ETV Bharat / international

WHO on Omicron : ডেল্টা প্রতিরোধী অস্ত্রেই রুখতে হবে ওমিক্রনকে, দাওয়াই হু-এর আঞ্চলিক অধিকর্তার - ড. তাকেশি কাসাই

করোনার ডেল্টা ভ্য়ারিয়্যান্ট (Delta Variant of Coronavirus) রুখতে যে ব্যবস্থা করা হয়েছিল, তা ব্যবহার করেই ওমিক্রনকে রোখা সম্ভব ৷ দাবি হু-এর (WHO on Omicron) প্রতিনিধিদের ৷ শুক্রবার সংস্থার আঞ্চলিক অধিকর্তা ড. তাকেশি কাসাই (Dr. Takeshi Kasai on Omicron) বলেন, সীমান্তে নিয়ন্ত্রণ জারি করে ভাইরাসের আগমন কিছুদিনের জন্য আটকানো যাবে ৷ কিন্তু, এটি কোনও স্থায়ী সমাধান নয় ৷

who on omicron : measures used against delta should work for new variant
WHO on Omicron : ডেল্টা প্রতিরোধী অস্ত্রেই রুখতে হবে ওমিক্রনকে, দাওয়াই হু-এর আঞ্চলিক অধিকর্তার
author img

By

Published : Dec 3, 2021, 7:21 PM IST

ম্যানিলা, 3 ডিসেম্বর : করোনা ভাইরাসের ডেল্টা ভ্য়ারিয়্যান্ট (Delta Variant of Coronavirus) রুখতে যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল, আগামী দিনে কোভিড (Covid-19) প্রতিরোধে সেই নীতিই প্রতিরোধের মূল ভিত্তি হওয়া উচিত ৷ এমনকী, ওমিক্রন (Omicron) নামে করোনার যে নতুন ভ্যারিয়্যান্ট প্রকাশ্যে এসেছে, তাকেও একই উপায়ে জয় করা সম্ভব ৷ শুক্রবার এমনটাই দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization on Omicron) বা হু-এর (WHO on Omicron) প্রতিনিধিরা ৷ তবে আন্তর্জাতিক যাতায়াত ও ভ্রমণের উপর বিধিনিষেধ আরোপ করে করোনা চিরকালের মতো ঠেকিয়ে রাখা সম্ভব নয় বলেও জানিয়েছেন তাঁরা ৷ আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে কিছুটা বেশি সময় হয়তো হাতে পাওয়া যাবে ৷ কিন্তু, তাতে সংক্রমণ পাকাপাকিভাবে আটকানো যাবে না ৷ প্রসঙ্গত, ওমিক্রনের সংক্রমণ রুখতে ইতিমধ্যেই বহু দেশ আন্তর্জাতিক যাতায়াতের উপর বিধিনিষেধ আরোপ করেছে ৷

আরও পড়ুন : Omicron scare in Mumbai: মুম্বইতে ওমিক্রন আতঙ্ক, দক্ষিণ আফ্রিকা ফেরত-সহ 9 যাত্রীর করোনা পজিটিভ

এদিন হু-র আঞ্চলিক অধিকর্তা ড. তাকেশি কাসাই (Dr. Takeshi Kasai on Omicron) এই প্রসঙ্গে বলেন, ‘‘সীমান্তে নিয়ন্ত্রণ জারি করে ভাইরাসের আগমন কিছুদিনের জন্য আটকানো যাবে ৷ তাতে আমাদের হাতেও অতিরিক্ত ক’টা দিন সময় পাওয়া যাবে ৷ কিন্তু, আদতে প্রত্যেকটি দেশ এবং প্রত্যেকটি গোষ্ঠীকেই ভাইরাসের নতুন ভ্য়ারিয়্যান্টের মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে ৷ তবে এর মধ্যে আশার খবর একটাই ৷ এখনও পর্যন্ত যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, তাতে বোঝা যাচ্ছে, ভাইরাস মোকাবিলায় আমরা যেদিকে অগ্রসর হচ্ছি, সেই দিশা পরিবর্তনের কোনও প্রয়োজন নেই ৷’’

আরও পড়ুন : Reinfections with Omicron: পুনরায় সংক্রমণের সম্ভাবনা 3 গুণ বেশি ওমিক্রনে, রিপোর্ট বিজ্ঞানীদের

