ETV Bharat / international

2019’র ডিসেম্বরের আগে ইউহানে মেলেনি করোনার অস্তিত্বের প্রমাণ - স্তন্যপায়ী প্রাণী

2019 সালের ডিসেম্বরের আগে চিনে করোনা ভাইরাসের কোনও অস্তিত্ব পেলেন না হু-র বিজ্ঞানীদের দল ৷ তাঁরা এও জানিয়েছেন, ঠিক কোন প্রাণীর শরীর থেকে এই মারণ ভাইরাস ছড়িয়েছে তা নিয়েও নিশ্চিত হতে পারেননি তাঁরা ৷ একই সঙ্গে এই ভাইরাসটি বাদুরের শরীর থেকে অন্যকোনও স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমেই মানুষের শরীরে পৌঁছেছে বলে মনে করছে হু-র বিশেষজ্ঞ দলটি ৷

no-indication-the-sickness-was-in-circulation-corona-virous-in-wuhan-before-december-2019
2019’র ডিসেম্বরের আগে ইউহানে মেলেনি কোরোনার অস্তিত্বের প্রমাণ
author img

By

Published : Feb 9, 2021, 6:41 PM IST

ইউহান (চিন) : 2019 সালের ডিসেম্বরে ইউহানে করোনা প্রথম সংক্রমণের আগে এই ভাইরাসের কোনও অস্তিত্ব পেল না বিশ্ব স্বাস্থ্য় সংস্থার পাঠানো বিজ্ঞানীদের দল ৷ হু চিনের ইউহান প্রদেশে করোনার উৎস খুঁজতে বিজ্ঞানীদের একটি দলকে পাঠিয়েছে ৷ প্রায় এক মাসের বেশি গবেষণা করেও তাঁরা এর সঠিক কোনও উৎস খুঁজে পাননি ৷ মঙ্গলবার ওই বিজ্ঞানীদের দলের তরফে জানানো হয়েছে, কোন জীবের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়েছে তা জানতে তাঁরা ব্যর্থ হয়েছেন ৷

তবে, বিজ্ঞানীদের ওই দলটি মনে করছে, করোনা ভাইরাস বাদুরের শরীর থেকে অন্যকোনও স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়েছে ৷ যদিও এই মুহূর্তে প্রাণী থেকে সংক্রমণের বিষয়টি একটি সম্ভাব্য ধারণা হিসেবে মনে করা হচ্ছে ৷ কারণ জলাধারারে প্রাণীদের শরীরের নমুনাও শনাক্ত করা বাকি রয়েছে বলে জানিয়েছেন, বিজ্ঞানীদের দলে প্রধান লিয়াঙ ওয়ানিয়ান ৷

আরও পড়ুন : বিশ্ব স্বাস্থ্য় সংস্থার 2 বিজ্ঞানী কোরোনা পজ়িটিভ, ঢুকতে পারলেন না চিনে

তিনি আরও জানিয়েছেন, গবেষণায় দেখা গিয়েছে এই ভাইরাসটি দূর থেকে আসা কোনও ঠান্ডা দ্রব্য়ের মাধ্যমেও ছড়িয়ে থাকতে পারে ৷ এরপরেই তিনি জানিয়েছেন, 2019 সালের ডিসেম্বর ইউহানে প্রথম করোনার সংক্রমণের ঘটনা ধরা পড়ার আগে, সেদেশে অন্যান্যদের মধ্যে অসুস্থতার কোনও লক্ষণ তাঁরা ধরতে পারেননি ৷ বিজ্ঞানীদের এই তথ্যকে সমর্থন জানিয়েছেন বেজিংয়ে হু-র বিদেশ বিশেষজ্ঞ বেন এমবার্ক ৷ তিনি বলেন, ‘‘2019 সালের ডিসেম্বরের আগে ইউহান প্রদেশে সংক্রমণের বড় কোনও ঘটনার প্রমাণ পাওয়া যায়নি ৷

ইউহান (চিন) : 2019 সালের ডিসেম্বরে ইউহানে করোনা প্রথম সংক্রমণের আগে এই ভাইরাসের কোনও অস্তিত্ব পেল না বিশ্ব স্বাস্থ্য় সংস্থার পাঠানো বিজ্ঞানীদের দল ৷ হু চিনের ইউহান প্রদেশে করোনার উৎস খুঁজতে বিজ্ঞানীদের একটি দলকে পাঠিয়েছে ৷ প্রায় এক মাসের বেশি গবেষণা করেও তাঁরা এর সঠিক কোনও উৎস খুঁজে পাননি ৷ মঙ্গলবার ওই বিজ্ঞানীদের দলের তরফে জানানো হয়েছে, কোন জীবের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়েছে তা জানতে তাঁরা ব্যর্থ হয়েছেন ৷

তবে, বিজ্ঞানীদের ওই দলটি মনে করছে, করোনা ভাইরাস বাদুরের শরীর থেকে অন্যকোনও স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়েছে ৷ যদিও এই মুহূর্তে প্রাণী থেকে সংক্রমণের বিষয়টি একটি সম্ভাব্য ধারণা হিসেবে মনে করা হচ্ছে ৷ কারণ জলাধারারে প্রাণীদের শরীরের নমুনাও শনাক্ত করা বাকি রয়েছে বলে জানিয়েছেন, বিজ্ঞানীদের দলে প্রধান লিয়াঙ ওয়ানিয়ান ৷

আরও পড়ুন : বিশ্ব স্বাস্থ্য় সংস্থার 2 বিজ্ঞানী কোরোনা পজ়িটিভ, ঢুকতে পারলেন না চিনে

তিনি আরও জানিয়েছেন, গবেষণায় দেখা গিয়েছে এই ভাইরাসটি দূর থেকে আসা কোনও ঠান্ডা দ্রব্য়ের মাধ্যমেও ছড়িয়ে থাকতে পারে ৷ এরপরেই তিনি জানিয়েছেন, 2019 সালের ডিসেম্বর ইউহানে প্রথম করোনার সংক্রমণের ঘটনা ধরা পড়ার আগে, সেদেশে অন্যান্যদের মধ্যে অসুস্থতার কোনও লক্ষণ তাঁরা ধরতে পারেননি ৷ বিজ্ঞানীদের এই তথ্যকে সমর্থন জানিয়েছেন বেজিংয়ে হু-র বিদেশ বিশেষজ্ঞ বেন এমবার্ক ৷ তিনি বলেন, ‘‘2019 সালের ডিসেম্বরের আগে ইউহান প্রদেশে সংক্রমণের বড় কোনও ঘটনার প্রমাণ পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.