ETV Bharat / international

কোরোনায় আক্রান্ত নন ইমরান খান - corona news update

ফৈজাল সুলতান নামে একজন টুইটে করে জানান, ইমরান খানের সোয়াব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । তার রিপোর্ট নেগেটিভ এসেছে ।

imran
imran
author img

By

Published : Apr 23, 2020, 10:36 AM IST

ইসলামাবাদ, 23 এপ্রিল : কোরোনায় আক্রান্ত নন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তাঁর COVID-19 টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে । এক কোরোনা আক্রান্তের সংস্পর্শে আসায় ইমরান খানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ।

পাকিস্তানে COVID-19 মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ফৈজাল সুলতান । তিনি একটি টুইট করেন । টুইটে তিনি লেখেন, "ইমরান খানের সোয়াব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । রিপোর্ট নেগেটিভ এসেছে ।"

পাকিস্তানের একটি সংস্থার চেয়ারম্যান আবদুল সত্তর ইধির ছেলে ফৈজাল ইধি কোরোনায় আক্রান্ত । তাঁর সংস্পর্শে এসেছিলেন ইমরান খান । ফৈজালের ভাইরাস আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়ার পরেই ইমরানের টেস্ট করা হয় । মঙ্গলবার সুলতান একটি সাংবাদিক বৈঠকে ইমরানের COVID-19 টেস্টের কথা জানান । তিনি বলেন, “প্রধানমন্ত্রীর টেস্ট হবে । কারণ তিনি কোরোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন ।”

ফৈজাল ইধি গত সপ্তাহে ইসলামাবাদে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পাকিস্তানের কোরোনা রিলিফ ফান্ডে 10 লাখ টাকা দান করেন । সেদেশের ন্যাশনাল ইনস্টিউট অফ হেল্থ (NIH)-র এক আধিকারিক বলেছেন, "যাঁরা কোরোনা আক্রান্তের সংস্পর্শে আসবেন তাঁদের COVID-19 পরীক্ষা করা উচিত ।" তার ভিত্তিতেই ইমরান খানের টেস্ট করা হয়।

পাকিস্তানে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 10,503 । মৃতের সংখ্যা 220 ।

ইসলামাবাদ, 23 এপ্রিল : কোরোনায় আক্রান্ত নন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তাঁর COVID-19 টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে । এক কোরোনা আক্রান্তের সংস্পর্শে আসায় ইমরান খানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ।

পাকিস্তানে COVID-19 মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ফৈজাল সুলতান । তিনি একটি টুইট করেন । টুইটে তিনি লেখেন, "ইমরান খানের সোয়াব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । রিপোর্ট নেগেটিভ এসেছে ।"

পাকিস্তানের একটি সংস্থার চেয়ারম্যান আবদুল সত্তর ইধির ছেলে ফৈজাল ইধি কোরোনায় আক্রান্ত । তাঁর সংস্পর্শে এসেছিলেন ইমরান খান । ফৈজালের ভাইরাস আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়ার পরেই ইমরানের টেস্ট করা হয় । মঙ্গলবার সুলতান একটি সাংবাদিক বৈঠকে ইমরানের COVID-19 টেস্টের কথা জানান । তিনি বলেন, “প্রধানমন্ত্রীর টেস্ট হবে । কারণ তিনি কোরোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন ।”

ফৈজাল ইধি গত সপ্তাহে ইসলামাবাদে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পাকিস্তানের কোরোনা রিলিফ ফান্ডে 10 লাখ টাকা দান করেন । সেদেশের ন্যাশনাল ইনস্টিউট অফ হেল্থ (NIH)-র এক আধিকারিক বলেছেন, "যাঁরা কোরোনা আক্রান্তের সংস্পর্শে আসবেন তাঁদের COVID-19 পরীক্ষা করা উচিত ।" তার ভিত্তিতেই ইমরান খানের টেস্ট করা হয়।

পাকিস্তানে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 10,503 । মৃতের সংখ্যা 220 ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.