ETV Bharat / international

3টি হাসপাতালকে কোরোনা চিকিৎসা কেন্দ্রে রূপান্তরের সিদ্ধান্ত নেপাল সরকারের

নেপালে এখনও পর্যন্ত 464জনের কোরোনা আক্রান্ত হওয়ার সন্দেহ প্রকাশ করা হয়েছে ৷ তাই দেশে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কাঠমাণ্ডুর তিনটি হাসপাতালকে কোরোনা চিকিৎসা কেন্দ্রে রূপান্তরের কথা ঘোষণা করল নেপাল সরকার ৷

নেপাল
নেপাল
author img

By

Published : Mar 16, 2020, 4:57 AM IST

কাঠমাণ্ডু, 16 মার্চ : কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কাঠমাণ্ডুর তিনটি হাসপাতালকে কোরোনা চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করা হল ৷ দেশে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই সিদ্ধান্ত বলে জানায় নেপাল সরকার ৷

নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী ভানু ভক্ত ধকল একটি বৈঠক চলাকালীন একথা ঘোষণা করেন ৷ তিনি বলেন, "আমরা আলাদা করে 155টি আইসোলেটেড বেড রেখেছি ৷ এই ভাইরাস চারপাশে যদি ছড়িয়ে পড়ে, রোগীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে তিনটি হাসপাতালে এই চিকিৎসা করা হবে বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি ৷ বাকি রোগীদের অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হবে ৷ এর ফলে জনগণ পরিষেবা থেকে ব্যাহত হবে না ৷"

কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য দা শুকরারাজ ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজ়িজ় হাসপাতাল, পতন হাসপাতাল ও কীর্তিপুর হাসপাতাল তিনটিকে কোরোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার ৷ ধকল বলেন, "কাঠমাণ্ডু ভ্যালেতে আমাদের মাত্র 170টি ICU রয়েছে ৷"

নেপাল সরকারের তরফে ওই দেশে প্রবেশের সমস্ত ভিসা বাতিল করা হয়েছে ৷ শুধুমাত্র মেডিকেল রিপোর্ট দেখালেই মিলবে নেপালে প্রবেশের অনুমতি ৷ নেপাল সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত 464জনের কোরোনা আক্রান্ত হওয়ার সন্দেহ প্রকাশ করা হয়েছে ৷ তবে, কোনও রিপোর্টই এখনও পজ়িটিভ আসেনি ৷

কাঠমাণ্ডু, 16 মার্চ : কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কাঠমাণ্ডুর তিনটি হাসপাতালকে কোরোনা চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করা হল ৷ দেশে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই সিদ্ধান্ত বলে জানায় নেপাল সরকার ৷

নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী ভানু ভক্ত ধকল একটি বৈঠক চলাকালীন একথা ঘোষণা করেন ৷ তিনি বলেন, "আমরা আলাদা করে 155টি আইসোলেটেড বেড রেখেছি ৷ এই ভাইরাস চারপাশে যদি ছড়িয়ে পড়ে, রোগীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে তিনটি হাসপাতালে এই চিকিৎসা করা হবে বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি ৷ বাকি রোগীদের অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হবে ৷ এর ফলে জনগণ পরিষেবা থেকে ব্যাহত হবে না ৷"

কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য দা শুকরারাজ ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজ়িজ় হাসপাতাল, পতন হাসপাতাল ও কীর্তিপুর হাসপাতাল তিনটিকে কোরোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার ৷ ধকল বলেন, "কাঠমাণ্ডু ভ্যালেতে আমাদের মাত্র 170টি ICU রয়েছে ৷"

নেপাল সরকারের তরফে ওই দেশে প্রবেশের সমস্ত ভিসা বাতিল করা হয়েছে ৷ শুধুমাত্র মেডিকেল রিপোর্ট দেখালেই মিলবে নেপালে প্রবেশের অনুমতি ৷ নেপাল সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত 464জনের কোরোনা আক্রান্ত হওয়ার সন্দেহ প্রকাশ করা হয়েছে ৷ তবে, কোনও রিপোর্টই এখনও পজ়িটিভ আসেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.