ETV Bharat / international

Imran Khan Pays Tribute to Lata : "উপমহাদেশ হারাল এক মহান গায়িকাকে", কাঁটাতারের ওপার থেকে এল শোকবার্তা - শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও

প্রয়াত লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর । ভারতরত্নের প্রয়াণে শোক প্রকাশ করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan pays tribute to Lata Mangeshkar) । শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৷

Imran Khan Pays Tribute to Lata
কাঁটাতারের ওপার থেকে এল শোকবার্তা
author img

By

Published : Feb 6, 2022, 11:05 PM IST

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি : তাঁর সুরের জাদুতে শুধু ভারতীয়রাই নন, আচ্ছন্ন ছিলেন গোটা বিশ্বের মানুষ ৷ কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল ওয়াঘার ওপারেও ৷ শোনা যায়, দেশভাগের পর অল ইন্ডিয়া রেডিয়োর অফিসে এসেছিল একটি চিঠি ৷ যার ছত্রে লেখা ছিল, "কাশ্মীর নিয়ে নাও, লতাকে ফিরিয়ে দাও ৷" আজ সুরসম্রাজ্ঞীর প্রয়াণের খবর পেতেই মুহ্যমান পাকিস্তান (Imran Khan pays tribute to Lata Mangeshkar) ৷

সকাল থেকেই লতা স্মরণ করেছে পাক ক্রিকেট ৷ পিসিবি প্রেসিডেন্ট রামিজ রাজা, অধিনায়র বাবর আজমদের শোকবার্তা এসেছে ৷ বর্তমান, প্রাক্তন ক্রিকেটারও কোকিলকন্ঠীর প্রয়াণে শোকস্তব্ধ ৷ শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷ টুইটারে ইমরান লেখেন, "লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশ হারাল এক সত্যিকারের মহান গায়িকাকে ৷ যাঁকে গোটা বিশ্ব চেনে ৷ তাঁর গাওয়া গান সারা বিশ্বের মানুষকে আনন্দ দিয়েছে ৷"

  • With the death of Lata Mangeshkar the subcontinent has lost one of the truly great singers the world has known. Listening to her songs has given so much pleasure to so many people all over the world.

    — Imran Khan (@ImranKhanPTI) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ ঢাকা থেকে প্রকাশিত সেই শোকবার্তায় লেখা হয়েছে, "সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীত জগতে বিশাল শূন্যতার সৃষ্টি হল ৷" তাঁর আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় ৷

  • Lata Mangeshkar was the epitome of grace, humility and simplicity and therefore greatness.. a lesson for all. Kishore Kumar and now her death has left me music broken!

    — Ramiz Raja (@iramizraja) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Lata Mangeshkar : রহে না রহে হম মেহকা করেঙ্গে...

আজ বিকেল পৌনে সাতটা নাগাদ মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয় ৷ তাঁর শেষযাত্রায় ভেঙে পড়েছিল বাণিজ্য নগরী ৷ সুরসম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সচিন তেন্ডুলকর, শাহরুখ খান-সহ রাজনীতি, চলচ্চিত্র এবং সঙ্গীত জগতের বহু মানুষ ৷ চোখের জলে প্রিয় লতাদিদিকে শেষ বিদায় জানিয়েছেন তাঁরা ৷

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি : তাঁর সুরের জাদুতে শুধু ভারতীয়রাই নন, আচ্ছন্ন ছিলেন গোটা বিশ্বের মানুষ ৷ কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল ওয়াঘার ওপারেও ৷ শোনা যায়, দেশভাগের পর অল ইন্ডিয়া রেডিয়োর অফিসে এসেছিল একটি চিঠি ৷ যার ছত্রে লেখা ছিল, "কাশ্মীর নিয়ে নাও, লতাকে ফিরিয়ে দাও ৷" আজ সুরসম্রাজ্ঞীর প্রয়াণের খবর পেতেই মুহ্যমান পাকিস্তান (Imran Khan pays tribute to Lata Mangeshkar) ৷

সকাল থেকেই লতা স্মরণ করেছে পাক ক্রিকেট ৷ পিসিবি প্রেসিডেন্ট রামিজ রাজা, অধিনায়র বাবর আজমদের শোকবার্তা এসেছে ৷ বর্তমান, প্রাক্তন ক্রিকেটারও কোকিলকন্ঠীর প্রয়াণে শোকস্তব্ধ ৷ শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷ টুইটারে ইমরান লেখেন, "লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশ হারাল এক সত্যিকারের মহান গায়িকাকে ৷ যাঁকে গোটা বিশ্ব চেনে ৷ তাঁর গাওয়া গান সারা বিশ্বের মানুষকে আনন্দ দিয়েছে ৷"

  • With the death of Lata Mangeshkar the subcontinent has lost one of the truly great singers the world has known. Listening to her songs has given so much pleasure to so many people all over the world.

    — Imran Khan (@ImranKhanPTI) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ ঢাকা থেকে প্রকাশিত সেই শোকবার্তায় লেখা হয়েছে, "সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীত জগতে বিশাল শূন্যতার সৃষ্টি হল ৷" তাঁর আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় ৷

  • Lata Mangeshkar was the epitome of grace, humility and simplicity and therefore greatness.. a lesson for all. Kishore Kumar and now her death has left me music broken!

    — Ramiz Raja (@iramizraja) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Lata Mangeshkar : রহে না রহে হম মেহকা করেঙ্গে...

আজ বিকেল পৌনে সাতটা নাগাদ মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয় ৷ তাঁর শেষযাত্রায় ভেঙে পড়েছিল বাণিজ্য নগরী ৷ সুরসম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সচিন তেন্ডুলকর, শাহরুখ খান-সহ রাজনীতি, চলচ্চিত্র এবং সঙ্গীত জগতের বহু মানুষ ৷ চোখের জলে প্রিয় লতাদিদিকে শেষ বিদায় জানিয়েছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.