ETV Bharat / international

বিশ্ব স্বাস্থ্য় সংস্থার 2 বিজ্ঞানী কোরোনা পজ়িটিভ, ঢুকতে পারলেন না চিনে

বিশ্ব স্বাস্থ্য় সংস্থার তরফে টুইট করে বলা হয়েছে, "13 জন বিজ্ঞানীর আন্তর্জাতিক একটি দল কোরোনা ভাইরাসের উৎস খুঁজতে চিনের ইউহান প্রদেশে গিয়েছেন । ওই বিজ্ঞানীদের দল 2 সপ্তাহের কোয়ারানটিন পর্বের পর তাঁদের কাজ শুরু করবেন।"

two-who-scientists-barred-from-entering-china-after-testing-positive-for-covid-19-antibodies
চিনে কোরোনার উৎস খুঁজতে যাওয়া বিশ্ব স্বাস্থ্য় সংস্থার দুই বিজ্ঞানী কোরোনা পজিটিভ
author img

By

Published : Jan 14, 2021, 7:52 PM IST

ইউহান (চিন), 14 জানুয়ারি : চিনে কোরোনা ভাইরাসের উৎস সম্পর্কে তদন্ত করতে যাওয়া, বিশ্ব স্বাস্থ্য় সংস্থার দুই বিজ্ঞানীর শরীরে মিলল কোরোনার ভাইরাস । সিঙ্গাপুরে তাঁদের আটকে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে । দুই বিজ্ঞানীর শরীরে কোরোনা ভাইরাসের অ্য়ান্টিবডি টেস্ট করানো হয়েছিল । সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে।

বিশ্ব স্বাস্থ্য় সংস্থার তরফে টুইট করে বলা হয়েছে, "13 জন বিজ্ঞানীর আন্তর্জাতিক একটি দল কোরোনা ভাইরাসের উৎস খুঁজতে চিনের ইউহান প্রদেশে গিয়েছেন । ওই বিজ্ঞানীদের দল 2 সপ্তাহের কোয়ারানটিন পর্বের পর তাঁদের কাজ শুরু করবেন। তবে, আরও দুই বিজ্ঞানী এখনও সিঙ্গাপুরে রয়েছেন। তাঁদের আবারও কোরোনার পরীক্ষা করানো হবে । ওই দলের সব সদস্য়ের নিজেদের দেশে একাধিকবার কোরোনার পরীক্ষা হয়েছে। যা নেগেটিভ এসেছে। এমনকী কোরোনার অ্য়ান্টিবডি পরীক্ষাও হয়েছিল । তারপর সিঙ্গাপুর পৌঁছে আবারও তাঁদের কোরোনার পরীক্ষা হলে, দুই বিজ্ঞানীর শরীরে কোরোনা ধরা পড়েছে । তাঁদের কোরোনার অ্য়ান্টিবডি টেস্টের ফলাফল পজ়িটিভ এসেছে। তাঁদের সিঙ্গাপুরেই কোয়ারানটিনে রাখা হয়েছে।"

আরও পড়ুন : কোরোনার ভ্যাকসিন নিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক এক সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী, চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রকে ওই দুই বিজ্ঞানীকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান । জবাবে বলেন, চিনের প্রশাসন হু-র সব সদস্য়দের বিশেষ পরিষেবা দিচ্ছে। মহামারি রোধের ক্ষেত্রে সবরকম ব্য়বস্থাও চিনের তরফে করা হয়েছে।

ইউহান (চিন), 14 জানুয়ারি : চিনে কোরোনা ভাইরাসের উৎস সম্পর্কে তদন্ত করতে যাওয়া, বিশ্ব স্বাস্থ্য় সংস্থার দুই বিজ্ঞানীর শরীরে মিলল কোরোনার ভাইরাস । সিঙ্গাপুরে তাঁদের আটকে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে । দুই বিজ্ঞানীর শরীরে কোরোনা ভাইরাসের অ্য়ান্টিবডি টেস্ট করানো হয়েছিল । সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে।

বিশ্ব স্বাস্থ্য় সংস্থার তরফে টুইট করে বলা হয়েছে, "13 জন বিজ্ঞানীর আন্তর্জাতিক একটি দল কোরোনা ভাইরাসের উৎস খুঁজতে চিনের ইউহান প্রদেশে গিয়েছেন । ওই বিজ্ঞানীদের দল 2 সপ্তাহের কোয়ারানটিন পর্বের পর তাঁদের কাজ শুরু করবেন। তবে, আরও দুই বিজ্ঞানী এখনও সিঙ্গাপুরে রয়েছেন। তাঁদের আবারও কোরোনার পরীক্ষা করানো হবে । ওই দলের সব সদস্য়ের নিজেদের দেশে একাধিকবার কোরোনার পরীক্ষা হয়েছে। যা নেগেটিভ এসেছে। এমনকী কোরোনার অ্য়ান্টিবডি পরীক্ষাও হয়েছিল । তারপর সিঙ্গাপুর পৌঁছে আবারও তাঁদের কোরোনার পরীক্ষা হলে, দুই বিজ্ঞানীর শরীরে কোরোনা ধরা পড়েছে । তাঁদের কোরোনার অ্য়ান্টিবডি টেস্টের ফলাফল পজ়িটিভ এসেছে। তাঁদের সিঙ্গাপুরেই কোয়ারানটিনে রাখা হয়েছে।"

আরও পড়ুন : কোরোনার ভ্যাকসিন নিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক এক সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী, চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রকে ওই দুই বিজ্ঞানীকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান । জবাবে বলেন, চিনের প্রশাসন হু-র সব সদস্য়দের বিশেষ পরিষেবা দিচ্ছে। মহামারি রোধের ক্ষেত্রে সবরকম ব্য়বস্থাও চিনের তরফে করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.