ETV Bharat / international

বাগদাদে অ্যামেরিকার দূতাবাসে রকেট হামলা - US embassy in Iraq

এই হামলার সমন্ধে আমেরিকার দূতাবাস জানায়, আন্তর্জাতিক অঞ্চলকে লক্ষ্য করেই এই হামলা হয়েছিল । দূতাবাস চত্বরের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো হতাহত হয়নি ।তবে মার্কিন দূতাবাসের নিকটবর্তী আবাসিক এলাকায় সামান্য ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে ।

আমেরিকার দূতাবাসে রকেট হামলা
আমেরিকার দূতাবাসে রকেট হামলা
author img

By

Published : Dec 21, 2020, 8:35 AM IST

বাগদাদ, 21 ডিসেম্বর : ইরাকে অ্যামেরিকার দূতাবাসে রকেট হামলা । রাজধানী বাগদাদের গ্রিন জ়োনে রকেট হামলায় আমেরিকার দূতাবাস চত্বরের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে । হতাহতের কোনও খবর নেই ।

ইরাকি এক সংবাদ মাধ্যমের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বাগদাদের গ্রিন জ়োনে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল । মার্কিন দূতাবাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি এই হামলার প্রতিক্রিয়া জানিয়েছে ।

এই হামলার সম্পর্কে তারা জানায়, আন্তর্জাতিক অঞ্চলকে লক্ষ্য করেই এই হামলা হয়েছিল । এতে দূতাবাসের প্রতিরক্ষার ব্যাপার জড়িয়ে । দূতাবাস চত্বরের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে । কেউ হতাহত হননি । রকেট হামলায় মার্কিন দূতাবাসের নিকটবর্তী আবাসিক এলাকায় সামান্য ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে । স্থানীয় নাগরিকরা চোট পেয়ে থাকতে পারেন । ইতিমধ্যেই রকেট নিক্ষেপণের স্থান চিহ্নিত করা সম্ভব হয়েছে ।

  • The U.S. Embassy confirms rockets targeting the International Zone resulted in the engagement of Embassy defensive systems. There was some minor damage on the Embassy compound but no injuries or casualties. 1/

    — U.S. Embassy Baghdad (@USEmbBaghdad) December 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইরাকে অ্যামেরিকার দূতাবাসের উপর হামলার ঘটনা নতুন নয় । এর আগেও সেপ্টেম্বর মাসে একই ভাবে দূতাবাসের উপর হামলা চালানো হয়েছিল। সূত্রে জানা গেছে, সেইসময় অ্য়ামেরিকার তরফে ইরাককে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, হামলা বন্ধে ব্যবস্থা না নিলে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে । এর আগে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর ও তার সংলগ্ন সেনা ক্য়াম্পেও হামলা হয়েছে ।

বাগদাদ, 21 ডিসেম্বর : ইরাকে অ্যামেরিকার দূতাবাসে রকেট হামলা । রাজধানী বাগদাদের গ্রিন জ়োনে রকেট হামলায় আমেরিকার দূতাবাস চত্বরের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে । হতাহতের কোনও খবর নেই ।

ইরাকি এক সংবাদ মাধ্যমের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বাগদাদের গ্রিন জ়োনে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল । মার্কিন দূতাবাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি এই হামলার প্রতিক্রিয়া জানিয়েছে ।

এই হামলার সম্পর্কে তারা জানায়, আন্তর্জাতিক অঞ্চলকে লক্ষ্য করেই এই হামলা হয়েছিল । এতে দূতাবাসের প্রতিরক্ষার ব্যাপার জড়িয়ে । দূতাবাস চত্বরের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে । কেউ হতাহত হননি । রকেট হামলায় মার্কিন দূতাবাসের নিকটবর্তী আবাসিক এলাকায় সামান্য ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে । স্থানীয় নাগরিকরা চোট পেয়ে থাকতে পারেন । ইতিমধ্যেই রকেট নিক্ষেপণের স্থান চিহ্নিত করা সম্ভব হয়েছে ।

  • The U.S. Embassy confirms rockets targeting the International Zone resulted in the engagement of Embassy defensive systems. There was some minor damage on the Embassy compound but no injuries or casualties. 1/

    — U.S. Embassy Baghdad (@USEmbBaghdad) December 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইরাকে অ্যামেরিকার দূতাবাসের উপর হামলার ঘটনা নতুন নয় । এর আগেও সেপ্টেম্বর মাসে একই ভাবে দূতাবাসের উপর হামলা চালানো হয়েছিল। সূত্রে জানা গেছে, সেইসময় অ্য়ামেরিকার তরফে ইরাককে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, হামলা বন্ধে ব্যবস্থা না নিলে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে । এর আগে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর ও তার সংলগ্ন সেনা ক্য়াম্পেও হামলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.