ETV Bharat / international

কাশ্মীর ইশুতে আমাদের বিশ্বাস করে না বিশ্ব, বললেন ইমরানের মন্ত্রী - Russia

কাশ্মীর ইশুতে ইমরান খানের সরকারকে অস্বস্তিতে ফেললেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইজাজ় আহমেদ শাহ ৷ বললেন, "কাশ্মীর ইশুতে আমাদের বিশ্বাস করে না বিশ্ব ৷"

ছবি সৌজন্যে : টুইটার
author img

By

Published : Sep 12, 2019, 1:33 PM IST

ইসলামাবাদ, 12 সেপ্টেম্বর : কাশ্মীর ইশুতে চিন ছাড়া আন্তর্জাতিক মহলে কাউকে পাশে পায়নি পাকিস্তান ৷ রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল (UNHRC) - এ দরবার করলেও তা ফলপ্রসূ হয়নি ৷ আর এবার কাশ্মীর ইশুতে প্রধানমন্ত্রী ইমরান খানের অস্বস্তি বাড়ালেন তাঁরই সরকারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইজাজ় আহমেদ শাহ ৷ আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের মুখ পোড়ার জন্য নাম না করে ইমরানকেই তুলোধনা করেন তিনি ৷

গতকাল পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন ইজাজ় ৷ সেখানে তিনি দাবি করেন, কাশ্মীর ইশুতে ভারতকে কোণঠাসা করতে গিয়ে পাকিস্তানই ব্যাকফুটে পড়ে গেছে ৷ আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা কমেছে ৷ ইজাজ়ের কথায়, "আমাদের বিশ্বাস করে না আন্তর্জাতিক মহল ৷ আমরা বলছি যে, ভারত কারফিউ জারি করেছে ও জম্মু-কাশ্মীরের মানুষকে ওষুধ দেয়নি ৷ মানুষ আমাদের বিশ্বাস করে না ৷ উলটে ওদের (ভারতকে) বিশ্বাস করে ৷ "

এই সংক্রান্ত আরও খবর : সন্ত্রাসবাদে খোলাখুলি মদত দেয় পাকিস্তান, আলোচনায় বসার সম্ভাবনা নেই : বিদেশমন্ত্রী

এরপরই নাম না করে ইমরান খান সহ পাকিস্তান সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন ইজাজ় ৷ তিনি বলেন, "দেশকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীন অভিজাতরা (রুলিং এলিট) ৷ মানুষ মনে করে, আমরা সচেতন দেশ নই ৷" ক্ষমতাসীন অভিজাতদের তালিকায় কি ইমরান খান, বেনজ়ির ভুট্টো, পারভেজ় মুশারফরা রয়েছেন ? সে প্রসঙ্গে ইজাজ় বলেন, "সবাই দায়ি ৷ আত্মমূল্যায়ন করা উচিত পাকিস্তানের ৷ "

এই সংক্রান্ত আরও খবর : ভারত-পাকিস্তানের উত্তেজনা এখন অনেকটাই কম : ট্রাম্প

5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ এরপর থেকেই আন্তর্জাতিক স্তরে কাশ্মীর প্রশ্নে ভারতকে একঘরে করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ৷ যদিও ভারত বরাবর বিষয়টিকে দ্বিপাক্ষিক ইশু হিসেবে চিহ্নিত করে এসেছে ৷ রাষ্ট্রসংঘের জেনেরাল সেক্রেটারি আন্তোনিও গুয়েতরেজ়কেও একই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশে পেয়েছেন অ্যামেরিকা, রাশিয়া, ফ্রান্সের মতো দেশগুলিকে ৷ তা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ৷ রাষ্ট্রসংঘের মানবাধিকার সংসদের (UNHRC)-র অধিবেশনে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসালামাবাদ ৷ কিন্তু, পালটা ভারতের তোপের মুখে পড়েছে তারা ৷ আর এবার নিজের ঘরেই ধাক্কা খেলেন ইমরান খান ৷

এই সংক্রান্ত আরও খবর : "আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎসস্থল", UNHRC-তে পাকিস্তানকে কড়া জবাব ভারতের

