ETV Bharat / international

ইউহান ল্যাবের তিনজন গবেষকের হাসপাতালে থাকার খবর ভুয়ো, দাবি বেজিংয়ের - 2019-এর 30 ডিসেম্বর

রবিবার ওয়াল স্ট্রিট জার্নাল একটি সংবাদে জানায় যে চিনের ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির তিনজন গবেষকের মধ্যে করোনার উপসর্গ দেখা গিয়েছিল ৷ 2019-এর নভেম্বরে তাদের হাসাপাতালে পাঠানো হয়েছিল ৷ সোমবার এই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলল বেজিং ৷

চিনের ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি
চিনের ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি
author img

By

Published : May 25, 2021, 12:55 PM IST

বেজিং, 25 মে : প্যানডেমিক ঘোষণার আগে চিনের ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির তিন গবেষকের হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবরকে "সম্পূর্ণ মিথ্যা" বলে দাবি করল চিন ৷

আমেরিকার ইন্টেলিজেন্স-এর একটি রিপোর্টের ভিত্তিতে রবিবার ওয়াল স্ট্রিট জার্নাল একটি সংবাদে দাবি করে যে চিন থেকে করোনা সংক্রমণের খবর পাওয়ার আগে, 2019-এর নভেম্বরে ইউহানের তিন গবেষককে হাসপাতালে পাঠানো হয়েছিল, তাঁদের মধ্যে "মরশুমি অসুস্থতার লক্ষণ আর কোভিড-19-এর সঙ্গে মিল আছে, এমন উপসর্গ দেখা দিয়েছিল" ৷

চিনের কোনও গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তত্ত্বের বিরুদ্ধে বার বার লড়াই করেছে বেজিং ৷ 2019, 31 ডিসেম্বর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে চিন জানায় যে সেখানে বহু সংখ্যক মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ৷

আরও পডু়ন : ধন্দ তৈরি হচ্ছে, ফাংগাসের বিভিন্ন নামে আপত্তি এইমস প্রধানের

সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদের বিষয়ে প্রশ্ন করা হলে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বিষয়টিকে "সম্পূর্ণ মিথ্যা" বলেন ৷ এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, "2019-এর 30 ডিসেম্বরের আগে কোভিড-19-এর কোনও খবর পাওয়া যায়নি ৷ ইনস্টিটিউটের কর্মচারী আর স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের সম্পর্কে এখনও অবধি নথিভুক্ত করা তথ্য অনুযায়ী "জিরো ইনফেকশন"-এর রেকর্ড রয়েছে ৷"

যদিও আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন চিনের কোনও একটি ল্যাব থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে ৷ আর সে সময় অনেকে তাঁকে সমর্থন করেছিল ৷

তবে মার্চে হু-র নেতৃত্বে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞের দল চিনে অনুসন্ধান চালিয়ে সেই দাবি খারিজ করে দেয় ৷ যদিও দ্বিতীয় পর্যায়ের অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে হু ৷ আর তার আগেই ওয়াল স্ট্রিট এই সংবাদ প্রকাশ করল ৷

বেজিং, 25 মে : প্যানডেমিক ঘোষণার আগে চিনের ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির তিন গবেষকের হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবরকে "সম্পূর্ণ মিথ্যা" বলে দাবি করল চিন ৷

আমেরিকার ইন্টেলিজেন্স-এর একটি রিপোর্টের ভিত্তিতে রবিবার ওয়াল স্ট্রিট জার্নাল একটি সংবাদে দাবি করে যে চিন থেকে করোনা সংক্রমণের খবর পাওয়ার আগে, 2019-এর নভেম্বরে ইউহানের তিন গবেষককে হাসপাতালে পাঠানো হয়েছিল, তাঁদের মধ্যে "মরশুমি অসুস্থতার লক্ষণ আর কোভিড-19-এর সঙ্গে মিল আছে, এমন উপসর্গ দেখা দিয়েছিল" ৷

চিনের কোনও গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তত্ত্বের বিরুদ্ধে বার বার লড়াই করেছে বেজিং ৷ 2019, 31 ডিসেম্বর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে চিন জানায় যে সেখানে বহু সংখ্যক মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ৷

আরও পডু়ন : ধন্দ তৈরি হচ্ছে, ফাংগাসের বিভিন্ন নামে আপত্তি এইমস প্রধানের

সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদের বিষয়ে প্রশ্ন করা হলে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বিষয়টিকে "সম্পূর্ণ মিথ্যা" বলেন ৷ এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, "2019-এর 30 ডিসেম্বরের আগে কোভিড-19-এর কোনও খবর পাওয়া যায়নি ৷ ইনস্টিটিউটের কর্মচারী আর স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের সম্পর্কে এখনও অবধি নথিভুক্ত করা তথ্য অনুযায়ী "জিরো ইনফেকশন"-এর রেকর্ড রয়েছে ৷"

যদিও আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন চিনের কোনও একটি ল্যাব থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে ৷ আর সে সময় অনেকে তাঁকে সমর্থন করেছিল ৷

তবে মার্চে হু-র নেতৃত্বে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞের দল চিনে অনুসন্ধান চালিয়ে সেই দাবি খারিজ করে দেয় ৷ যদিও দ্বিতীয় পর্যায়ের অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে হু ৷ আর তার আগেই ওয়াল স্ট্রিট এই সংবাদ প্রকাশ করল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.