ETV Bharat / international

উহানের 1 কোটি 10 লাখ বাসিন্দারই কোরোনা পরীক্ষা করা হবে

উহানে 1 কোটি 10 লাখ মানুষের বাস । এবার তাদের প্রত্যেকেরই কোরোনা পরীক্ষা করা হবে ।

wuhan
উহান
author img

By

Published : May 12, 2020, 9:16 PM IST

উহান, 12 মে : চিনের উহান থেকেই প্রথম কোরোনার সংক্রমণ ছড়িয়েছিল । এরপর সেখানে লকডাউন জারি হয় । আর সম্প্রতি সেখানে লকডাউন উঠেছে । কিন্তু, কয়েকদিন আগে সেখানে নতুন করে সংক্রমণের খবর সামনে আসে। তারপরই শহরের প্রত্যেক বাসিন্দার কোরোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

উহানে 1 কোটি 10 লাখ মানুষের বাস । আর তাদের প্রত্যেকেরই কোরোনা পরীক্ষা করা হবে বলে সরকারি গণমাধ্যমে জানানো হয়েছে । 10 দিনের এই পরীক্ষার পরিকল্পনা জমা দেওয়ার জন্য প্রতিটি জেলা প্রশাসনকেই বলা হয়েছে । প্রতিটি জেলা তাদের জনসংখ্যা অনুযায়ী এই পরিকল্পনা জমা দেবে । এই পরীক্ষাকে "দশ দিনের যুদ্ধ" বলে সরকারের তরফে উল্লেখ করা হয়েছে । পরীক্ষার ক্ষেত্রে বয়স্ক এবং ঘনবসতি পূর্ণ এলাকাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়েছে সরকারের তরফে।

যদিও স্বাস্থ্য আধিকারিকরা বলছেন, প্রত্যেকের কোরোনা পরীক্ষা করাটা যথেষ্ট ব্যয়সাপেক্ষ । তবে ঝোংনান হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের ডিরেক্টর পেং ঝিয়ং বলেন, পরীক্ষাটা মূলত স্বাস্থ্যকর্মী ও যাঁরা কোরোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন তাঁদেরই করা হবে। উহান বিশ্ববিদ্যালয়ের আর এক এক ডিরেক্টর বলেন, শহরের 30 থেকে 50 লাখ বাসিন্দার ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে । তাই 10 ​​দিনে অবশিষ্ট 60 লাখ থেকে 80 লাখ বাসিন্দার কোরোনা পরীক্ষা সম্ভব ।


কয়েকদিন আগে নতুন করে ছ'জনের আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই প্রত্যেকের পরীক্ষার প্রয়োজন হয়ে পড়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । মঙ্গলবার পর্যন্ত চিনে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 84 হাজারেরও বেশি । মৃত্যু হয়েছে 4 হাজার 637 জনের ।

উহান, 12 মে : চিনের উহান থেকেই প্রথম কোরোনার সংক্রমণ ছড়িয়েছিল । এরপর সেখানে লকডাউন জারি হয় । আর সম্প্রতি সেখানে লকডাউন উঠেছে । কিন্তু, কয়েকদিন আগে সেখানে নতুন করে সংক্রমণের খবর সামনে আসে। তারপরই শহরের প্রত্যেক বাসিন্দার কোরোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

উহানে 1 কোটি 10 লাখ মানুষের বাস । আর তাদের প্রত্যেকেরই কোরোনা পরীক্ষা করা হবে বলে সরকারি গণমাধ্যমে জানানো হয়েছে । 10 দিনের এই পরীক্ষার পরিকল্পনা জমা দেওয়ার জন্য প্রতিটি জেলা প্রশাসনকেই বলা হয়েছে । প্রতিটি জেলা তাদের জনসংখ্যা অনুযায়ী এই পরিকল্পনা জমা দেবে । এই পরীক্ষাকে "দশ দিনের যুদ্ধ" বলে সরকারের তরফে উল্লেখ করা হয়েছে । পরীক্ষার ক্ষেত্রে বয়স্ক এবং ঘনবসতি পূর্ণ এলাকাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়েছে সরকারের তরফে।

যদিও স্বাস্থ্য আধিকারিকরা বলছেন, প্রত্যেকের কোরোনা পরীক্ষা করাটা যথেষ্ট ব্যয়সাপেক্ষ । তবে ঝোংনান হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের ডিরেক্টর পেং ঝিয়ং বলেন, পরীক্ষাটা মূলত স্বাস্থ্যকর্মী ও যাঁরা কোরোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন তাঁদেরই করা হবে। উহান বিশ্ববিদ্যালয়ের আর এক এক ডিরেক্টর বলেন, শহরের 30 থেকে 50 লাখ বাসিন্দার ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে । তাই 10 ​​দিনে অবশিষ্ট 60 লাখ থেকে 80 লাখ বাসিন্দার কোরোনা পরীক্ষা সম্ভব ।


কয়েকদিন আগে নতুন করে ছ'জনের আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই প্রত্যেকের পরীক্ষার প্রয়োজন হয়ে পড়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । মঙ্গলবার পর্যন্ত চিনে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 84 হাজারেরও বেশি । মৃত্যু হয়েছে 4 হাজার 637 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.