ETV Bharat / international

মাঝ আকাশে সন্তান প্রসব, জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে - Kolkata Airport

ব্যাংককগামী বিমানে হঠাৎ প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন বছর তেইশের যুবতি ৷ তারপর, বিমানেই জন্ম দেন এক শিশুর ৷ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয় বিমান ৷ যুবতি ও শিশুকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷ দু'জনই সুস্থ বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷

মা ও শিশু
মা ও শিশু
author img

By

Published : Feb 4, 2020, 10:24 AM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : বিমান তখন মাঝ আকাশে ৷ বাইরে অন্ধকার ৷ ঘড়িতে প্রায় রাত তিনটে ৷ ব্যাংকক পৌঁছাতে অনেকটা দেরি ৷ যাত্রীদের অধিকাংশই তখন ঘুমোচ্ছেন ৷ জেগে ছিলেন দু-চারজন ৷ তাঁরা বেশ কিছুক্ষণ ধরে নজর রাখছিলেন, বছর তেইশের এক যুবতি উশখুশ করছেন ৷

নিজেকে অনেকক্ষণ ধরেই শান্ত রাখার চেষ্টা করছিলেন যুবতি ৷ তবে, শেষ পর্যন্ত নিজেকে আর ঠিক রাখতে পারেননি ৷ শুরু চিৎকার ৷ হঠাৎ এইভাবে একজনের চিৎকারে ঘুম ভেঙে যায় সহযাত্রীদের ৷ বুঝতে পারেন, প্রসব যন্ত্রণায় ছটফট করছেন তিনি ৷ ছুটে আসেন বিমান সেবিকারা ৷ ততক্ষণে যন্ত্রণা আরও বেড়েছে ৷ বিমানে কোনও চিকিৎসকও ছিলেন না ৷ খবর দেওয়া হয় পাইলটকে ৷ কাছে তখন কলকাতা বিমানবন্দর ৷ যোগাযোগ করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে ৷ অনুমতি চাওয়া হয় জরুরি অবতারণের ৷ সেই মতো কলকাতা বন্দরে জরুরি অবতরণ করে বিমানটি ৷ তবে, ততক্ষণে মাঝ আকাশেই এক ফুটফুটে শিশুর জন্ম দিয়ে ফেলেছেন ওই যুবতি ৷

কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের পর সদ্যজাত ও যুবতিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, মা ও শিশু দু'জনই সুস্থ ৷ জানা যায়, যুবতি থাইল্যান্ডের বাসিন্দা ৷ কাতার এয়ার ওয়েজের বিমানে ওমান থেকে ব্যাংকক যাচ্ছিলেন তিনি ৷ খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে ৷ তারপর নিজেদের দেশে ফিরে যাবেন তাঁরা ৷

কলকাতা, 4 ফেব্রুয়ারি : বিমান তখন মাঝ আকাশে ৷ বাইরে অন্ধকার ৷ ঘড়িতে প্রায় রাত তিনটে ৷ ব্যাংকক পৌঁছাতে অনেকটা দেরি ৷ যাত্রীদের অধিকাংশই তখন ঘুমোচ্ছেন ৷ জেগে ছিলেন দু-চারজন ৷ তাঁরা বেশ কিছুক্ষণ ধরে নজর রাখছিলেন, বছর তেইশের এক যুবতি উশখুশ করছেন ৷

নিজেকে অনেকক্ষণ ধরেই শান্ত রাখার চেষ্টা করছিলেন যুবতি ৷ তবে, শেষ পর্যন্ত নিজেকে আর ঠিক রাখতে পারেননি ৷ শুরু চিৎকার ৷ হঠাৎ এইভাবে একজনের চিৎকারে ঘুম ভেঙে যায় সহযাত্রীদের ৷ বুঝতে পারেন, প্রসব যন্ত্রণায় ছটফট করছেন তিনি ৷ ছুটে আসেন বিমান সেবিকারা ৷ ততক্ষণে যন্ত্রণা আরও বেড়েছে ৷ বিমানে কোনও চিকিৎসকও ছিলেন না ৷ খবর দেওয়া হয় পাইলটকে ৷ কাছে তখন কলকাতা বিমানবন্দর ৷ যোগাযোগ করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে ৷ অনুমতি চাওয়া হয় জরুরি অবতারণের ৷ সেই মতো কলকাতা বন্দরে জরুরি অবতরণ করে বিমানটি ৷ তবে, ততক্ষণে মাঝ আকাশেই এক ফুটফুটে শিশুর জন্ম দিয়ে ফেলেছেন ওই যুবতি ৷

কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের পর সদ্যজাত ও যুবতিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, মা ও শিশু দু'জনই সুস্থ ৷ জানা যায়, যুবতি থাইল্যান্ডের বাসিন্দা ৷ কাতার এয়ার ওয়েজের বিমানে ওমান থেকে ব্যাংকক যাচ্ছিলেন তিনি ৷ খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে ৷ তারপর নিজেদের দেশে ফিরে যাবেন তাঁরা ৷

Intro:


মাঝ আকাশে বিমানের মধ্যে সন্তানের জন্ম দিলেন থাইল্যান্ডের বাসিন্দা এক তরুণী। ফলে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ হল করতে হল কাতার এয়ারওয়েজের ব্যাংককগামী বিমানকে। ওমান থেকে ব্যাংককে ফেরার সময় বিমানে সন্তান জন্ম দেওয়ায় কলকাতা বিমানবন্দর থেকে তড়িঘড়ি চার্নক হাসপাতালে নিয়ে যাওয়া হয় নবজাতক ও তার মাকে। জানা গিয়েছে সন্তান ও তার মা দুজনেই সুস্থ রয়েছেন।

Body:আজ ভোর চারটে নাগাদ কাতার এয়ারওয়েজের বিমানে থাইল্যান্ডের বাসিন্দা তরুণী ওয়াসানা ফ্রমকাসিকর্ন প্রসব যন্ত্রনায় কাতরাতে শুরু করে। বিমান সেবিকা দৃষ্টি আকর্ষণ করলে তারা বিষয়টি পাইলটকে জানায়। পাইলট কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণ করে। কিন্তু ততক্ষণে ভারতের আকাশে সন্তানের জন্ম হয়ে গিয়েছে। এরপর কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের পর বিমানবন্দরের কর্মীরা নবজাতক ও মাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সঙ্গে সঙ্গে দুজনকে চার্নক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দুজনেই সুস্থ রয়েছে। খুব শীঘ্রই তাদের ছেড়ে দেওয়া হবে। দুজনেই ফিরে যাবে তাদের দেশে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.