ETV Bharat / international

North Korea Fires Suspected Missiles : নিয়ম ভেঙে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল কিম জংয়ের দেশ - North Korea unusually fast pace in testing activity

একদিকে উত্তর কোরিয়ায় সঙ্গে রাষ্ট্রসংঘের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত কূটনৈতিক আলোচনা স্তব্ধ হয়ে রয়েছে ৷ অন্যদিকে তারা নিজেদের শক্তি প্রদর্শন করে চলেছে ৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের ‘পারমাণবিক শক্তিধর’ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এবং ওয়াশিংটনকে বার্তা দিতেই পরপর এই ‘কাণ্ড’ ঘটাচ্ছে কিম জং উনের দেশ (North Korea fires 2 suspected missiles in 6th launch in 2022) ৷

North Korea Fires Missiles
ব্যালিস্টিক মিসাইল ছুড়ল কিম জংয়ের দেশ
author img

By

Published : Jan 27, 2022, 11:56 AM IST

সিউল, 27 জানুয়ারি : আবার বিবাদ শুরু দুই কোরিয়ার ৷ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়া এই মাসে ষষ্ঠ রাউন্ডের অস্ত্র উৎক্ষেপণে সমুদ্রে দু‘টি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ৷

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেন, অস্ত্রগুলি সম্ভবত স্বল্পপাল্লার ছিল ৷ পূর্ব উপকূলীয় এলাকা থেকে পাঁচ মিনিটের ব্যবধানে নিক্ষেপ করা হয় ৷ সমুদ্রে অবতরণের আগে 20 কিলোমিটার (12.4 মাইল) এবং সর্বোচ্চ 190 কিলোমিটার (118 মাইল) গতিতে চলছিল । এই নিয়ে আরও বিস্তারিত তথ্য জোগাড়ের চেষ্টা করছেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ৷

গত সপ্তাহেও আমেরিকাকে লক্ষ্য করে পারমাণবিক বিস্ফোরক এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ফের শুরু করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া (North Korea unusually fast pace in testing activity) ৷ 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি শুরু করার সময় কিম জং উন তা স্থগিত করেছিলেন ।

আরও পড়ুন : নিয়ম ভেঙে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে দাবি করেছেন ৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের ‘পারমাণবিক শক্তিধর’ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এবং ওয়াশিংটনকে বার্তা দিতেই পরপর এই ‘কাণ্ড’ ঘটাচ্ছে কিম জং উনের দেশ ৷

সিউল, 27 জানুয়ারি : আবার বিবাদ শুরু দুই কোরিয়ার ৷ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়া এই মাসে ষষ্ঠ রাউন্ডের অস্ত্র উৎক্ষেপণে সমুদ্রে দু‘টি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ৷

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেন, অস্ত্রগুলি সম্ভবত স্বল্পপাল্লার ছিল ৷ পূর্ব উপকূলীয় এলাকা থেকে পাঁচ মিনিটের ব্যবধানে নিক্ষেপ করা হয় ৷ সমুদ্রে অবতরণের আগে 20 কিলোমিটার (12.4 মাইল) এবং সর্বোচ্চ 190 কিলোমিটার (118 মাইল) গতিতে চলছিল । এই নিয়ে আরও বিস্তারিত তথ্য জোগাড়ের চেষ্টা করছেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ৷

গত সপ্তাহেও আমেরিকাকে লক্ষ্য করে পারমাণবিক বিস্ফোরক এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ফের শুরু করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া (North Korea unusually fast pace in testing activity) ৷ 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি শুরু করার সময় কিম জং উন তা স্থগিত করেছিলেন ।

আরও পড়ুন : নিয়ম ভেঙে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে দাবি করেছেন ৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের ‘পারমাণবিক শক্তিধর’ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এবং ওয়াশিংটনকে বার্তা দিতেই পরপর এই ‘কাণ্ড’ ঘটাচ্ছে কিম জং উনের দেশ ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.