অর্থাৎ চেনা পথেই ওমিক্রন মোকাবিলার পক্ষে সওয়াল করেছেন ড. কাসাই ৷ তাঁর মতে, ওমিক্রন হোক বা অন্য কোনও ভ্যারিয়্যান্ট করোনা ঠেকাতে সার্বিক টিকাকরণ, শারীরিক দূরত্ববিধি এবং মাস্কের ব্যবহার অপরিহার্য ৷ একই কথা বলেছেন হু-এর আঞ্চলিক আপৎকালীন অধিকর্তা ড. বাবাটুন্ডে ওলোউকুরেও (Dr. Babatunde Olowokure) ৷ তিনি বলেন, ‘‘সঠিক সময়ে, সঠিক রোগীর, সঠিক জায়গায়, যাতে সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব হয়, আমাদের সকলকেই তা নিশ্চিত করতে হবে ৷ এই কারণেই আমাদের প্রয়োজন মাফিক আইসিইউ শয্যা তৈরি রাখতে হবে ৷ যাঁদের সত্যিই চিকিৎসা দরকার, তাঁরা যাতে সেটা পান, তারও ব্যবস্থা করতে হবে ৷’’

ম্যানিলা, 3 ডিসেম্বর : করোনা ভাইরাসের ডেল্টা ভ্য়ারিয়্যান্ট (Delta Variant of Coronavirus) রুখতে যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল, আগামী দিনে কোভিড (Covid-19) প্রতিরোধে সেই নীতিই প্রতিরোধের মূল ভিত্তি হওয়া উচিত ৷ এমনকী, ওমিক্রন (Omicron) নামে করোনার যে নতুন ভ্যারিয়্যান্ট প্রকাশ্যে এসেছে, তাকেও একই উপায়ে জয় করা সম্ভব ৷ শুক্রবার এমনটাই দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization on Omicron) বা হু-এর (WHO on Omicron) প্রতিনিধিরা ৷ তবে আন্তর্জাতিক যাতায়াত ও ভ্রমণের উপর বিধিনিষেধ আরোপ করে করোনা চিরকালের মতো ঠেকিয়ে রাখা সম্ভব নয় বলেও জানিয়েছেন তাঁরা ৷ আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে কিছুটা বেশি সময় হয়তো হাতে পাওয়া যাবে ৷ কিন্তু, তাতে সংক্রমণ পাকাপাকিভাবে আটকানো যাবে না ৷ প্রসঙ্গত, ওমিক্রনের সংক্রমণ রুখতে ইতিমধ্যেই বহু দেশ আন্তর্জাতিক যাতায়াতের উপর বিধিনিষেধ আরোপ করেছে ৷

আরও পড়ুন : Omicron scare in Mumbai: মুম্বইতে ওমিক্রন আতঙ্ক, দক্ষিণ আফ্রিকা ফেরত-সহ 9 যাত্রীর করোনা পজিটিভ

এদিন হু-র আঞ্চলিক অধিকর্তা ড. তাকেশি কাসাই (Dr. Takeshi Kasai on Omicron) এই প্রসঙ্গে বলেন, ‘‘সীমান্তে নিয়ন্ত্রণ জারি করে ভাইরাসের আগমন কিছুদিনের জন্য আটকানো যাবে ৷ তাতে আমাদের হাতেও অতিরিক্ত ক’টা দিন সময় পাওয়া যাবে ৷ কিন্তু, আদতে প্রত্যেকটি দেশ এবং প্রত্যেকটি গোষ্ঠীকেই ভাইরাসের নতুন ভ্য়ারিয়্যান্টের মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে ৷ তবে এর মধ্যে আশার খবর একটাই ৷ এখনও পর্যন্ত যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, তাতে বোঝা যাচ্ছে, ভাইরাস মোকাবিলায় আমরা যেদিকে অগ্রসর হচ্ছি, সেই দিশা পরিবর্তনের কোনও প্রয়োজন নেই ৷’’

আরও পড়ুন : Reinfections with Omicron: পুনরায় সংক্রমণের সম্ভাবনা 3 গুণ বেশি ওমিক্রনে, রিপোর্ট বিজ্ঞানীদের

অর্থাৎ চেনা পথেই ওমিক্রন মোকাবিলার পক্ষে সওয়াল করেছেন ড. কাসাই ৷ তাঁর মতে, ওমিক্রন হোক বা অন্য কোনও ভ্যারিয়্যান্ট করোনা ঠেকাতে সার্বিক টিকাকরণ, শারীরিক দূরত্ববিধি এবং মাস্কের ব্যবহার অপরিহার্য ৷ একই কথা বলেছেন হু-এর আঞ্চলিক আপৎকালীন অধিকর্তা ড. বাবাটুন্ডে ওলোউকুরেও (Dr. Babatunde Olowokure) ৷ তিনি বলেন, ‘‘সঠিক সময়ে, সঠিক রোগীর, সঠিক জায়গায়, যাতে সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব হয়, আমাদের সকলকেই তা নিশ্চিত করতে হবে ৷ এই কারণেই আমাদের প্রয়োজন মাফিক আইসিইউ শয্যা তৈরি রাখতে হবে ৷ যাঁদের সত্যিই চিকিৎসা দরকার, তাঁরা যাতে সেটা পান, তারও ব্যবস্থা করতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.