ETV Bharat / international

''করতারপুর করিডর দিয়ে অশান্তি ছড়ানোই পাকিস্তানের লক্ষ্য''

সমাজকর্মী আমজাদ মির্জ়া জানান, করতারপুর করিডর খোলার পিছনে রয়েছে পাকিস্তানের ছদ্ম কর্মসূচি রয়েছে ৷ কাশ্মীর সীমান্তের কাছে জমিগুলো হারানোর পর এই করিডরের মাধ্যমে ভারতের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন পাকিস্তানি আধিকারিকরা ৷

আমজাদ মির্জ়া
author img

By

Published : Nov 23, 2019, 6:41 PM IST

ইসলামাবাদ, 23 নভেম্বর : পাকিস্তান করতারপুর করিডরের মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে ৷ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এক সমাজকর্মী মন্তব্য করলেন এমনটাই ৷ সমাজকর্মী আমজাদ মির্জ়া জানান, করতারপুর করিডর খোলার পিছনে পাকিস্তানের ছদ্ম কর্মসূচি রয়েছে ৷

তিনি নিশ্চিত করে বলেন, কাশ্মীর সীমান্তের কাছে জমিগুলো হারানোর পর এই করিডরের মাধ্যমে ভারতের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন পাকিস্তানি আধিকারিকরাই ৷

তিনি বলেন, "এখন কেন পাকিস্তান এই সিদ্ধান্ত নিল ? 73 বছর পর কেন তারা এটা করল ? কাশ্মীরে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার রাস্তা এখন বন্ধ থাকায় তারা এটা করছে ৷ পাকিস্তানি সেনা এখন দেশের প্রকৃত শাসক হয়ে উঠেছে ৷ দেশ সাধারণের উপর থেকে আস্থা হারাচ্ছে ৷ পঞ্জাবের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার জন্য বর্তমানে খালিস্তানি চরমপন্থীদের ব্যবহার করছে ৷"

এই মাসের শুরুতেই করিডরের উদ্বোধন হয় ৷ সেই অনুষ্ঠানে ভিসা ছাড়াই ভারতীয়দের যাওয়ার অনুমতিও দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ মির্জা বলেন, "যদি তারা মানুষের জন্য এতটাই ভাবে তাহলে তাদের লাদাখ ও কাশ্মীরের রাস্তাগুলিও খুলে দেওয়া উচিত ৷ কিন্তু তারা কোনওদিন এটা করেনি কারণ এরকম করলে দুই দেশের মানুষ একে অপরের সঙ্গে মিশে যাবে ৷"

ইসলামাবাদ, 23 নভেম্বর : পাকিস্তান করতারপুর করিডরের মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে ৷ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এক সমাজকর্মী মন্তব্য করলেন এমনটাই ৷ সমাজকর্মী আমজাদ মির্জ়া জানান, করতারপুর করিডর খোলার পিছনে পাকিস্তানের ছদ্ম কর্মসূচি রয়েছে ৷

তিনি নিশ্চিত করে বলেন, কাশ্মীর সীমান্তের কাছে জমিগুলো হারানোর পর এই করিডরের মাধ্যমে ভারতের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন পাকিস্তানি আধিকারিকরাই ৷

তিনি বলেন, "এখন কেন পাকিস্তান এই সিদ্ধান্ত নিল ? 73 বছর পর কেন তারা এটা করল ? কাশ্মীরে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার রাস্তা এখন বন্ধ থাকায় তারা এটা করছে ৷ পাকিস্তানি সেনা এখন দেশের প্রকৃত শাসক হয়ে উঠেছে ৷ দেশ সাধারণের উপর থেকে আস্থা হারাচ্ছে ৷ পঞ্জাবের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার জন্য বর্তমানে খালিস্তানি চরমপন্থীদের ব্যবহার করছে ৷"

এই মাসের শুরুতেই করিডরের উদ্বোধন হয় ৷ সেই অনুষ্ঠানে ভিসা ছাড়াই ভারতীয়দের যাওয়ার অনুমতিও দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ মির্জা বলেন, "যদি তারা মানুষের জন্য এতটাই ভাবে তাহলে তাদের লাদাখ ও কাশ্মীরের রাস্তাগুলিও খুলে দেওয়া উচিত ৷ কিন্তু তারা কোনওদিন এটা করেনি কারণ এরকম করলে দুই দেশের মানুষ একে অপরের সঙ্গে মিশে যাবে ৷"

Mumbai, Nov 23 (ANI): Devendra Fadnavis took oath as Maharashtra Chief Minister and NCP's Ajit Pawar took oath as Deputy CM on November 23. While addressing a press conference, Congress leader Ahmed Patel said that Congress-NCP-Shiv Sena is confident enough to defeat BJP in trust vote. "All the three (Congress-NCP-Shiv Sena) parties are together in this and I am confident we will defeat BJP in the trust vote. All Congress MLAs are present here except two who are right now in their village, but they too are with us," said Ahmed Patel
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.