বেজিং, 3 জুলাই : নরেন্দ্র মোদির লাদাখ সফরের কয়েকঘণ্টা পরেই সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলল চিন । সীমান্ত শান্ত করার জন্য ভারতের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে চিনের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয় ।
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, "ভারত এবং চিনের মধ্যে যোগাযোগ হচ্ছে । সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা করা হচ্ছে । সীমান্তে পরিস্থিতি শান্ত করার জন্য আলোচনা চলছে । এই পরিস্থিতিতে কোনও পক্ষেরই কোনও পদক্ষেপ করা উচিত নয় যা পরিস্থিতি আরও উত্তপ্ত করবে ।"
-
India & China are in communication and negotiations on lowering the temperatures through military & diplomatic channels. No party should engage in any action that may escalate the situation at this point:Zhao Lijian, Chinese Foreign Ministry spokesperson on PM Modi's Ladakh visit pic.twitter.com/ZYGjGGIdt9
— ANI (@ANI) July 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India & China are in communication and negotiations on lowering the temperatures through military & diplomatic channels. No party should engage in any action that may escalate the situation at this point:Zhao Lijian, Chinese Foreign Ministry spokesperson on PM Modi's Ladakh visit pic.twitter.com/ZYGjGGIdt9
— ANI (@ANI) July 3, 2020India & China are in communication and negotiations on lowering the temperatures through military & diplomatic channels. No party should engage in any action that may escalate the situation at this point:Zhao Lijian, Chinese Foreign Ministry spokesperson on PM Modi's Ladakh visit pic.twitter.com/ZYGjGGIdt9
— ANI (@ANI) July 3, 2020
আজ ভোরে লেহ পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর এই সফরের কোনও পূর্বসূচি ঘোষণা করা হয়নি । কার্যত হঠাৎই এই পরিদর্শনে যান তিনি । বর্তমান সীমান্ত পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন । তাঁর সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নারাভানে ।
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সেনা, বায়ুসেনা এবং ITBP-র সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী । সেনা আধিকারিকরা তাঁকে পরিস্থিতির কথা জানান । আহত জওয়ানদের সঙ্গেও দেখা করে কথা বলেন প্রধানমন্ত্রী ।