ETV Bharat / international

তিয়ানজি: "অবতার"-এর ঝুলন্ত পাহাড় রয়েছে চিনে !

author img

By

Published : Nov 5, 2020, 7:01 AM IST

অদ্ভুত গঠনের কারণে পাহাড়ের পরিবর্তে তিয়ানজিকে স্তম্ভই বলে থাকেন ভূতত্ত্ববিদরা ৷

tianzi mountains china
tianzi mountains china

2009 সালে মুক্তি পেয়েছিল জেমস ক্যামারন পরিচালিত ছবি অবতার ৷ সেই ছবির অনেক কিছুই ছিল অভুতপূর্ব ৷ চমকে গেছিল দর্শক ৷ তবে সবচেয়ে অবাক করা ছিল প্যান্ডোরা গ্রহের ঝুলন্ত পাহাড় ! আকাশে ভাসমান যা ! সেই পাহাড় কল্পনার হলেও বাস্তবিক এমন পাহাড়ই রয়েছে চিনে !

চিনের ঝাংজিয়াজিতে রয়েছে তিয়ানজি পর্বতমালা ৷ জেনে রাখা ভালো তিয়ানজিকে দেখেই অবতারের প্যান্ডোরার আইডিয়া এসেছিল ক্যামারনের মাথায় ৷ "তিয়ানজি", এই চিনা শব্দটির অর্থ "স্বর্গের পুত্র" ৷ চতুর্দশ শতকের চিনা তুজিয়া আদিবাসীর নেতা শিয়াং ডাকুন-এর নাম অনুসারে পর্বতমালার নাম তিয়ানজি ৷ শিয়াং ডাকুনের ডাকনামও না-কি ছিল তিয়ানজি ৷

লম্বা স্তম্ভের মতো দেখতে পাহাড়গুলির উচ্চতা 1212 মিটার অবধি ৷ অদ্ভুত গঠনের কারণে পাহাড়ের পরিবর্তে তিয়ানজিকে স্তম্ভই বলে থাকেন ভূতত্ত্ববিদরা ৷ পাহাড়গুলি মূলত কোয়ার্টজ স্য়ান্ডস্টোনের তৈরি ৷ তাই পাহাড়ের গায়ে দেখা যায় পাইন গাছের জঙ্গল ৷ ভূতত্ত্ববিদদের মতে, 30 কোটি বছর আগে এখানে ছিল সমুদ্র ৷ এরপর প্রকৃতির হাজারো অভিযোজনে আশ্চর্য রূপ নেয় তিয়ানজি ৷

শীতকালে এলাকা পুরু বরফে ঢেকে যায় ৷ এমন পাহাড় দেখতে পর্যটক তো আসবেই ৷ তাঁদের মনোরঞ্জনের জন্য তিয়ানজিতে রয়েছে কেবল কার পরিষেবা ৷ যদিও চিনের আশ্চর্য পাহাড় আগে থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল, তথাপি অবতার হিট করার পর তা বেড়ে যায় কয়েক গুণ ৷ গোটা বিশ্ব থেকে বছরে 3 কোটি পর্যটক আসেন তিয়ানজি পর্বতমালা দেখতে ৷

2009 সালে মুক্তি পেয়েছিল জেমস ক্যামারন পরিচালিত ছবি অবতার ৷ সেই ছবির অনেক কিছুই ছিল অভুতপূর্ব ৷ চমকে গেছিল দর্শক ৷ তবে সবচেয়ে অবাক করা ছিল প্যান্ডোরা গ্রহের ঝুলন্ত পাহাড় ! আকাশে ভাসমান যা ! সেই পাহাড় কল্পনার হলেও বাস্তবিক এমন পাহাড়ই রয়েছে চিনে !

চিনের ঝাংজিয়াজিতে রয়েছে তিয়ানজি পর্বতমালা ৷ জেনে রাখা ভালো তিয়ানজিকে দেখেই অবতারের প্যান্ডোরার আইডিয়া এসেছিল ক্যামারনের মাথায় ৷ "তিয়ানজি", এই চিনা শব্দটির অর্থ "স্বর্গের পুত্র" ৷ চতুর্দশ শতকের চিনা তুজিয়া আদিবাসীর নেতা শিয়াং ডাকুন-এর নাম অনুসারে পর্বতমালার নাম তিয়ানজি ৷ শিয়াং ডাকুনের ডাকনামও না-কি ছিল তিয়ানজি ৷

লম্বা স্তম্ভের মতো দেখতে পাহাড়গুলির উচ্চতা 1212 মিটার অবধি ৷ অদ্ভুত গঠনের কারণে পাহাড়ের পরিবর্তে তিয়ানজিকে স্তম্ভই বলে থাকেন ভূতত্ত্ববিদরা ৷ পাহাড়গুলি মূলত কোয়ার্টজ স্য়ান্ডস্টোনের তৈরি ৷ তাই পাহাড়ের গায়ে দেখা যায় পাইন গাছের জঙ্গল ৷ ভূতত্ত্ববিদদের মতে, 30 কোটি বছর আগে এখানে ছিল সমুদ্র ৷ এরপর প্রকৃতির হাজারো অভিযোজনে আশ্চর্য রূপ নেয় তিয়ানজি ৷

শীতকালে এলাকা পুরু বরফে ঢেকে যায় ৷ এমন পাহাড় দেখতে পর্যটক তো আসবেই ৷ তাঁদের মনোরঞ্জনের জন্য তিয়ানজিতে রয়েছে কেবল কার পরিষেবা ৷ যদিও চিনের আশ্চর্য পাহাড় আগে থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল, তথাপি অবতার হিট করার পর তা বেড়ে যায় কয়েক গুণ ৷ গোটা বিশ্ব থেকে বছরে 3 কোটি পর্যটক আসেন তিয়ানজি পর্বতমালা দেখতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.