ETV Bharat / international

Afghanistan: প্রতিবাদ মিছিলে এলোপাথাড়ি গুলি তালিবানের, মৃত বহু - তালিবানের খবর

আফগানিস্তানে (Afghanistan) 102তম স্বাধীনতা দিবস পালনের (102nd Independence Day) মিছিল বের করায় প্রতিবাদীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল তালিবান ৷ এর জেরে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটে ৷ প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের ৷

several-killed-in-taliban-firing-in-afghanistan
আফগানিস্তানে প্রতিবাদী মিছিলে এলোপাথাড়ি গুলি তালিবানের, মৃত বহু
author img

By

Published : Aug 19, 2021, 6:51 PM IST

কাবুল, 19 অগস্ট : আবারও রক্তের হোলি আফগানিস্তানে (Afghanistan) ৷ সে দেশের 102তম স্বাধীনতা দিবস (102nd Independence Day) উপলক্ষে জাতীয় পতাকা হাতে মিছিলে বেরনো বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল তালিবানরা (Taliban)৷ বৃহস্পতিবার কুনার প্রদেশের (Kunar Province) রাজধানী আসাদাবাদের (Asadabad) এই ঘটনায় বেশ কয়েজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ একই ঘটনার সাক্ষী থেকেছে কাবুল (Kabul)-সহ বেশ কয়েকটি আফগান শহর ৷

দিন তিনেক আগে নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদেও (Jalalabad) একই ঘটনা ঘটেছিল ৷ সেখানেও তিনজন বিক্ষোভকারীকে গুলি করে খুন করেছিল তালিবান ৷ সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আজ ৷ ‘বিশ্বের উদ্ধত শক্তি’ আমেরিকাকে পরাজিত করেছে বলে দাবি করে স্বাধীনতা দিবস পালন করে তালিবান ৷

আরও পড়ুন: Taliban : প্রাক্তন প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে বৈঠক তালিবান কমান্ডারের

তবে আফগানিস্তানের শহরগুলির রাস্তায় হাতে লাল সবুজ জাতীয় পতাকা নিয়ে আজ মিছিল করেন বহু আফগান নাগরিক ৷ পুরুষদের পাশাপাশি বহু সংখ্যায় মহিলাকেও দেখা গিয়েছে সেই মিছিলে ৷ তাঁদের মুখে স্লোগান ছিল, "আমাদের পতাকা, আমাদের অস্তিত্ব ৷" 1919 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার দিনটি পালিত হচ্ছিল আফগানিস্তানে ৷ বিক্ষোভকারীদের লক্ষ করে গুলি চালায় তালিবান ৷ এর জেরে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটে ৷ মৃত্যু হয় বেশ কয়েকজনের ৷

আরও পড়ুন : Zabihullah Mujahid : নারীরা কাজ করতে পারবে, তবে ইসলামিক আইন মেনে; জানালেন তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ

এদিকে, খলিল আল-রহমান হক্কানির নেতৃত্বাধীন তালিবান প্রতিনিধি দল বৈঠক করেছে আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহের সঙ্গে ৷ দেশের নাগরিকদের সুরক্ষার যাবতীয় ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি দেয় তালিবানরা ৷ নিজের টুইটার হ্যান্ডেলে আবদুল্লাহ জানান, তাঁর বাসভবনে হওয়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই, ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্নকক্ষের স্পিকার ফজল হাদি মুসলিমিয়ার ও অন্যান্য শীর্ষ নেতারা ৷

আরও পড়ুন: Taliban in Afghanistan: কাঁটাতারের উপর দিয়ে সন্তানকে বিমানবন্দরে ছুড়ে দিচ্ছেন মা, সেনার চোখেও জল

তালিবানের তরফে জানানো হয়, ওই বৈঠকে হামিদ কারজাইয়ের সঙ্গে পুরাতন সরকারের শান্তিদূত হিসেবে আবদুল্লাহ আবদুল্লাহ উপস্থিত ছিলেন ৷ প্রসঙ্গত, তালিবানের কাবুল দখলে এই হক্কানি নেটওয়ার্কের জঙ্গি সংগঠন প্রধান ভূমিকা নিয়েছে ৷ এই জঙ্গি সংগঠন মূলত পাকিস্তানের সীমান্ত এলাকায় সবচেয়ে শক্তিশালী এবং আফগানিস্তানে বড় নাশকতামূলক হামলার পিছনে তালিবানের এই হক্কানি নেটওয়ার্ক যুক্ত ছিল ৷

