ETV Bharat / international

"না পাখি উড়বে, না মন্দিরে ঘণ্টা বাজবে", ভারতকে হুমকি পাকিস্তানের

গতকাল পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা ইশুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, "কাশ্মীর ইশুতে ভারত হামলা চালালে জবাবি হামলায় পিছ-পা হবে না পাকিস্তান।" ইমরান খানের বার্তার পরেই পাকিস্তানের রেলমন্ত্রী রশিদ আহমেদ ভারতের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, "না পাখি উড়বে, না মন্দিরে কোনও ঘণ্টা বাজবে।" রশিদ আরও বলেন, "আমরা কেউ চুড়ি পরে নেই। পাকিস্তান আমাদের জীবন। পাকিস্তানের জন্য আমরা জীবন দিতে দ্বিধাগ্রস্ত হব না।"

pak
author img

By

Published : Feb 20, 2019, 10:30 AM IST

Updated : Feb 20, 2019, 11:20 AM IST

ইসলামাবাদ, ২০ ফেব্রুয়ারি : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় কমপক্ষে ৪০ CRPF জওয়ানের মৃত্যুর পর সেনাকে যে কোনও পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল এই ইশুতে মুখ খোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতির উদ্দেশ্যে এক বার্তায় তিনি বলেন, "কাশ্মীর ইশুতে ভারত হামলা চালালে জবাবি হামলায় পিছ-পা হবে না পাকিস্তান।" সব মিলিয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতি দুই দেশের মাঝে।

ইমরান খানের বার্তার পরেই পাকিস্তানের রেলমন্ত্রী রশিদ আহমেদ ভারতের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, "না পাখি উড়বে, না মন্দিরে কোনও ঘণ্টা বাজবে।" রশিদ আরও বলেন, "আমরা কেউ চুড়ি পরে নেই। পাকিস্তান আমাদের জীবন। পাকিস্তানের জন্য আমরা জীবন দিতে দ্বিধাগ্রস্ত হব না।"

গতবছর রশিদ আহমেদ ভারতে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে BJP-র খারাপ ফলের পর আরও একটি সার্জিকাল স্ট্রাইকের আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি তখন দাবি করেছিলেন, লোকসভার ফল নিজেদের দিকে ঘোরাতে মোদি সরকার আরও একটা সার্জিকাল স্ট্রাইকের সাহায্য নিতে পারে।

তার আগে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি রাষ্ট্রসঙ্ঘকে দেওয়া এক চিঠিতে লিখেছিলেন, "ভারত ইচ্ছাকৃত ভাবেই পাক-বিদ্বেষ জিইয়ে রেখে ঘরোয়া রাজনীতিতে তার ফসল তুলতে চাইছে। তাই পাকিস্তানের সঙ্গে শত্রুতা করছে। অশান্তির পরিবেশ তৈরি করে উত্তেজনা ছড়াচ্ছে।"

undefined

ইসলামাবাদ, ২০ ফেব্রুয়ারি : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় কমপক্ষে ৪০ CRPF জওয়ানের মৃত্যুর পর সেনাকে যে কোনও পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল এই ইশুতে মুখ খোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতির উদ্দেশ্যে এক বার্তায় তিনি বলেন, "কাশ্মীর ইশুতে ভারত হামলা চালালে জবাবি হামলায় পিছ-পা হবে না পাকিস্তান।" সব মিলিয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতি দুই দেশের মাঝে।

ইমরান খানের বার্তার পরেই পাকিস্তানের রেলমন্ত্রী রশিদ আহমেদ ভারতের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, "না পাখি উড়বে, না মন্দিরে কোনও ঘণ্টা বাজবে।" রশিদ আরও বলেন, "আমরা কেউ চুড়ি পরে নেই। পাকিস্তান আমাদের জীবন। পাকিস্তানের জন্য আমরা জীবন দিতে দ্বিধাগ্রস্ত হব না।"

গতবছর রশিদ আহমেদ ভারতে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে BJP-র খারাপ ফলের পর আরও একটি সার্জিকাল স্ট্রাইকের আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি তখন দাবি করেছিলেন, লোকসভার ফল নিজেদের দিকে ঘোরাতে মোদি সরকার আরও একটা সার্জিকাল স্ট্রাইকের সাহায্য নিতে পারে।

তার আগে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি রাষ্ট্রসঙ্ঘকে দেওয়া এক চিঠিতে লিখেছিলেন, "ভারত ইচ্ছাকৃত ভাবেই পাক-বিদ্বেষ জিইয়ে রেখে ঘরোয়া রাজনীতিতে তার ফসল তুলতে চাইছে। তাই পাকিস্তানের সঙ্গে শত্রুতা করছে। অশান্তির পরিবেশ তৈরি করে উত্তেজনা ছড়াচ্ছে।"

undefined
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
VALAIS POLICE HANDOUT - AP CLIENTS ONLY
Crans-Montana - 19 February 2019
1. STILL of avalanche at a popular Swiss ski resort
2. STILL showing closer scene of avalanche
3. STILL of snow from avalanche
STORYLINE:
An afternoon avalanche swept up skiers as it rumbled across a slope at a popular Swiss Alps ski resort Tuesday, sparking a search that rescued four people and extended into the night for others who might still be buried, authorities said.
Nearly 250 rescue workers, medical team members, police officers and military personnel backed by eight helicopters and a dozen search dogs were deployed after the avalanche on Plaine Morte, a mountain in the town of Crans-Montana, officials said.
An alarm sounded shortly after the avalanche hit the slope at Crans-Montana, which is located 180 milometers (114 miles) east of Geneva, resort operator CMA said.
Valais prosecutor Catherine Seppey said authorities were investigating what triggered the avalanche, citing weather conditions or skier behavior as possibilities.
Switzerland's Institute for Snow and Avalanche Research had put the risk of an avalanche in the area at level 2, which is relatively low on its 5-point scale.
The avalanche comes ahead of a weekend women's World Cup event involving top skiers such as Switzerland's Lara Gut on the Mont Lachaux run at Crans-Montana.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
Last Updated : Feb 20, 2019, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.