ETV Bharat / international

'সাধারণতন্ত্র দিবসেই অস্ট্রেলিয়া ডে দারুণ সমাপতন', 'বন্ধু' মোদিকে শুভেচ্ছা মরিসনের - সাধারণতন্ত্র দিবসে অস্ট্রেলিয়া ডে, 'বন্ধু' মোদিকে শুভেচ্ছা মরিসনের

26 জানুয়ারি ভারতে সাধারণতন্ত্র দিবস আর একই দিনে অস্ট্রেলিয়া দিবস। দুই বন্ধু দেশের মধ্যে এটা আশ্চর্য সমাপতন বলে জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি 'বন্ধু' মোদি ও ভারতবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

সাধারণতন্ত্র দিবসে অস্ট্রেলিয়া ডে, 'বন্ধু' মোদিকে শুভেচ্ছা মরিসনের
সাধারণতন্ত্র দিবসে অস্ট্রেলিয়া ডে, 'বন্ধু' মোদিকে শুভেচ্ছা মরিসনের
author img

By

Published : Jan 26, 2021, 6:51 PM IST

Updated : Jan 26, 2021, 7:34 PM IST

ক্য়ানবেরা (অস্ট্রেলিয়া), 26 জানুয়ারি: ভারতের সাধারণতন্ত্র দিবস 26 জানুয়ারি। এই একই দিনে পালিত হয় অস্ট্রেলিয়া দিবস। এই ঘটনাকে আশ্চর্য সমাপতন বলে বর্ণনা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ভারতকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ভিডিয়ো মেসেজে মরিসন বলেছেন, ''আমাদের ইতিহাসের কি দারুণ সমাপতন যে, 26 জানুয়ারি অস্ট্রেলিয়া দিবসেই ভারতের সাধারণতন্ত্র দিবস! দুই বন্ধু দেশ একটি জাতীয় দিন একইসঙ্গে পালন করে।'' তবে শুধু জাতীয় দিবসই নয়, দিল্লি ও ক্যানবেরা তার থেকে অনেক বেশি কিছু একে-অপরের সঙ্গে শেয়ার করে বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, ''আমরা একই নীতিতে বিশ্বাসী - গণতন্ত্র, স্বাধীনতা, বৈচিত্র্য, এন্টারপ্রাইজ়, বিশ্বকে একই নীতিতে গড়ে তোলা। আমাদের ইতিহাস দীর্ঘ ও যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে। প্রতি বছর আমরা আরও কাছে আসছি। বিশ্বজুড়ে অতিমারী আমাদের আলাদা করতে পারেনি বরং একে-অপরের নীতিতে ভর করে আমরা আরও ঘনিষ্ঠ হয়েছি।'

আরও পড়ুন: দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের অভিনন্দন মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুব ভালো বন্ধু বলে সম্বোধন করে মরিসন বলেন, দুই প্রধানমন্ত্রীই একটি গঠনমূলক নীতিগত পার্টনারশিপে স্বাক্ষর করেছি যা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে দু'দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। মরিসনের কথায়, ''অস্ট্রেলিয়া দিবসে আমরা আমাদের বৈচিত্র্যকে সেলিব্রেট করি। বর্তমানে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানের সংখ্যা এতটাই, যা আগে কখনও ছিল না।'' অস্ট্রেলিয়া আরও ভারতীয় বন্ধু, পরিবার, ছাত্রছাত্রীর অপেক্ষায় রয়েছে বলেও জানান মরিসন।

ভারতকে বিশ্বস্ত বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়ে তিনি বলেছেন, ''সাধারণতন্ত্র দিবসে আমার ভালো বন্ধু নরেন্দ্র মোদি ও সব ভারতবাসীকে শুভেচ্ছা জানাই।"

ক্য়ানবেরা (অস্ট্রেলিয়া), 26 জানুয়ারি: ভারতের সাধারণতন্ত্র দিবস 26 জানুয়ারি। এই একই দিনে পালিত হয় অস্ট্রেলিয়া দিবস। এই ঘটনাকে আশ্চর্য সমাপতন বলে বর্ণনা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ভারতকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ভিডিয়ো মেসেজে মরিসন বলেছেন, ''আমাদের ইতিহাসের কি দারুণ সমাপতন যে, 26 জানুয়ারি অস্ট্রেলিয়া দিবসেই ভারতের সাধারণতন্ত্র দিবস! দুই বন্ধু দেশ একটি জাতীয় দিন একইসঙ্গে পালন করে।'' তবে শুধু জাতীয় দিবসই নয়, দিল্লি ও ক্যানবেরা তার থেকে অনেক বেশি কিছু একে-অপরের সঙ্গে শেয়ার করে বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, ''আমরা একই নীতিতে বিশ্বাসী - গণতন্ত্র, স্বাধীনতা, বৈচিত্র্য, এন্টারপ্রাইজ়, বিশ্বকে একই নীতিতে গড়ে তোলা। আমাদের ইতিহাস দীর্ঘ ও যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে। প্রতি বছর আমরা আরও কাছে আসছি। বিশ্বজুড়ে অতিমারী আমাদের আলাদা করতে পারেনি বরং একে-অপরের নীতিতে ভর করে আমরা আরও ঘনিষ্ঠ হয়েছি।'

আরও পড়ুন: দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের অভিনন্দন মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুব ভালো বন্ধু বলে সম্বোধন করে মরিসন বলেন, দুই প্রধানমন্ত্রীই একটি গঠনমূলক নীতিগত পার্টনারশিপে স্বাক্ষর করেছি যা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে দু'দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। মরিসনের কথায়, ''অস্ট্রেলিয়া দিবসে আমরা আমাদের বৈচিত্র্যকে সেলিব্রেট করি। বর্তমানে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানের সংখ্যা এতটাই, যা আগে কখনও ছিল না।'' অস্ট্রেলিয়া আরও ভারতীয় বন্ধু, পরিবার, ছাত্রছাত্রীর অপেক্ষায় রয়েছে বলেও জানান মরিসন।

ভারতকে বিশ্বস্ত বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়ে তিনি বলেছেন, ''সাধারণতন্ত্র দিবসে আমার ভালো বন্ধু নরেন্দ্র মোদি ও সব ভারতবাসীকে শুভেচ্ছা জানাই।"

Last Updated : Jan 26, 2021, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.