ETV Bharat / international

সীমান্তে ভারতের সঙ্গে পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য : চিন - Narendra Modi

দিন কয়েক আগেই লাদাখ সীমান্তে ভারত ও চিন সেনার মধ্যে উত্তেজনা তৈরি হয় । আজ এনিয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা স্থিতিশীল ।

ছবি
ছবি
author img

By

Published : May 27, 2020, 5:10 PM IST

বেজিং, 27 মে : সীমান্তে ভারতের সঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা স্থিতিশীল । এবং সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে । আজ একথা জানিয়ে দিলেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান ।

সপ্তাহ দুয়েক আগে থেকেই ভারত- চিন সীমান্তে উত্তেজনা রয়েছে । LAC (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল)-এর পাশে নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজে বাধা দেয় চিনের সেনা । তারপর থেকেই পরিস্থিতি আরও জটিল হয় । ইতিমধ্য়েই ভারতের প্রধানমন্ত্রী এনিয়ে বৈঠক করেন । দুই দেশের সেনা প্রধানদের মধ্য়েও কথা হয়। এই পরিস্থিতিতে আজ চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, "সীমান্ত ইশুতে চিনের অবস্থান স্পষ্ট । আলোচনা ও পরামর্শের মাধ্যমে বিষয়গুলি সমাধান করার জন্য উভয় দেশেরই যথাযথ পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে ।"

ইতিমধ্যেই দুটি শীর্ষ সম্মলেনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হয় । সেখানে দুই দেশের প্রধানের তরফে ভারত ও চিনের সামরিক বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য়ে পদক্ষেপ করার কথা বলা হয়েছিল । সেই প্রসঙ্গ তুলে ঝাও লিজিয়ান বলেন, "দু'দেশের প্রধানদের মধ্য়ে আলোচনার মাধ্য়মে যে ঐক্যমত তৈরি হয়েছে, আমরা তা মেনে চলছি । পাশাপাশি দু'দেশের মধ্যে হওয়া চুক্তিগুলিকেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে । "

দিন কয়েক আগেই লাদাখ সীমান্তে ভারত ও চিন সেনার মধ্যে উত্তেজনা তৈরি হয় । চিন নিজেদের LAC (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল)-এর পাশে নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজ শুরু করে। এরপর ভারতও বর্ডার রোডস অর্গানাইজ়েশনকে দিয়ে LAC-র পাশের নেটওয়ার্ক তৈরি করার কাজ শুরু করে । কিন্তু তাতে বাধা দেয় চিনের সেনা । রুখে দাঁড়ায় ভারতীয় সেনা । তারপর থেকে লাদাখের তিন জায়গায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দুই দেশের সেনার মধ্যে । এর মাঝেই গালওয়ান নালায় ভারতের সীমারেখায় চিনের চপার ঘোরার খবর প্রকাশ্যে আসে । সূত্রে খবর, চিন লাদাখের কাছে LAC-তে ক্রমশ জওয়ানদের সংখ্যা বাড়াচ্ছে । গালওয়ান নালা এলাকায় শেষ দু'সপ্তাহে তারা 100 টি টেন্ট তৈরি করেছে । ইতিমধ্য়েই এনিয়ে তিন সেনার প্রধান জেনেরাল বিপিন রাওয়াত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বেজিং, 27 মে : সীমান্তে ভারতের সঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা স্থিতিশীল । এবং সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে । আজ একথা জানিয়ে দিলেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান ।

সপ্তাহ দুয়েক আগে থেকেই ভারত- চিন সীমান্তে উত্তেজনা রয়েছে । LAC (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল)-এর পাশে নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজে বাধা দেয় চিনের সেনা । তারপর থেকেই পরিস্থিতি আরও জটিল হয় । ইতিমধ্য়েই ভারতের প্রধানমন্ত্রী এনিয়ে বৈঠক করেন । দুই দেশের সেনা প্রধানদের মধ্য়েও কথা হয়। এই পরিস্থিতিতে আজ চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, "সীমান্ত ইশুতে চিনের অবস্থান স্পষ্ট । আলোচনা ও পরামর্শের মাধ্যমে বিষয়গুলি সমাধান করার জন্য উভয় দেশেরই যথাযথ পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে ।"

ইতিমধ্যেই দুটি শীর্ষ সম্মলেনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হয় । সেখানে দুই দেশের প্রধানের তরফে ভারত ও চিনের সামরিক বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য়ে পদক্ষেপ করার কথা বলা হয়েছিল । সেই প্রসঙ্গ তুলে ঝাও লিজিয়ান বলেন, "দু'দেশের প্রধানদের মধ্য়ে আলোচনার মাধ্য়মে যে ঐক্যমত তৈরি হয়েছে, আমরা তা মেনে চলছি । পাশাপাশি দু'দেশের মধ্যে হওয়া চুক্তিগুলিকেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে । "

দিন কয়েক আগেই লাদাখ সীমান্তে ভারত ও চিন সেনার মধ্যে উত্তেজনা তৈরি হয় । চিন নিজেদের LAC (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল)-এর পাশে নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজ শুরু করে। এরপর ভারতও বর্ডার রোডস অর্গানাইজ়েশনকে দিয়ে LAC-র পাশের নেটওয়ার্ক তৈরি করার কাজ শুরু করে । কিন্তু তাতে বাধা দেয় চিনের সেনা । রুখে দাঁড়ায় ভারতীয় সেনা । তারপর থেকে লাদাখের তিন জায়গায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দুই দেশের সেনার মধ্যে । এর মাঝেই গালওয়ান নালায় ভারতের সীমারেখায় চিনের চপার ঘোরার খবর প্রকাশ্যে আসে । সূত্রে খবর, চিন লাদাখের কাছে LAC-তে ক্রমশ জওয়ানদের সংখ্যা বাড়াচ্ছে । গালওয়ান নালা এলাকায় শেষ দু'সপ্তাহে তারা 100 টি টেন্ট তৈরি করেছে । ইতিমধ্য়েই এনিয়ে তিন সেনার প্রধান জেনেরাল বিপিন রাওয়াত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.