বেজিং, 21 মার্চ: চিনে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান (Chinese airliner crash) ৷ সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, সেই বিমানে যাত্রী ও ক্রু মিলিয়ে 133 জন ছিলেন ৷
সোমবার গুয়াংশি প্রদেশের দক্ষিণে ভেঙে পড়ে বিমানটি ৷ দুর্ঘটনার পরই পাহাড়ের পাশ থেকে আগুন জ্বলতে দেখা গিয়েছে (Plane crash news) ৷ ব্রডকাস্টার সিসিটিভি জানিয়েছে, তেং কাউন্টির উঝাউ শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে চায়না ইস্টার্ন 737 বিমানটি ৷
এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা স্পষ্ট ভাবে জানা যায়নি ৷ বিমান ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন উদ্ধারকারীরা (State media reports crash of Chinese airliner with 133 aboard)৷
আরও পড়ুন: মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় মৃত অন্তত 7