ETV Bharat / international

COVID 19 : সংক্রমণ প্রতিরোধে SAARC ভিডিয়ো কনফারেন্সে যোগ দেবে পাকিস্তান

কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যৌথ উদ্যোগ নিতে SAARC দেশগুলিকে একটি ভিডিয়ো কনফারেন্স করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই কনফারেন্সে পাকিস্তানও যোগ দেবে বলে জানিয়েছে ৷ গতকাল টুইট করে একথা জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র আয়েশা ফারুকি ৷

author img

By

Published : Mar 14, 2020, 5:21 AM IST

আয়েশা ফারুকি
আয়েশা ফারুকি

ইসলামাবাদ, 14 মার্চ : কোরোনা ভাইরাস প্রতিরোধের জন্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (SAARC)-এর সদস্য দেশগুলিকে একটি ভিডিয়ো কনফারেন্স করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই ভিডিয়ো কনফারেন্সে পাকিস্তানও যোগ দেবে বলে জানিয়েছে ৷

বিদেশমন্ত্রকের মুখপাত্র আয়েশা ফারুকি গতকাল টুইট করে পাকিস্তানের যোগদানের কথা জানান ৷ স্বাস্থ্যমন্ত্রকে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহযোগী জ়াফার মিরজ়া এই ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত থাকবেন বলে জানান তিনি ৷ টুইটে লেখেন, "COVID 19-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্ব ও আঞ্চলিক স্তরে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন ৷ স্বাস্থ্যমন্ত্রকে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহযোগী (SAPM) এই ইশুতে SAARC-র ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত থাকবেন ৷"

বিশ্বে প্রায় পাঁচ হাজার মানুষ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৷ এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যৌথ উদ্যোগ নিতে SAARC দেশগুলির প্রতিনিধিদের একত্রিত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন মোদি ৷ এই প্রস্তাবের কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান তার মতামত জানায় ৷ SAARC সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা ৷

গতকাল মোদি টুইটে লেখেন, "কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি যৌথ উদ্যোগ নেওয়ার জন্য SAARC-র প্রতিনিধিদের কাছে প্রস্তাব দিচ্ছি ৷ একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আমাদের নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা করা উচিত ৷" প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে সহমত প্রকাশ করেছেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের প্রতিনিধিরা ৷

ইসলামাবাদ, 14 মার্চ : কোরোনা ভাইরাস প্রতিরোধের জন্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (SAARC)-এর সদস্য দেশগুলিকে একটি ভিডিয়ো কনফারেন্স করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই ভিডিয়ো কনফারেন্সে পাকিস্তানও যোগ দেবে বলে জানিয়েছে ৷

বিদেশমন্ত্রকের মুখপাত্র আয়েশা ফারুকি গতকাল টুইট করে পাকিস্তানের যোগদানের কথা জানান ৷ স্বাস্থ্যমন্ত্রকে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহযোগী জ়াফার মিরজ়া এই ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত থাকবেন বলে জানান তিনি ৷ টুইটে লেখেন, "COVID 19-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্ব ও আঞ্চলিক স্তরে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন ৷ স্বাস্থ্যমন্ত্রকে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহযোগী (SAPM) এই ইশুতে SAARC-র ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত থাকবেন ৷"

বিশ্বে প্রায় পাঁচ হাজার মানুষ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৷ এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যৌথ উদ্যোগ নিতে SAARC দেশগুলির প্রতিনিধিদের একত্রিত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন মোদি ৷ এই প্রস্তাবের কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান তার মতামত জানায় ৷ SAARC সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা ৷

গতকাল মোদি টুইটে লেখেন, "কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি যৌথ উদ্যোগ নেওয়ার জন্য SAARC-র প্রতিনিধিদের কাছে প্রস্তাব দিচ্ছি ৷ একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আমাদের নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা করা উচিত ৷" প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে সহমত প্রকাশ করেছেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের প্রতিনিধিরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.