতা ছিল না । একথা যথেষ্ট বিশ্বাসের সঙ্গেই বলতে পারি । আমরা একসঙ্গে বিভিন্ন ইশুর সমাধান করব । এমন কী সামরিক বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও আলোচনা করব ।"

পালটা মোদিও বলেন, "আমরাও পজ়েটিভ দৃষ্টিভঙ্গিতেই অ্যামেরিকার সঙ্গে কাজ করতে চাই । উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ । "

আরও পড়ুন : জয়শংকরের সঙ্গে বৈঠক পম্পেওর, উঠল ইরান ও S-৪০০ প্রসঙ্গ

আজকের শীর্ষ সম্মেলনে অ্যামেরিকা-চিন বাণিজ্যিক লড়াই, বিশ্বজুড়ে বেড়ে চলা উত্তেজনা, বিশ্ব উষ্ণায়নের মতো বিষয নিয়েও আলোচনা হয়।

Osaka (Japan), Jun 27 (ANI): Prime Minister Narendra Modi met Prime Minister of Japan Shinzo Abe on the sidelines of the G20 Summit in Japan's Osaka. His visit to Japan has clear agenda of free and fair multilateral trade, energy security, countering terrorism and return of economic fugitives. Prime Minister Narendra Modi reached Japan on Thursday morning and was received with chants of 'Modi-Modi'. 14th G20 Summit will be held on June 28-29.
Last Updated : Jun 28, 2019, 11:13 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.