ETV Bharat / international

শ্রীলঙ্কায় সাধারণ নির্বাচন এপ্রিলে, এগিয়ে রাজাপক্ষেই - শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন

নভেম্বর থেকে শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন মাহিন্দা রাজাপক্ষে ৷ তবে পার্লামেন্টে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় স্বাধীনভাবে কাজ করতে পারছেন না তিনি ৷ এমন অভিযোগ এসেছে আগেও ৷

Rajapaksha
ছবি
author img

By

Published : Mar 3, 2020, 9:30 AM IST

কলোম্বো (শ্রীলঙ্কা), 3 মার্চ : ঘোষণা হয়েছে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ৷ 25 এপ্রিল নির্বাচন ৷ তার আগে গতকালই সেদেশের কার্যকরী পার্লামেন্টকে ভেঙে দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ৷

গত বছরের নভেম্বরে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন রাজাপক্ষে ৷ এরপরই দ্বীপরাষ্ট্রের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ভাই মাহিন্দা রাজাপক্ষেকে নিয়োগ করেছিলেন তিনি ৷

আগামী মাসেই নির্বাচিত হবেন শ্রীলঙ্কার পার্লামেন্টের নতুন সদস্যরা ৷ 12 মার্চ থেকে শুরু হবে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ ৷ চলবে 19 মার্চ দুপুর 12 টা পর্যন্ত ৷ বর্তমানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এর আগেও দু'বার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তিন বার প্রধানমন্ত্রী হয়েছিলেন ৷ এবারের নির্বাচনেও মাহিন্দা রাজাপক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলেই মনে করছেন সেদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর 14 মে থেকে পুনরায় কার্যকর হবে পার্লামেন্ট ৷

শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই সাড়ে চার বছরের পর ভেঙে দেওয়া যেতে পারে পার্লামেন্ট ৷ নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকে বর্তমানে মাহিন্দা রাজাপক্ষে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিরোধী দলের ৷ এইকারণে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে একাধিকবার অভিযোগ করেছেন ৷ তাঁর ক্ষমতাও খর্ব করা হয়েছে বলেও সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন তিনি ৷ তবে এবারের নির্বাচনে 225 আসন বিশিষ্ট পার্লামেন্ট রাজাপক্ষের শিবিরই ক্ষমতায় আসবে বলে ইঙ্গিত দিচ্ছে সে দেশের সংবাদমাধ্যমগুলি ৷

কলোম্বো (শ্রীলঙ্কা), 3 মার্চ : ঘোষণা হয়েছে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ৷ 25 এপ্রিল নির্বাচন ৷ তার আগে গতকালই সেদেশের কার্যকরী পার্লামেন্টকে ভেঙে দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ৷

গত বছরের নভেম্বরে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন রাজাপক্ষে ৷ এরপরই দ্বীপরাষ্ট্রের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ভাই মাহিন্দা রাজাপক্ষেকে নিয়োগ করেছিলেন তিনি ৷

আগামী মাসেই নির্বাচিত হবেন শ্রীলঙ্কার পার্লামেন্টের নতুন সদস্যরা ৷ 12 মার্চ থেকে শুরু হবে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ ৷ চলবে 19 মার্চ দুপুর 12 টা পর্যন্ত ৷ বর্তমানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এর আগেও দু'বার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তিন বার প্রধানমন্ত্রী হয়েছিলেন ৷ এবারের নির্বাচনেও মাহিন্দা রাজাপক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলেই মনে করছেন সেদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর 14 মে থেকে পুনরায় কার্যকর হবে পার্লামেন্ট ৷

শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই সাড়ে চার বছরের পর ভেঙে দেওয়া যেতে পারে পার্লামেন্ট ৷ নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকে বর্তমানে মাহিন্দা রাজাপক্ষে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিরোধী দলের ৷ এইকারণে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে একাধিকবার অভিযোগ করেছেন ৷ তাঁর ক্ষমতাও খর্ব করা হয়েছে বলেও সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন তিনি ৷ তবে এবারের নির্বাচনে 225 আসন বিশিষ্ট পার্লামেন্ট রাজাপক্ষের শিবিরই ক্ষমতায় আসবে বলে ইঙ্গিত দিচ্ছে সে দেশের সংবাদমাধ্যমগুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.