ETV Bharat / international

নেপালের সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট ভাণ্ডারী, পরবর্তী নির্বাচন নভেম্বরে - নেপালের প্রেসিডেন্ট বিদ্য়া দেবী ভাণ্ডাবী

ওলি বা দেউবা দু'জনেই সংখ্য়াগরিষ্ঠতার দাবি করলেও তা সময়ের মধ্য়ে প্রমাণ করতে পারেননি ৷ ফলে সংসদ ভেঙে দেন ভাণ্ডারী ৷

নেপালের প্রেসিডেন্ট বিদ্য়া দেবী ভাণ্ডাবী
নেপালের প্রেসিডেন্ট বিদ্য়া দেবী ভাণ্ডাবী
author img

By

Published : May 22, 2021, 10:23 AM IST

কাঠমান্ডু (নেপাল), 22 মে : শুক্রবার মধ্য়রাতে নেপালের সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী ৷ নভেম্বরের 12 তারিখ থেকে 19 তারিখের মধ্য়ে আবার নতুন সরকার গঠনের জন্য নির্বাচন হবে নেপালে ৷

10 মে আস্থাভোট হয়েছিল নেপালের সংসদে ৷ সেখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ৷ পরবর্তী সরকার কারা তৈরি করবে, তা নিয়ে যথেষ্টই টানাপোড়েন চলছিল ৷ নতুন করে ভোট হলে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকবেন নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা ৷

কিন্তু প্রেসিডেন্ট ভাণ্ডারী জানিয়েছেন, ওলি বা দেউবা, কেউই সরকার গঠন করতে পারছেন না ৷ ফলে শুক্রবার মধ্য়রাতে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী ৷

বৃহষ্পতিবার প্রেসিডেন্ট ভাণ্ডারী সংবিধানের 76 এর 5 ধারা অনুযায়ী নতুন সরকার গঠনের আহ্বান জানান ৷ কিন্তু ওলি বা দেউবা দু'জনেই সংখ্য়াগরিষ্ঠতার দাবি করলেও তা সময়ের মধ্য়ে প্রমাণ করতে পারেননি ৷ ফলে সংসদ ভেঙে দেন ভাণ্ডারী ৷

কাঠমান্ডু (নেপাল), 22 মে : শুক্রবার মধ্য়রাতে নেপালের সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী ৷ নভেম্বরের 12 তারিখ থেকে 19 তারিখের মধ্য়ে আবার নতুন সরকার গঠনের জন্য নির্বাচন হবে নেপালে ৷

10 মে আস্থাভোট হয়েছিল নেপালের সংসদে ৷ সেখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ৷ পরবর্তী সরকার কারা তৈরি করবে, তা নিয়ে যথেষ্টই টানাপোড়েন চলছিল ৷ নতুন করে ভোট হলে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকবেন নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা ৷

কিন্তু প্রেসিডেন্ট ভাণ্ডারী জানিয়েছেন, ওলি বা দেউবা, কেউই সরকার গঠন করতে পারছেন না ৷ ফলে শুক্রবার মধ্য়রাতে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী ৷

বৃহষ্পতিবার প্রেসিডেন্ট ভাণ্ডারী সংবিধানের 76 এর 5 ধারা অনুযায়ী নতুন সরকার গঠনের আহ্বান জানান ৷ কিন্তু ওলি বা দেউবা দু'জনেই সংখ্য়াগরিষ্ঠতার দাবি করলেও তা সময়ের মধ্য়ে প্রমাণ করতে পারেননি ৷ ফলে সংসদ ভেঙে দেন ভাণ্ডারী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.