ইসলামাবাদ, 12 সেপ্টেম্বর : কাশ্মীর ইশুতে চিন ছাড়া আন্তর্জাতিক মহলে কাউকে পাশে পায়নি পাকিস্তান ৷ রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল (UNHRC) - এ দরবার করলেও তা ফলপ্রসূ হয়নি ৷ আর এবার কাশ্মীর ইশুতে প্রধানমন্ত্রী ইমরান খানের অস্বস্তি বাড়ালেন তাঁরই সরকারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইজাজ় আহমেদ শাহ ৷ আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের মুখ পোড়ার জন্য নাম না করে ইমরানকেই তুলোধনা করেন তিনি ৷

গতকাল পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন ইজাজ় ৷ সেখানে তিনি দাবি করেন, কাশ্মীর ইশুতে ভারতকে কোণঠাসা করতে গিয়ে পাকিস্তানই ব্যাকফুটে পড়ে গেছে ৷ আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা কমেছে ৷ ইজাজ়ের কথায়, "আমাদের বিশ্বাস করে না আন্তর্জাতিক মহল ৷ আমরা বলছি যে, ভারত কারফিউ জারি করেছে ও জম্মু-কাশ্মীরের মানুষকে ওষুধ দেয়নি ৷ মানুষ আমাদের বিশ্বাস করে না ৷ উলটে ওদের (ভারতকে) বিশ্বাস করে ৷ "

এই সংক্রান্ত আরও খবর : সন্ত্রাসবাদে খোলাখুলি মদত দেয় পাকিস্তান, আলোচনায় বসার সম্ভাবনা নেই : বিদেশমন্ত্রী

এরপরই নাম না করে ইমরান খান সহ পাকিস্তান সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন ইজাজ় ৷ তিনি বলেন, "দেশকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীন অভিজাতরা (রুলিং এলিট) ৷ মানুষ মনে করে, আমরা সচেতন দেশ নই ৷" ক্ষমতাসীন অভিজাতদের তালিকায় কি ইমরান খান, বেনজ়ির ভুট্টো, পারভেজ় মুশারফরা রয়েছেন ? সে প্রসঙ্গে ইজাজ় বলেন, "সবাই দায়ি ৷ আত্মমূল্যায়ন করা উচিত পাকিস্তানের ৷ "

এই সংক্রান্ত আরও খবর : ভারত-পাকিস্তানের উত্তেজনা এখন অনেকটাই কম : ট্রাম্প

5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ এরপর থেকেই আন্তর্জাতিক স্তরে কাশ্মীর প্রশ্নে ভারতকে একঘরে করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ৷ যদিও ভারত বরাবর বিষয়টিকে দ্বিপাক্ষিক ইশু হিসেবে চিহ্নিত করে এসেছে ৷ রাষ্ট্রসংঘের জেনেরাল সেক্রেটারি আন্তোনিও গুয়েতরেজ়কেও একই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশে পেয়েছেন অ্যামেরিকা, রাশিয়া, ফ্রান্সের মতো দেশগুলিকে ৷ তা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ৷ রাষ্ট্রসংঘের মানবাধিকার সংসদের (UNHRC)-র অধিবেশনে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসালামাবাদ ৷ কিন্তু, পালটা ভারতের তোপের মুখে পড়েছে তারা ৷ আর এবার নিজের ঘরেই ধাক্কা খেলেন ইমরান খান ৷

এই সংক্রান্ত আরও খবর : "আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎসস্থল", UNHRC-তে পাকিস্তানকে কড়া জবাব ভারতের

Mumbai, Sep 12 (ANI): Bollywood actor Emraan Hashmi visited T-Series Ganpati Mandal to seek blessings of 'Buppa' in Mumbai. Varun Dhawan along with Aparshakti Khurana also offered 'puja' and took blessings from the Ganpati. Meanwhile, Kartik Aaryan dressed in traditional wear reached at Ganpati Mandal to offer prayers. Kartik also signed autograph for his fans and clicked selfies with them. During the auspicious occasion of Ganesha Utsav, several beautiful Ganpati pandals are set-up across the country.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.