ETV Bharat / international

খুনে অভিযুক্তদের বেকসুর খালাস দিয়ে নিজেকে গুলি বিচারপতির

গতকাল বিকেলে দক্ষিণ থাইল্যান্ডের ইয়ালা আদালতে খুনের মামলায় রায়দান চলছিল ৷ মামলায় পাঁচ অভিযুক্তের সাজা ঘোষণা হওয়ার কথা ছিল ৷  কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে পাঁচজনকেই বেকসুর খালাস করে দেন বিচারপতি কানাকর্ন পিয়ানাচানা ৷ তারপর দেশের বিচার ব্যবস্থার তীব্র সমালোচনা করে পকেট থেকে পিস্তল বের করে নিজের বুকে গুলি করেন ৷

ছবি
author img

By

Published : Oct 5, 2019, 7:50 PM IST

ব্যাংকক, 5 অক্টোবর : খুনের ঘটনায় অভিযুক্তদের বেকসুর খালাস দেওয়ার পর ভরা আদালতে নিজের বুকে গুলি করলেন থাইল্যান্ডের এক বিচারপতি৷ নিজেকে গুলি করার আগে দেশের বিচার ব্যবস্থার কড়া সমালোচনাও করেন তিনি ৷ বিচারপতি কানাকর্ন পিয়ানাচানা হাসপাতালে চিকিৎসাধীন ৷ তিনি এখন বিপন্মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন । পুরো ঘটনাটাই ফেসবুকে লাইভ হয়েছে ৷

গতকাল বিকেলে দক্ষিণ থাইল্যান্ডের ইয়ালা আদালতে খুনের মামলায় রায়দান চলছিল ৷ মামলায় পাঁচ অভিযুক্তের সাজা ঘোষণা হওয়ার কথা ছিল ৷ কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে পাঁচজনকেই বেকসুর খালাস করে দেন বিচারপতি কানাকর্ন পিয়ানাচানা ৷ তারপর দেশের বিচার ব্যবস্থার তীব্র সমালোচনা করে পকেট থেকে পিস্তল বের করে নিজের বুকে গুলি করেন ৷

বিচারপতি বলেন, "আমাদের দেশের বিচারব্যবস্থা ত্রুটিপূর্ণ । যাঁরা ধনী ও প্রভাবশালী, তাঁরা গুরুতর অপরাধ করলেও অর্থ ও ক্ষমতার জোরে পার পেয়ে যান । সাধারণ মানুষ সামান্য অপরাধ করলেও তাঁদের কঠোর শাস্তি হয় ।" তিনি আরও বলেন, "আমি বলছি না যে, খুনের মামলায় যাদের বেকসুর খালাস করলাম তারা অপরাধ করেনি ৷ তারা খুন করতেই পারে ৷ কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ বিচারব্যবস্থার জন্য তাদের সাজা দেওয়া সম্ভব নয় । উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে সাজা দেওয়া যায় না । কারণ তেমনটা করলে অনেক নির্দোষ মানুষ বলির পাঁঠা হবে । " ভিড়ে ঠাসা আদালত কক্ষে বিচারপতির পুরো বক্তব্য ফেসবুক লাইভে সম্প্রচারিত হয় ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের বক্তব্য শেষ করার পরেই বিচারপতি প্রাক্তন রাজার ছবির সামনে দাঁড়িয়ে আইনি শপথ নেন এবং নিজের বুকে গুলি করেন ৷

আদালতের মুখপাত্র সুরিয়ান হংভিলাই জানিয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন বিচারপতি ৷ তাঁর দাবি, ব্যক্তিগত অবসাদের জেরেই তিনি নিজেকে গুলি করেছেন ৷ তবে সেই অবসাদের কারণ কী, তা এখনও স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্ত হবে ৷ থাইল্যান্ডের ইতিহাসে এমন ঘটনা অভূতপূর্ব ।

ব্যাংকক, 5 অক্টোবর : খুনের ঘটনায় অভিযুক্তদের বেকসুর খালাস দেওয়ার পর ভরা আদালতে নিজের বুকে গুলি করলেন থাইল্যান্ডের এক বিচারপতি৷ নিজেকে গুলি করার আগে দেশের বিচার ব্যবস্থার কড়া সমালোচনাও করেন তিনি ৷ বিচারপতি কানাকর্ন পিয়ানাচানা হাসপাতালে চিকিৎসাধীন ৷ তিনি এখন বিপন্মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন । পুরো ঘটনাটাই ফেসবুকে লাইভ হয়েছে ৷

গতকাল বিকেলে দক্ষিণ থাইল্যান্ডের ইয়ালা আদালতে খুনের মামলায় রায়দান চলছিল ৷ মামলায় পাঁচ অভিযুক্তের সাজা ঘোষণা হওয়ার কথা ছিল ৷ কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে পাঁচজনকেই বেকসুর খালাস করে দেন বিচারপতি কানাকর্ন পিয়ানাচানা ৷ তারপর দেশের বিচার ব্যবস্থার তীব্র সমালোচনা করে পকেট থেকে পিস্তল বের করে নিজের বুকে গুলি করেন ৷

বিচারপতি বলেন, "আমাদের দেশের বিচারব্যবস্থা ত্রুটিপূর্ণ । যাঁরা ধনী ও প্রভাবশালী, তাঁরা গুরুতর অপরাধ করলেও অর্থ ও ক্ষমতার জোরে পার পেয়ে যান । সাধারণ মানুষ সামান্য অপরাধ করলেও তাঁদের কঠোর শাস্তি হয় ।" তিনি আরও বলেন, "আমি বলছি না যে, খুনের মামলায় যাদের বেকসুর খালাস করলাম তারা অপরাধ করেনি ৷ তারা খুন করতেই পারে ৷ কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ বিচারব্যবস্থার জন্য তাদের সাজা দেওয়া সম্ভব নয় । উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে সাজা দেওয়া যায় না । কারণ তেমনটা করলে অনেক নির্দোষ মানুষ বলির পাঁঠা হবে । " ভিড়ে ঠাসা আদালত কক্ষে বিচারপতির পুরো বক্তব্য ফেসবুক লাইভে সম্প্রচারিত হয় ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের বক্তব্য শেষ করার পরেই বিচারপতি প্রাক্তন রাজার ছবির সামনে দাঁড়িয়ে আইনি শপথ নেন এবং নিজের বুকে গুলি করেন ৷

আদালতের মুখপাত্র সুরিয়ান হংভিলাই জানিয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন বিচারপতি ৷ তাঁর দাবি, ব্যক্তিগত অবসাদের জেরেই তিনি নিজেকে গুলি করেছেন ৷ তবে সেই অবসাদের কারণ কী, তা এখনও স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্ত হবে ৷ থাইল্যান্ডের ইতিহাসে এমন ঘটনা অভূতপূর্ব ।

Mumbai, Oct 05 (ANI): Bollywood actress Parineeti Chopra is sweating everyday for her upcoming venture - the Saina Nehwal biopic. She gave a sneak- peak of her practice session via social media platform Instagram. She has recently returned from London after wrapping up the shoot for 'The Girl On The Train' and has dived right back into her badminton training for the biopic. The actress has been training tirelessly for the role by maintaining a strict diet and practicing for the sport almost every day. Earlier, Shraddha Kapoor was set to play the lead role but later on, Parineeti came on board.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.