ETV Bharat / international

নেপালে কোরোনায় আক্রান্ত আরও 2, এসেছিলেন জামাতের অনুষ্ঠানে যোগদানকারীদের সংস্পর্শে

নতুন করে যে দু'জনের শরীরে কোরোনার হদিস পাওয়া গেছে ,তাঁরা দু'জনই সম্প্রতি ভারতের তাবলিঘি জামাতে যোগদানকারী তিন কোরোনা আক্রান্ত ভারতীয়ের সংস্পর্শে এসেছিলেন ।

nepal
nepal
author img

By

Published : Apr 26, 2020, 3:41 PM IST

Updated : Apr 26, 2020, 4:36 PM IST

কাঠমাণ্ডু, 26 এপ্রিল : নেপালে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন দু'জন । নেপালের বীরগুঞ্জ এলাকার দুই বাসিন্দার শরীরে COVID- 19 পজ়িটিভ পাওয়া গেছে । তাঁদের আইসোলেশনে ওয়ার্ডে রাখা হয়েছে । জানা গেছে, সম্প্রতি তাঁরা ভারতের তাবলিঘি জামাতে যোগদানকারী তিন কোরোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন । এই নিয়ে নেপালে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 51-তে ।

আজ সকালে নেপাল স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, নতুন করে যে দু'জনের শরীরে কোরোনার হদিস পাওয়া গেছে তাঁরা দু'জনই পুরুষ । সম্প্রতি কোরোনা আক্রান্ত তিন ভারতীয়র সংস্পর্শে এসেছিলেন । এবিষয়ে নেপালের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সুমিতকুমার অধিকারী বলেন, "নতুন রিপোর্ট অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা এখন 51 । আজই ন্যাশনাল পাবলিক হেলথ ল্যবরেটরিতে দু'জনের সোয়াবের রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁদের দু'জনেরই বয়স 50 । তাঁদের বীরগঞ্জের নারায়ণী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ।" এববিষয়ে বীরগঞ্জ জেলার প্রশাসিক আধিকারিক ললিতকুমার বাসনেত জানান, এই দুজনের মধ্যে একজন এখানকার মেট্রোপলিটন অফিসের কর্মী ও অন্যজন একটি স্কুলে কাজ করেন ।

নেপালে 24 মার্চ থেকে পুরোপুরি লকডাউন চলছে । এখনও পর্যন্ত 51 জন আক্রান্ত হলেও একজনেরও মৃত্যু হয়নি । সুস্থ হয়েছেন 12 জন । নেপালের সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকা ছাপাকাইয়া । এই এলাকায় পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে । গতকালই 187 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । চেষ্টা চলছে কোরোনা সংক্রমণের চেন ভাঙার ।

কাঠমাণ্ডু, 26 এপ্রিল : নেপালে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন দু'জন । নেপালের বীরগুঞ্জ এলাকার দুই বাসিন্দার শরীরে COVID- 19 পজ়িটিভ পাওয়া গেছে । তাঁদের আইসোলেশনে ওয়ার্ডে রাখা হয়েছে । জানা গেছে, সম্প্রতি তাঁরা ভারতের তাবলিঘি জামাতে যোগদানকারী তিন কোরোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন । এই নিয়ে নেপালে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 51-তে ।

আজ সকালে নেপাল স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, নতুন করে যে দু'জনের শরীরে কোরোনার হদিস পাওয়া গেছে তাঁরা দু'জনই পুরুষ । সম্প্রতি কোরোনা আক্রান্ত তিন ভারতীয়র সংস্পর্শে এসেছিলেন । এবিষয়ে নেপালের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সুমিতকুমার অধিকারী বলেন, "নতুন রিপোর্ট অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা এখন 51 । আজই ন্যাশনাল পাবলিক হেলথ ল্যবরেটরিতে দু'জনের সোয়াবের রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁদের দু'জনেরই বয়স 50 । তাঁদের বীরগঞ্জের নারায়ণী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ।" এববিষয়ে বীরগঞ্জ জেলার প্রশাসিক আধিকারিক ললিতকুমার বাসনেত জানান, এই দুজনের মধ্যে একজন এখানকার মেট্রোপলিটন অফিসের কর্মী ও অন্যজন একটি স্কুলে কাজ করেন ।

নেপালে 24 মার্চ থেকে পুরোপুরি লকডাউন চলছে । এখনও পর্যন্ত 51 জন আক্রান্ত হলেও একজনেরও মৃত্যু হয়নি । সুস্থ হয়েছেন 12 জন । নেপালের সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকা ছাপাকাইয়া । এই এলাকায় পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে । গতকালই 187 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । চেষ্টা চলছে কোরোনা সংক্রমণের চেন ভাঙার ।

Last Updated : Apr 26, 2020, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.