ETV Bharat / international

কোরোনায় আক্রান্ত শাহিদ আফ্রিদি - কোরোনায় আক্রান্ত শাহীদ আফ্রিদি

বৃহস্পতিবার থেকে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন শাহিদ আফ্রিদি ৷ তারপর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷

shahid afridi
shahid afridi
author img

By

Published : Jun 13, 2020, 3:55 PM IST

দিল্লি, 13 জুন : প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি কোরোনায় আক্রান্ত ৷ একথা আজ নিজেই জানিয়েছেন প্রাক্তন পাকিস্তানি অল-রাউন্ডার। বৃহস্পতিবার থেকে তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন ৷

নিজের টুইটার পোস্টে আফ্রিদি লিখেছেন, "আমি বৃহস্পতিবার থেকে অসুস্থ বোধ করছি ৷ শরীরে খুব ব্যথা করছে ৷ কোরোনা পরীক্ষা করায়। কিন্তু দুর্ভাগ্যবশত রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য আল্লার কাছে প্রার্থনা করি ৷"

  • I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19 #pandemic #hopenotout #staysafe #stayhome

    — Shahid Afridi (@SAfridiOfficial) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ক্রিকেটে 20 বছরের কেরিয়ারে পাকিস্তানের হয়ে 27টি টেস্ট খেলেছেন আফ্রিদি ৷ 398টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও 99টি T20 ম্যাচ খেলেছেন তিনি ৷ একদিনের ম্যাচ তাঁর রান 8,064 ৷ টেস্টে রান করেছেন 1,716 ৷ 50 ওভারের খেলায় 395টি উইকেট নিয়েছেন, পাশাপাশি 48টি ও 98 টি উইকেট যথাক্রমে নিয়েছেন টেস্টে ও T20 তে ৷

দিল্লি, 13 জুন : প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি কোরোনায় আক্রান্ত ৷ একথা আজ নিজেই জানিয়েছেন প্রাক্তন পাকিস্তানি অল-রাউন্ডার। বৃহস্পতিবার থেকে তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন ৷

নিজের টুইটার পোস্টে আফ্রিদি লিখেছেন, "আমি বৃহস্পতিবার থেকে অসুস্থ বোধ করছি ৷ শরীরে খুব ব্যথা করছে ৷ কোরোনা পরীক্ষা করায়। কিন্তু দুর্ভাগ্যবশত রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য আল্লার কাছে প্রার্থনা করি ৷"

  • I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19 #pandemic #hopenotout #staysafe #stayhome

    — Shahid Afridi (@SAfridiOfficial) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ক্রিকেটে 20 বছরের কেরিয়ারে পাকিস্তানের হয়ে 27টি টেস্ট খেলেছেন আফ্রিদি ৷ 398টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও 99টি T20 ম্যাচ খেলেছেন তিনি ৷ একদিনের ম্যাচ তাঁর রান 8,064 ৷ টেস্টে রান করেছেন 1,716 ৷ 50 ওভারের খেলায় 395টি উইকেট নিয়েছেন, পাশাপাশি 48টি ও 98 টি উইকেট যথাক্রমে নিয়েছেন টেস্টে ও T20 তে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.