ETV Bharat / international

রাষ্ট্রসংঘে কোণঠাসা হয়ে কাশ্মীর সেল গঠনের ঘোষণা পাকিস্তানের - china

কাশ্মীর ইশুতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কোণঠাসা হতে হয় পাকিস্তানকে । আর এরপরই কাশ্মীর সেল গঠনের ঘোষণা করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ।

কাশ্মীর সেল
author img

By

Published : Aug 17, 2019, 7:18 PM IST

ইসলামাবাদ, 17 অগাস্ট : 370 ধারা প্রত্যাহারসহ কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দেয় পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ৷ সেই আলোচনার দাবিকে সমর্থনও করে চিন । বৈঠক হলেও সেখানে কোণঠাসা হতে হয় পাকিস্তানকে । আর এরপরই কাশ্মীর সেল গঠনের ঘোষণা করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ।

আজ তিনি এই বিষয়ে বলেন, "কাশ্মীর বিষয়ে এই নতুন কমিটিতে কাশ্মীরের পরিস্থিতির সঙ্গে যুক্ত সমস্ত পর্যায়ের প্রতিনিধিদের রাখা হচ্ছে ।"

এদিকে গতকাল রুদ্ধদ্বার আলোচনায় পাকিস্তান ও চিনের জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দাবি সমর্থন খারিজ হয়ে যায় রাষ্ট্রসংঘে । নিরাপত্তা পরিষদের অধিকাংশ দেশ কাশ্মীর ইশুকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইশু বলে জানায় । আর এর জেরে জম্মু ও কাশ্মীর ইশুকে আন্তর্জাতিক করার চেষ্টা বিফল হয় । এর আগে 370 ধারা নিয়ে ভারতকে কোণঠাসা করতে গিয়ে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট দেশ পোল্যান্ডের কাছে ধাক্কা খায় পাকিস্তান । আন্তর্জাতিকস্তরে কোণঠাসা হয়ে এবার পাকিস্তানের এই নতুন পদক্ষেপ ।

ইসলামাবাদ, 17 অগাস্ট : 370 ধারা প্রত্যাহারসহ কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দেয় পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ৷ সেই আলোচনার দাবিকে সমর্থনও করে চিন । বৈঠক হলেও সেখানে কোণঠাসা হতে হয় পাকিস্তানকে । আর এরপরই কাশ্মীর সেল গঠনের ঘোষণা করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ।

আজ তিনি এই বিষয়ে বলেন, "কাশ্মীর বিষয়ে এই নতুন কমিটিতে কাশ্মীরের পরিস্থিতির সঙ্গে যুক্ত সমস্ত পর্যায়ের প্রতিনিধিদের রাখা হচ্ছে ।"

এদিকে গতকাল রুদ্ধদ্বার আলোচনায় পাকিস্তান ও চিনের জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দাবি সমর্থন খারিজ হয়ে যায় রাষ্ট্রসংঘে । নিরাপত্তা পরিষদের অধিকাংশ দেশ কাশ্মীর ইশুকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইশু বলে জানায় । আর এর জেরে জম্মু ও কাশ্মীর ইশুকে আন্তর্জাতিক করার চেষ্টা বিফল হয় । এর আগে 370 ধারা নিয়ে ভারতকে কোণঠাসা করতে গিয়ে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট দেশ পোল্যান্ডের কাছে ধাক্কা খায় পাকিস্তান । আন্তর্জাতিকস্তরে কোণঠাসা হয়ে এবার পাকিস্তানের এই নতুন পদক্ষেপ ।

Ramanathapuram (Tamil Nadu), Aug 17 (ANI): Several Peacocks in Tamil Nadu's Ramanathapuram district were seen dancing along the railway line. They were dancing nearby the railway line in Mandapam area of Ramanathapuram district. Peacock is India's national bird and it has a crust like crown on its head. According to Hindu beliefs, peacock has religious significance as it is the ride of Kartikeya, elder son of Lord Shiva.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.