ETV Bharat / international

মার্কিন নিয়ন্ত্রণে থাকা ইরাকের এয়ার বেসের হাউসিং-এ রকেট হামলা

author img

By

Published : May 25, 2021, 9:01 PM IST

ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডোর দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সোমবার বেলা 1টা 50 মিনিটে আনবার প্রদেশের আয়ান আল-আসাদ এয়ার বেসে একটি কাত্যুশা রকেট এসে পড়ে ৷ যে ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি ৷

rocket-hits-iraqi-air-base-housing-us-led-forces in anbar province
মার্কিন নিয়ন্ত্রণে থাকা ইরাকের এয়ার বেসের হাউসিং-এ রকেট হামলা

বাগদাদ, 25 মে : কাত্যুশা রকেট দিয়ে হামলা চালানো হল মার্কিন নিয়ন্ত্রণে থাকা ইরাকের এয়ার বেসের হাউসিং-এ ৷ ইরাকের আনবারের পশ্চিম প্রদেশের ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ ঘটনা কারা জড়িত তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন : গাজ়ায় মিডিয়া টাওয়ারে বিমান হামলা ; এটাই চলবে, হুংকার নেতানইয়াহুর

ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডোর দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘সোমবার বেলা 1টা 50 মিনিটে আনবার প্রদেশের আয়ান আল-আসাদ এয়ার বেসে একটি কাত্যুশা রকেট এসে পড়ে ৷ যে ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি’’ ৷ তবে, ওই এয়ার বেসে কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং সেই সঙ্গে এই হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ আয়ান আল-আসাদ এয়ার বেসটি আগে আল-কোয়াদিশিয়া এয়ার বেস নামে পরিচিত ছিল ৷ যা ইরাকের রাজধানী বাগদাদ থেকে 190 কিলোমিটার দূরে অবস্থিত ৷ এই ঘটনায় কোনও জঙ্গি সংগঠন বা দেশ হামলার ঘটনা স্বীকার করেনি ৷ প্রসঙ্গত, ইরাকে অবস্থিত আমেরিকান এম্ব্যাসি এবং মার্কিন নিয়ন্ত্রণে থাকা সেনা ঘাঁটিগুলিতে প্রায় মর্টার ও রেকট হামলা হয় বলে জানা গিয়েছে ৷

বাগদাদ, 25 মে : কাত্যুশা রকেট দিয়ে হামলা চালানো হল মার্কিন নিয়ন্ত্রণে থাকা ইরাকের এয়ার বেসের হাউসিং-এ ৷ ইরাকের আনবারের পশ্চিম প্রদেশের ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ ঘটনা কারা জড়িত তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন : গাজ়ায় মিডিয়া টাওয়ারে বিমান হামলা ; এটাই চলবে, হুংকার নেতানইয়াহুর

ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডোর দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘সোমবার বেলা 1টা 50 মিনিটে আনবার প্রদেশের আয়ান আল-আসাদ এয়ার বেসে একটি কাত্যুশা রকেট এসে পড়ে ৷ যে ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি’’ ৷ তবে, ওই এয়ার বেসে কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং সেই সঙ্গে এই হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ আয়ান আল-আসাদ এয়ার বেসটি আগে আল-কোয়াদিশিয়া এয়ার বেস নামে পরিচিত ছিল ৷ যা ইরাকের রাজধানী বাগদাদ থেকে 190 কিলোমিটার দূরে অবস্থিত ৷ এই ঘটনায় কোনও জঙ্গি সংগঠন বা দেশ হামলার ঘটনা স্বীকার করেনি ৷ প্রসঙ্গত, ইরাকে অবস্থিত আমেরিকান এম্ব্যাসি এবং মার্কিন নিয়ন্ত্রণে থাকা সেনা ঘাঁটিগুলিতে প্রায় মর্টার ও রেকট হামলা হয় বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.