ETV Bharat / international

Corona in Wuhan : ফের করোনা আতঙ্ক, পাঁচ দিনে 11 কোটির বেশি কোভিড টেস্ট ইউহানে - ইউহানে করোনা আতঙ্ক

2 অগস্ট কয়েকজন স্থানীয় পরিযায়ী শ্রমিকের শরীরে সংক্রমণ ধরা পড়ে ৷ এরপরই সতর্কতামূলক ব্যবস্থা নেয় চিনের প্রশাসন ৷ 3 অগস্ট থেকে নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে শহরব্যাপী পরীক্ষা শুরু হয় ৷

Corona
Wuhan Corona
author img

By

Published : Aug 9, 2021, 3:53 PM IST

বেজিং, 9 অগস্ট : করোনার উৎসস্থল ইউহানে ফের নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ৷ নতুন করে অনেকের শরীরে করোনার হদিশ পাওয়া গিয়েছে ৷ যা নিয়ে চিন্তায় পড়েছে সরকার ৷ যাতে করোনা বেশি ছড়াতে না পারে তার জন্য শহরব্যাপী পরীক্ষা চলছে ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই পরীক্ষা সম্পন্ন হয়েছে ৷ চিনের হুবেই প্রদেশের রাজধানী ইউহানে পাঁচ দিনে 11 কোটির বেশি বাসিন্দার নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ নিউক্লিক অ্যসিড পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল চিনের প্রসাশনের তরফে এমনই জানানো হয়েছে ৷

2 অগস্ট কয়েকজন স্থানীয় পরিযায়ী শ্রমিকের শরীরে সংক্রমণ ধরা পড়ে ৷ এরপরই সতর্কতামূলক ব্যবস্থা নেয় চিনের প্রশাসন ৷ 3 অগস্ট থেকে নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে শহরব্যাপী পরীক্ষা শুরু হয় ৷ তবে তার মধ্যে বাদ রয়েছে ছয় বছরের কম বয়সী শিশুরা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ৷ 7 অগস্টের মধ্যে, ইউহানে স্থানীয়ভাবে 37 জনের শরীরে করোনার হদিশ পাওয়া গিয়েছে এবং 41 জন উপসর্গবিহীন বাহকের সন্ধান পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন, Delta Plus : চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে 45

গত বছর, ইউহানে নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করা হয় ৷ সেইসময়, 19 দিনের মধ্যে প্রায় 10 কোটি বাসিন্দার পরীক্ষা করা হয়েছিল ৷ এবার তার থেকেও বেশি পরীক্ষা করা হয়েছে ৷ তবে এই একবছরের মধ্যে ইউহান শহরে স্থানীয়ভাবে কেউ আক্রান্ত হননি ৷

বেজিং, 9 অগস্ট : করোনার উৎসস্থল ইউহানে ফের নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ৷ নতুন করে অনেকের শরীরে করোনার হদিশ পাওয়া গিয়েছে ৷ যা নিয়ে চিন্তায় পড়েছে সরকার ৷ যাতে করোনা বেশি ছড়াতে না পারে তার জন্য শহরব্যাপী পরীক্ষা চলছে ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই পরীক্ষা সম্পন্ন হয়েছে ৷ চিনের হুবেই প্রদেশের রাজধানী ইউহানে পাঁচ দিনে 11 কোটির বেশি বাসিন্দার নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ নিউক্লিক অ্যসিড পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল চিনের প্রসাশনের তরফে এমনই জানানো হয়েছে ৷

2 অগস্ট কয়েকজন স্থানীয় পরিযায়ী শ্রমিকের শরীরে সংক্রমণ ধরা পড়ে ৷ এরপরই সতর্কতামূলক ব্যবস্থা নেয় চিনের প্রশাসন ৷ 3 অগস্ট থেকে নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে শহরব্যাপী পরীক্ষা শুরু হয় ৷ তবে তার মধ্যে বাদ রয়েছে ছয় বছরের কম বয়সী শিশুরা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ৷ 7 অগস্টের মধ্যে, ইউহানে স্থানীয়ভাবে 37 জনের শরীরে করোনার হদিশ পাওয়া গিয়েছে এবং 41 জন উপসর্গবিহীন বাহকের সন্ধান পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন, Delta Plus : চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে 45

গত বছর, ইউহানে নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করা হয় ৷ সেইসময়, 19 দিনের মধ্যে প্রায় 10 কোটি বাসিন্দার পরীক্ষা করা হয়েছিল ৷ এবার তার থেকেও বেশি পরীক্ষা করা হয়েছে ৷ তবে এই একবছরের মধ্যে ইউহান শহরে স্থানীয়ভাবে কেউ আক্রান্ত হননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.