ব্যাংকক, 5 অক্টোবর : খুনের ঘটনায় অভিযুক্তদের বেকসুর খালাস দেওয়ার পর ভরা আদালতে নিজের বুকে গুলি করলেন থাইল্যান্ডের এক বিচারপতি৷ নিজেকে গুলি করার আগে দেশের বিচার ব্যবস্থার কড়া সমালোচনাও করেন তিনি ৷ বিচারপতি কানাকর্ন পিয়ানাচানা হাসপাতালে চিকিৎসাধীন ৷ তিনি এখন বিপন্মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন । পুরো ঘটনাটাই ফেসবুকে লাইভ হয়েছে ৷
গতকাল বিকেলে দক্ষিণ থাইল্যান্ডের ইয়ালা আদালতে খুনের মামলায় রায়দান চলছিল ৷ মামলায় পাঁচ অভিযুক্তের সাজা ঘোষণা হওয়ার কথা ছিল ৷ কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে পাঁচজনকেই বেকসুর খালাস করে দেন বিচারপতি কানাকর্ন পিয়ানাচানা ৷ তারপর দেশের বিচার ব্যবস্থার তীব্র সমালোচনা করে পকেট থেকে পিস্তল বের করে নিজের বুকে গুলি করেন ৷
বিচারপতি বলেন, "আমাদের দেশের বিচারব্যবস্থা ত্রুটিপূর্ণ । যাঁরা ধনী ও প্রভাবশালী, তাঁরা গুরুতর অপরাধ করলেও অর্থ ও ক্ষমতার জোরে পার পেয়ে যান । সাধারণ মানুষ সামান্য অপরাধ করলেও তাঁদের কঠোর শাস্তি হয় ।" তিনি আরও বলেন, "আমি বলছি না যে, খুনের মামলায় যাদের বেকসুর খালাস করলাম তারা অপরাধ করেনি ৷ তারা খুন করতেই পারে ৷ কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ বিচারব্যবস্থার জন্য তাদের সাজা দেওয়া সম্ভব নয় । উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে সাজা দেওয়া যায় না । কারণ তেমনটা করলে অনেক নির্দোষ মানুষ বলির পাঁঠা হবে । " ভিড়ে ঠাসা আদালত কক্ষে বিচারপতির পুরো বক্তব্য ফেসবুক লাইভে সম্প্রচারিত হয় ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের বক্তব্য শেষ করার পরেই বিচারপতি প্রাক্তন রাজার ছবির সামনে দাঁড়িয়ে আইনি শপথ নেন এবং নিজের বুকে গুলি করেন ৷
আদালতের মুখপাত্র সুরিয়ান হংভিলাই জানিয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন বিচারপতি ৷ তাঁর দাবি, ব্যক্তিগত অবসাদের জেরেই তিনি নিজেকে গুলি করেছেন ৷ তবে সেই অবসাদের কারণ কী, তা এখনও স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্ত হবে ৷ থাইল্যান্ডের ইতিহাসে এমন ঘটনা অভূতপূর্ব ।