কাবুল, 19 অগস্ট : আবারও রক্তের হোলি আফগানিস্তানে (Afghanistan) ৷ সে দেশের 102তম স্বাধীনতা দিবস (102nd Independence Day) উপলক্ষে জাতীয় পতাকা হাতে মিছিলে বেরনো বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল তালিবানরা (Taliban)৷ বৃহস্পতিবার কুনার প্রদেশের (Kunar Province) রাজধানী আসাদাবাদের (Asadabad) এই ঘটনায় বেশ কয়েজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ একই ঘটনার সাক্ষী থেকেছে কাবুল (Kabul)-সহ বেশ কয়েকটি আফগান শহর ৷

দিন তিনেক আগে নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদেও (Jalalabad) একই ঘটনা ঘটেছিল ৷ সেখানেও তিনজন বিক্ষোভকারীকে গুলি করে খুন করেছিল তালিবান ৷ সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আজ ৷ ‘বিশ্বের উদ্ধত শক্তি’ আমেরিকাকে পরাজিত করেছে বলে দাবি করে স্বাধীনতা দিবস পালন করে তালিবান ৷

আরও পড়ুন: Taliban : প্রাক্তন প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে বৈঠক তালিবান কমান্ডারের

তবে আফগানিস্তানের শহরগুলির রাস্তায় হাতে লাল সবুজ জাতীয় পতাকা নিয়ে আজ মিছিল করেন বহু আফগান নাগরিক ৷ পুরুষদের পাশাপাশি বহু সংখ্যায় মহিলাকেও দেখা গিয়েছে সেই মিছিলে ৷ তাঁদের মুখে স্লোগান ছিল, "আমাদের পতাকা, আমাদের অস্তিত্ব ৷" 1919 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার দিনটি পালিত হচ্ছিল আফগানিস্তানে ৷ বিক্ষোভকারীদের লক্ষ করে গুলি চালায় তালিবান ৷ এর জেরে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটে ৷ মৃত্যু হয় বেশ কয়েকজনের ৷

আরও পড়ুন : Zabihullah Mujahid : নারীরা কাজ করতে পারবে, তবে ইসলামিক আইন মেনে; জানালেন তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ

এদিকে, খলিল আল-রহমান হক্কানির নেতৃত্বাধীন তালিবান প্রতিনিধি দল বৈঠক করেছে আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহের সঙ্গে ৷ দেশের নাগরিকদের সুরক্ষার যাবতীয় ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি দেয় তালিবানরা ৷ নিজের টুইটার হ্যান্ডেলে আবদুল্লাহ জানান, তাঁর বাসভবনে হওয়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই, ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্নকক্ষের স্পিকার ফজল হাদি মুসলিমিয়ার ও অন্যান্য শীর্ষ নেতারা ৷

আরও পড়ুন: Taliban in Afghanistan: কাঁটাতারের উপর দিয়ে সন্তানকে বিমানবন্দরে ছুড়ে দিচ্ছেন মা, সেনার চোখেও জল

তালিবানের তরফে জানানো হয়, ওই বৈঠকে হামিদ কারজাইয়ের সঙ্গে পুরাতন সরকারের শান্তিদূত হিসেবে আবদুল্লাহ আবদুল্লাহ উপস্থিত ছিলেন ৷ প্রসঙ্গত, তালিবানের কাবুল দখলে এই হক্কানি নেটওয়ার্কের জঙ্গি সংগঠন প্রধান ভূমিকা নিয়েছে ৷ এই জঙ্গি সংগঠন মূলত পাকিস্তানের সীমান্ত এলাকায় সবচেয়ে শক্তিশালী এবং আফগানিস্তানে বড় নাশকতামূলক হামলার পিছনে তালিবানের এই হক্কানি নেটওয়ার্ক যুক্ত ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.