ETV Bharat / international

প্যানডেমিকের দ্বিতীয় ঢেউয়ে প্রথম সিঙ্গল ডোজ "স্পুটনিক লাইট" আনল রাশিয়া-ই

বিশ্বে প্রথম সিঙ্গল ডোজ ভ্যাকসিন নিয়ে এল রাশিয়া ৷ স্পুটনিক-ভি পরিবারের সদস্য স্পুটনিক লাইটের কার্যকরী ক্ষমতা 80 শতাংশ ৷ আর তা খুব দ্রুত বহু সংখ্যক মানুষের মধ্যে সার্বিক ইমিউনিটি তৈরি করতে সক্ষম, দাবি রাশিয়ার ৷

রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভি
রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভি
author img

By

Published : May 7, 2021, 9:34 AM IST

Updated : May 7, 2021, 10:09 AM IST

রাশিয়া, 7 মে: বিশ্বে প্রথম "সিঙ্গল ডোজ" ভ্যাকসিন আনল রাশিয়া ৷ গতকাল রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ঘোষণা করেছে একবার ব্যবহারযোগ্য এই স্পুটনিক লাইটের কার্যকারিতা 80 শতাংশ ৷

একটি বিবৃতিতে এই সংস্থা জানিয়েছে, "রাশিয়ার বৃহৎ ভ্যাকসিনেশন প্রোগ্রামের অংশ হিসেবে 5 ডিসেম্বর, 2020 থেকে 15 এপ্রিল 2021 পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী সিঙ্গল ডোজ স্পুটনিক লাইট ভ্যাকসিন 79.4 শতাংশ কার্যকরী ৷" এমনকি দু'ডোজের ভ্যাকসিনের থেকেও এর রোগ প্রতিরোধ ক্ষমতা 80 শতাংশ বেশি, দাবি রাশিয়ার ৷ পৃথিবীর প্রথম রেজিস্টার্ড ভ্যাকসিন স্পুটনিক-ভি পরিবারের সদস্য এই ভ্যাকসিনের উপাদান মানুষের 26 নং অ্যাডিনোভাইরাস সেরোটাইপ বা আরএডি26, যা বিশ্বে প্রথম ৷ এই ভ্যাকসিন তৈরি করেছে রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউট ৷ প্রতিটি ডোজের দাম 10 ডলারেরও কম ৷

মনে করা হচ্ছে, স্পুটনিক লাইটের ফেজ-থ্রি ট্রায়ালের ফলাফল জানা যাবে মে-র শেষে ৷ 7,000 টি নমুনা নিয়ে রাশিয়া, ইউএই-সহ বেশ কিছু দেশে এর ট্রায়াল চালানো হয়েছে ৷

আরো পড়ুন: আজ দিনভর

এর সুবিধে প্রসঙ্গে আরডিআইএফ-এর প্রধান কিরিল দিমিত্রিভ বলেন, "এই সিঙ্গল ডোজ ভ্যাকসিন স্পুটনিক লাইটের সাহায্যে বহু মানুষকে কম সময়ের মধ্যে ইমিউনাইজ করার চ্যালেঞ্জ নেওয়া যাবে ৷ যেটা করোনা সংকটের সময়ে দ্রুত সার্বিক ইমিউনিটি তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷"

রাশিয়া, 7 মে: বিশ্বে প্রথম "সিঙ্গল ডোজ" ভ্যাকসিন আনল রাশিয়া ৷ গতকাল রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ঘোষণা করেছে একবার ব্যবহারযোগ্য এই স্পুটনিক লাইটের কার্যকারিতা 80 শতাংশ ৷

একটি বিবৃতিতে এই সংস্থা জানিয়েছে, "রাশিয়ার বৃহৎ ভ্যাকসিনেশন প্রোগ্রামের অংশ হিসেবে 5 ডিসেম্বর, 2020 থেকে 15 এপ্রিল 2021 পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী সিঙ্গল ডোজ স্পুটনিক লাইট ভ্যাকসিন 79.4 শতাংশ কার্যকরী ৷" এমনকি দু'ডোজের ভ্যাকসিনের থেকেও এর রোগ প্রতিরোধ ক্ষমতা 80 শতাংশ বেশি, দাবি রাশিয়ার ৷ পৃথিবীর প্রথম রেজিস্টার্ড ভ্যাকসিন স্পুটনিক-ভি পরিবারের সদস্য এই ভ্যাকসিনের উপাদান মানুষের 26 নং অ্যাডিনোভাইরাস সেরোটাইপ বা আরএডি26, যা বিশ্বে প্রথম ৷ এই ভ্যাকসিন তৈরি করেছে রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউট ৷ প্রতিটি ডোজের দাম 10 ডলারেরও কম ৷

মনে করা হচ্ছে, স্পুটনিক লাইটের ফেজ-থ্রি ট্রায়ালের ফলাফল জানা যাবে মে-র শেষে ৷ 7,000 টি নমুনা নিয়ে রাশিয়া, ইউএই-সহ বেশ কিছু দেশে এর ট্রায়াল চালানো হয়েছে ৷

আরো পড়ুন: আজ দিনভর

এর সুবিধে প্রসঙ্গে আরডিআইএফ-এর প্রধান কিরিল দিমিত্রিভ বলেন, "এই সিঙ্গল ডোজ ভ্যাকসিন স্পুটনিক লাইটের সাহায্যে বহু মানুষকে কম সময়ের মধ্যে ইমিউনাইজ করার চ্যালেঞ্জ নেওয়া যাবে ৷ যেটা করোনা সংকটের সময়ে দ্রুত সার্বিক ইমিউনিটি তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷"

Last Updated : May 7, 2021, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.