ETV Bharat / international

মায়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিছিল আম জনতার - আং সান সু চি

ইয়াংগন শহরের একাধিক জায়গায় রবিবার প্রতিবাদ মিছিল বের করে মায়ানমারবাসী ৷ তাঁরা ইয়াংগনের সিটি হল এবং বিখ্যাত সুলে পাগোডার সামনে জমায়েত করে ৷ দেশের জনপ্রিয় নেতা আং সান সু চি সহ অন্যান্য রাজনৈতিক নেতার মুক্তির দাবি জানানো হয় ৷

thousands-rally-against-military-takeover-in-myanmar
মায়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিছিল আম জনতার
author img

By

Published : Feb 7, 2021, 10:33 PM IST

ইয়াংগন (মায়ানমার), 7 ফেব্রুয়ারি : মায়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে এবার পথে নামলেন সেদেশের মানুষ ৷ আজ ইয়াংগন শহরের পথে 10 হাজারেরও বেশি মানুষ প্রতিবাদ মিছিলে হাঁটেন ৷ সেই মিছিল থেকে দ্রুত ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, মায়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদ শুরু হওয়ায়, সেনার তরফে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷

ইয়াংগন শহরের একাধিক জায়গায় রবিবার প্রতিবাদ মিছিল বের করে মায়ানমারবাসী ৷ তাঁরা ইয়াংগনের সিটি হল এবং বিখ্যাত সুলে পাগোডার সামনে জমায়েত করে ৷ সেনার তরফে মায়ানমারবাসীর প্রতিবাদকে নিয়ন্ত্রণ করতে শনিবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি গত সোমাবার সেনা যে মায়ানমারের দখল নিয়েছে, তা প্রত্যাহারের দাবি জানানো হয় ৷ একই সঙ্গে দেশের জনপ্রিয় নেতা আং সান সু চি সহ অন্যান্য রাজনৈতিক নেতার মুক্তির দাবি জানানো হয় ৷

আরও পড়ুন : আটক সু চি, "জরুরি ভিত্তিতে" এক বছর সেনার দখলে মায়ানমার

সেনার তরফে অভিযোগ আনা হয়েছে, সু চি এবং তাঁর দল গত নভেম্বরে হওয়া নির্বাচনে জালিয়াতি করেছে ৷ তবে, সেনার এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের কাছে এই অভিযোগের কোনও প্রমাণ নেই ৷ প্রসঙ্গত, 2012 সালে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগে মায়ানমারে টানা পাঁচ দশক সেনার শাসন চলেছিল ৷ সেই সময় মায়ানমারবাসীর দীর্ঘ ও রক্তক্ষয়ী আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছে বর্তমান পরিস্থিতি ৷

ইয়াংগন (মায়ানমার), 7 ফেব্রুয়ারি : মায়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে এবার পথে নামলেন সেদেশের মানুষ ৷ আজ ইয়াংগন শহরের পথে 10 হাজারেরও বেশি মানুষ প্রতিবাদ মিছিলে হাঁটেন ৷ সেই মিছিল থেকে দ্রুত ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, মায়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদ শুরু হওয়ায়, সেনার তরফে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷

ইয়াংগন শহরের একাধিক জায়গায় রবিবার প্রতিবাদ মিছিল বের করে মায়ানমারবাসী ৷ তাঁরা ইয়াংগনের সিটি হল এবং বিখ্যাত সুলে পাগোডার সামনে জমায়েত করে ৷ সেনার তরফে মায়ানমারবাসীর প্রতিবাদকে নিয়ন্ত্রণ করতে শনিবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি গত সোমাবার সেনা যে মায়ানমারের দখল নিয়েছে, তা প্রত্যাহারের দাবি জানানো হয় ৷ একই সঙ্গে দেশের জনপ্রিয় নেতা আং সান সু চি সহ অন্যান্য রাজনৈতিক নেতার মুক্তির দাবি জানানো হয় ৷

আরও পড়ুন : আটক সু চি, "জরুরি ভিত্তিতে" এক বছর সেনার দখলে মায়ানমার

সেনার তরফে অভিযোগ আনা হয়েছে, সু চি এবং তাঁর দল গত নভেম্বরে হওয়া নির্বাচনে জালিয়াতি করেছে ৷ তবে, সেনার এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের কাছে এই অভিযোগের কোনও প্রমাণ নেই ৷ প্রসঙ্গত, 2012 সালে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগে মায়ানমারে টানা পাঁচ দশক সেনার শাসন চলেছিল ৷ সেই সময় মায়ানমারবাসীর দীর্ঘ ও রক্তক্ষয়ী আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছে বর্তমান পরিস্থিতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.