ETV Bharat / international

কারতারপুর করিডর খুলল পাকিস্তান - পাকিস্তান

কারতারপুর করিডর খুলে দিল পাকিস্তান । কিন্তু কোনও ভারতীয় পুণ্যার্থীকে আজ সেখানে দেখা যায়নি ।

Pakistan reopens Kartarpur corridor
কারতারপুর করিডোর খুলল পাকিস্তান
author img

By

Published : Jun 29, 2020, 8:01 PM IST

লাহোর, 29 জুন : আজ কারতারপুর করিডর খুলে দিল পাকিস্তান । COVID-19 এর জন্য সাময়িকভাবে তা বন্ধ রাখা হয়েছিল। গুরুদোয়ারা দরবার সাহিব দর্শনের জন্য পাকিস্তানের তরফে করিডর খোলা হয় । কিন্তু কোনও পুণ্যার্থীকে সেখানে দেখা যায়নি । 16 মার্চ থেকে পাকিস্তানের কারতারপুর সাহিব গুরুদোয়ারা দর্শনের জন্য রেজিস্ট্রেশন বন্ধ রাখে ভারত সরকার ।

ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ড (ETPB)-এর ডিরেক্টর ইমরান খান বলেন, “পাকিস্তান কারতারপুর করিডর খুলে দিয়েছে । কিন্তু, কোনও ভারতীয় পুণ্যার্থী আসেনি । গুরুদোয়ারা দরবার সাহিবে বিশেষ আরদাস (প্রার্থনা)-এর আয়োজন করা হয়েছিল ।”

পাকিস্তানের সমস্ত সংখ্যালঘু ধর্মীয় স্থান দেখাশোনা করে ETPB । ডিরেক্টর খান জানান, পাকিস্তান ও ভারত থেকে আগত পুণ্যার্থীদের জন্য সামাজিক দূরত্ব বিধি মেনে দরবার সাহিব খোলা হয়েছে । ETPB এবং পাকিস্তানের শিখ গুরুদোয়ারার একটি কমিটি পুণ্যার্থীদের সুরক্ষার জন্য বিশেষ আয়োজন করেছে ।

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি কারতারপুর করিডর নিয়ে 27 জুন টুইট করেছিলেন, “সারা বিশ্বে ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়া হচ্ছে । সেই কথা মাথায় রেখে শিখ পুণ্যার্থীদের জন্য কারতারপুর সাহিব করিডর খোলার উদ্যোগ নিয়েছে পাকিস্তান । মহারাজা রঞ্জিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ‍ে 29 জুন করিডর খুলে দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে । ভারতের কাছে আবেদন সেখানে যেন করিডর খুলে দেওয়া হয় ।”

যদিও ভারতের তরফে জানানো হয়, নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে পাকিস্তান এসব করছে । কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক বলেন, কারতারপুর করিডর খুলে দিয়ে পাকিস্তান ভালো সাজতে চাইছে । মাত্র দু'দিনের নোটিসে এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না । ভারত ও পাকিস্তানের মধ্যে যে চুক্তি হয়েছে, তাতে সীমান্ত দিয়ে পারাপারের জন্য সাতদিন আগে দু'দেশ একে-অপরকে জানাবে ।

কারতারপুর করিডর গত বছর নভেম্বরে উদ্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । নানকের 550 তম জন্মবার্ষিকীতে কারতারপুর করিডর খুলে দেওয়া হয় । দীর্ঘদিন ধরে ভারত ও বিশ্বের শিখ পুণ্যার্থীরা এই করিডরের জন্য অপেক্ষা করেছেন । COVID-19 এর কারণে চলতি বছরের 16 মার্চ সাময়িকভাবে বন্ধ করা হয় ওই করিডর ।

লাহোর, 29 জুন : আজ কারতারপুর করিডর খুলে দিল পাকিস্তান । COVID-19 এর জন্য সাময়িকভাবে তা বন্ধ রাখা হয়েছিল। গুরুদোয়ারা দরবার সাহিব দর্শনের জন্য পাকিস্তানের তরফে করিডর খোলা হয় । কিন্তু কোনও পুণ্যার্থীকে সেখানে দেখা যায়নি । 16 মার্চ থেকে পাকিস্তানের কারতারপুর সাহিব গুরুদোয়ারা দর্শনের জন্য রেজিস্ট্রেশন বন্ধ রাখে ভারত সরকার ।

ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ড (ETPB)-এর ডিরেক্টর ইমরান খান বলেন, “পাকিস্তান কারতারপুর করিডর খুলে দিয়েছে । কিন্তু, কোনও ভারতীয় পুণ্যার্থী আসেনি । গুরুদোয়ারা দরবার সাহিবে বিশেষ আরদাস (প্রার্থনা)-এর আয়োজন করা হয়েছিল ।”

পাকিস্তানের সমস্ত সংখ্যালঘু ধর্মীয় স্থান দেখাশোনা করে ETPB । ডিরেক্টর খান জানান, পাকিস্তান ও ভারত থেকে আগত পুণ্যার্থীদের জন্য সামাজিক দূরত্ব বিধি মেনে দরবার সাহিব খোলা হয়েছে । ETPB এবং পাকিস্তানের শিখ গুরুদোয়ারার একটি কমিটি পুণ্যার্থীদের সুরক্ষার জন্য বিশেষ আয়োজন করেছে ।

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি কারতারপুর করিডর নিয়ে 27 জুন টুইট করেছিলেন, “সারা বিশ্বে ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়া হচ্ছে । সেই কথা মাথায় রেখে শিখ পুণ্যার্থীদের জন্য কারতারপুর সাহিব করিডর খোলার উদ্যোগ নিয়েছে পাকিস্তান । মহারাজা রঞ্জিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ‍ে 29 জুন করিডর খুলে দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে । ভারতের কাছে আবেদন সেখানে যেন করিডর খুলে দেওয়া হয় ।”

যদিও ভারতের তরফে জানানো হয়, নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে পাকিস্তান এসব করছে । কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক বলেন, কারতারপুর করিডর খুলে দিয়ে পাকিস্তান ভালো সাজতে চাইছে । মাত্র দু'দিনের নোটিসে এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না । ভারত ও পাকিস্তানের মধ্যে যে চুক্তি হয়েছে, তাতে সীমান্ত দিয়ে পারাপারের জন্য সাতদিন আগে দু'দেশ একে-অপরকে জানাবে ।

কারতারপুর করিডর গত বছর নভেম্বরে উদ্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । নানকের 550 তম জন্মবার্ষিকীতে কারতারপুর করিডর খুলে দেওয়া হয় । দীর্ঘদিন ধরে ভারত ও বিশ্বের শিখ পুণ্যার্থীরা এই করিডরের জন্য অপেক্ষা করেছেন । COVID-19 এর কারণে চলতি বছরের 16 মার্চ সাময়িকভাবে বন্ধ করা হয় ওই করিডর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.