ETV Bharat / international

Narendra Modi: শনিবার ‘গ্লোবাল সিটিজ়েন লাইভ’ অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী - মার্কিন প্রেসিডেন্ট

25 সেপ্টেম্বর ‘গ্লোবাল সিটিজেন লাইভ’ অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গ্লোবাল সিটিজেন যা একটি বিশ্ব ওকালতি সংগঠন ৷ তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷

The Prime Minister Narendra Modi will address Global Citizen Live on September 25
‘গ্লোবাল সিটিজেন লাইভ’ অনুষ্ঠানে 25 সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Sep 24, 2021, 10:19 PM IST

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর : শনিবার ‘গ্লোবাল সিটিজেন লাইভ’ অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ পিএমও-র তরফে এ কথা জানানো হয়েছে ৷ পিএমও থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্লোবাল সিটিজ়েন’ হল বিশ্ব ওকালতি সংগঠন ৷ যাঁরা দারিদ্রতা দূরীকরণে লাগাতার কাজ করে চলেছে ৷

এই গ্লোবাল সিটিজেন লাইভ 24 ঘণ্টার একটি অনুষ্ঠান ৷ যা 25 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত হবে ৷ সেই সঙ্গে বিশ্বের বড় বড় শহরের সঙ্গে যুক্ত হবে ৷ যেমন মুম্বই, নিউইয়র্ক, প্যারিস, রিও ডি জেনেরিও, সিডনি, লস অ্যাঞ্জেলস, লাওস এবং সেওল ৷ এই অনুষ্ঠানটি বিশ্বের 120টি দেশে সরাসরি সম্প্রচারিত হবে ৷ যা একাধিক সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হবে ৷ আজ ভারতীয় সময় রাতের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোয়াইট হাউজ়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ৷

আরও পড়ুন : Modi Meet Harris: কমলা হ্যারিসকে তাঁর দাদুর স্মৃতি উপহার মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন ৷ যেখানে প্রথমদিন তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ সেখানে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয় ৷ পাশাপাশি সন্ত্রাসদমনে দুই দেশের কী পদক্ষেপ হতে পারে তা নিয়ে আলোচনা হয় ৷ পাশাপাশি, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মোদি ৷ সেখানে ভারত-প্রশান্ত মহাসাগরে চিনের সামরিক শক্তি প্রদর্শন এবং দখলদারি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : Modi-Harris meet : ভারত আমেরিকার খুব গুরুত্বপূর্ণ সহযোগী, প্রধানমন্ত্রীকে জানালেন কমলা হ্যারিস

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর : শনিবার ‘গ্লোবাল সিটিজেন লাইভ’ অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ পিএমও-র তরফে এ কথা জানানো হয়েছে ৷ পিএমও থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্লোবাল সিটিজ়েন’ হল বিশ্ব ওকালতি সংগঠন ৷ যাঁরা দারিদ্রতা দূরীকরণে লাগাতার কাজ করে চলেছে ৷

এই গ্লোবাল সিটিজেন লাইভ 24 ঘণ্টার একটি অনুষ্ঠান ৷ যা 25 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত হবে ৷ সেই সঙ্গে বিশ্বের বড় বড় শহরের সঙ্গে যুক্ত হবে ৷ যেমন মুম্বই, নিউইয়র্ক, প্যারিস, রিও ডি জেনেরিও, সিডনি, লস অ্যাঞ্জেলস, লাওস এবং সেওল ৷ এই অনুষ্ঠানটি বিশ্বের 120টি দেশে সরাসরি সম্প্রচারিত হবে ৷ যা একাধিক সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হবে ৷ আজ ভারতীয় সময় রাতের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোয়াইট হাউজ়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ৷

আরও পড়ুন : Modi Meet Harris: কমলা হ্যারিসকে তাঁর দাদুর স্মৃতি উপহার মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন ৷ যেখানে প্রথমদিন তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ সেখানে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয় ৷ পাশাপাশি সন্ত্রাসদমনে দুই দেশের কী পদক্ষেপ হতে পারে তা নিয়ে আলোচনা হয় ৷ পাশাপাশি, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মোদি ৷ সেখানে ভারত-প্রশান্ত মহাসাগরে চিনের সামরিক শক্তি প্রদর্শন এবং দখলদারি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : Modi-Harris meet : ভারত আমেরিকার খুব গুরুত্বপূর্ণ সহযোগী, প্রধানমন্ত্রীকে জানালেন কমলা হ্যারিস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.