জেনেভা, 8 জুন : সারা বিশ্বে করোনা ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়্যান্ট খুঁজে পাওয়া যাচ্ছে, এর মধ্যে রয়েছে ডেল্টা মারাত্মক ভ্যারিয়্যান্ট ৷ বেশ কিছু দেশের পরিস্থিতি সংকটজনক, তা সত্ত্বেও বিধিনিষেধ শিথিল করা হচ্ছে ৷ এর মধ্যে যাঁরা ভ্যাকসিন পাননি তাঁদের নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়াসস ৷ সোমবার একটি সাংবাদিক সম্মেলনে তিনি এও জানান যে, কোভিড-19 ভ্যাকসিনের প্রাপ্যতা নিয়ে "টু-ট্র্যাক প্যানডেমিক" অবস্থা তৈরি হয়েছে ৷ পশ্চিমের ধনী দেশগুলি সুরক্ষিত রয়েছে, যেখানে গরিব দেশগুলিতে অভাব রয়েছে ৷
আরও পড়ুন : 63 দিন পর দেশে 1 লাখের নিচে সংক্রমণ
টেড্রস বলেন, "কোভিড-19 ভ্যাকসিন দেওয়া শুরুর সময় থেকে ছ'মাসের মধ্যে উচ্চ-আয়ের দেশগুলি বিশ্বের 44 শতাংশ ডোজ দেওয়ার কাজ সম্পূর্ণ করেছে ৷ কিন্তু নিম্ন-আয়ের দেশগুলি মাত্র 0.4 শতাংশ দিতে পেরেছে ৷ সবচেয়ে হতাশার এটা যে, এই পরিসংখ্যানের পরিবর্তন মাত্র কয়েক মাসের নয় ৷"
হু-প্রধান আশা করছেন আফ্রিকার কোভিড-19 ভ্যাকসিন প্রস্তুতকারী জায়গাগুলি খুঁজে বের করা হবে ৷ 2021-এর শেষ থেকেই ভ্যাকসিন উৎপাদনের কাজ শুরু হবে, যাতে সারা বিশ্বে আরও ছড়িয়ে দেওয়া যায় ৷
ফাইজার আর মডার্নার মতো ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে কথা বলবেন টেড্রস ৷ হু-র কোভিড-19 টেকনোলজি অ্যাকসেস পুল-এর সঙ্গে তাদের তথাকথিত এম-আরএনএ টেকনোলজি ভাগ করে নিলে প্যানডেমিকের বিরুদ্ধে লড়াইয়ে গতি আসবে বলে মনে করছেন টেড্রস ৷