ETV Bharat / international

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভরতি হলেন নেপালের প্রধানমন্ত্রী - KP শর্মা ওলি

মানচিত্র বিতর্ক, পদত্যাগের দাবি। বিগত কয়েকদিন ধরেই নানা বিষয়ে চাপ বেড়েছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির। এই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভরতি হলেন নেপালের প্রধানমন্ত্রী।

অসুস্থ KP শর্মা ওলি
অসুস্থ KP শর্মা ওলি
author img

By

Published : Jul 1, 2020, 8:03 PM IST

কাঠমান্ডু, 1 জুলাই : বুকে ব্যাথা নিয়ে হাসপাতালেভরতি হলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। আজ তাঁকে শহিদ গঙ্গালালন্যাশেনাল হার্ট সেন্টারে ভরতি করা হয়। প্রধানমন্ত্রীর সংবাদ পরামর্শদাতা বলেন, চিকিৎসার পর প্রধানমন্ত্রীকে ছেড়েদেওয়া হয়।

গতকালইপ্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবি তোলে নেপালের শাসক দল নেপাল কমিউন্সিস্ট পার্টি(NCP)ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে দলের প্রবীন নেতারাওলির সমালোচনা করেন। প্রসঙ্গত, এরপর থেকেই চাপ বাড়তে থাকে প্রধানমন্ত্রীর উপর। এই বিতর্কেরমধ্যেই আজ মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী ওলি।

সম্প্রতিনেপালের প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন যে, ভারত তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই তাঁর দলই তাঁকে কোণঠাসা করে দেয়। এমনকি নেপালেরপ্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহালও ভারত সম্পর্কে ওলির মন্তব্যের নিন্দা করেন।তিনি বলেন, "প্রধানমন্ত্রীরএই ধরনের মন্তব্যের জেরে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কে ক্ষতি হচ্ছে।" তিনিআরও বলেন, "প্রধানমন্ত্রীরএই মন্তব্যের জেরে স্পষ্ট বোঝা যাচ্ছে সরকার ও শাসক দলের মধ্যে সমন্বয়ের অভাবরয়েছে।"

নেপালেরনতুন মানচিত্র তৈরির পরই ভারত-নেপালের সম্পর্কে ছেদ দেখা দেয়। অভিযোগ, ভারতের ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেনেপাল। এরপরেই মানচিত্র বিতর্ক নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে।অন্যদিকে নেপালের বিরোধী দল জনতা সমাজবাদী পার্টিও মঙ্গলবার দেশজুড়ে সরকারের নতুনসিটিজ়েনশিপ বিলের বিরোধীতা করে।

যদিওযখন নিজের দলই একঘরে করেছে, ঠিক সেইসময়ই প্রধানমন্ত্রীর ওলির পাশে দাঁড়িয়েছে চিন ও পাকিস্তান। চিনা প্রেসিডেন্ট শি-র পর আজ ইমরান খানও নেপালেরনতুন মানচিত্র ইশুর সমর্থন করলেন।

কাঠমান্ডু, 1 জুলাই : বুকে ব্যাথা নিয়ে হাসপাতালেভরতি হলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। আজ তাঁকে শহিদ গঙ্গালালন্যাশেনাল হার্ট সেন্টারে ভরতি করা হয়। প্রধানমন্ত্রীর সংবাদ পরামর্শদাতা বলেন, চিকিৎসার পর প্রধানমন্ত্রীকে ছেড়েদেওয়া হয়।

গতকালইপ্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবি তোলে নেপালের শাসক দল নেপাল কমিউন্সিস্ট পার্টি(NCP)ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে দলের প্রবীন নেতারাওলির সমালোচনা করেন। প্রসঙ্গত, এরপর থেকেই চাপ বাড়তে থাকে প্রধানমন্ত্রীর উপর। এই বিতর্কেরমধ্যেই আজ মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী ওলি।

সম্প্রতিনেপালের প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন যে, ভারত তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই তাঁর দলই তাঁকে কোণঠাসা করে দেয়। এমনকি নেপালেরপ্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহালও ভারত সম্পর্কে ওলির মন্তব্যের নিন্দা করেন।তিনি বলেন, "প্রধানমন্ত্রীরএই ধরনের মন্তব্যের জেরে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কে ক্ষতি হচ্ছে।" তিনিআরও বলেন, "প্রধানমন্ত্রীরএই মন্তব্যের জেরে স্পষ্ট বোঝা যাচ্ছে সরকার ও শাসক দলের মধ্যে সমন্বয়ের অভাবরয়েছে।"

নেপালেরনতুন মানচিত্র তৈরির পরই ভারত-নেপালের সম্পর্কে ছেদ দেখা দেয়। অভিযোগ, ভারতের ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেনেপাল। এরপরেই মানচিত্র বিতর্ক নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে।অন্যদিকে নেপালের বিরোধী দল জনতা সমাজবাদী পার্টিও মঙ্গলবার দেশজুড়ে সরকারের নতুনসিটিজ়েনশিপ বিলের বিরোধীতা করে।

যদিওযখন নিজের দলই একঘরে করেছে, ঠিক সেইসময়ই প্রধানমন্ত্রীর ওলির পাশে দাঁড়িয়েছে চিন ও পাকিস্তান। চিনা প্রেসিডেন্ট শি-র পর আজ ইমরান খানও নেপালেরনতুন মানচিত্র ইশুর সমর্থন করলেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.