ETV Bharat / international

করোনা মোকাবিলায় হাতে হাত মিলিয়ে কাজের বার্তা মোদি-দেউবার - Nepal Politics

আজ সকালেও নেপালি কংগ্রেসের সভাপতি দেউবার সঙ্গে কথা বলেন মোদি ৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাতে হাত মিলিয়ে কাজ করার বিষয়েও কথা হয়েছে দুই দেশের প্রধানের মধ্যে ৷

Sher Bahadur Deuba
নরেন্দ্র মোদি ও শের বাহাদুর দেউবা
author img

By

Published : Jul 19, 2021, 6:31 PM IST

কাঠমান্ডু ও নয়াদিল্লি, 19 জুলাই : নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শের বাহাদুর দেউবা ৷ গতকাল নেপালের সংসদে আস্থাভোটে 275 ভোটের মধ্যে 165টিতে জয়ী হয়েছেন তিনি ৷ তাঁকে অভিনন্দন বার্তা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ নতুন দায়িত্ব পেয়ে অভিনন্দন বার্তার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন শের বাহাদুর দেউবা ৷ দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও ভাল করার বিষয়েও তাঁদের মধ্যে ফোনে কথা হয়েছে ৷

রবিবার রাতে দেউবা নেপালের সংসদে আস্থাভোটে জয়ী হওয়ার পরপরই তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ সকালেও নেপালি কংগ্রেসের সভাপতি দেউবার সঙ্গে কথা বলেন মোদি ৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাতে হাত মিলিয়ে কাজ করার বিষয়েও কথা হয়েছে দুই দেশের প্রধানের মধ্যে ৷

  • I had cordial telephone conversation with Prime Minister @narendramodi this afternoon. We shared views on further strengthening bilateral ties. PM Modi assured early supply of Covid Vaccines to Nepal. I thanked him for his warm words of congratulations.

    — Sher Bahadur Deuba (@DeubaSherbdr) July 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেউবা এক টুইটে জানিয়েছেন, "আজ বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে ৷ দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও উন্নত করা যায়, সেই নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে ৷ করোনার টিকা যাতে দ্রুত নেপালে পাঠানোর ব্যবস্থা করা যায়, সেই আশ্বাস দিয়েছেন মোদি ৷ তাঁর এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি ধন্যবাদ জানাই ৷"

দেউবার টুইটের কিছু আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একটি টুইট করেছিলেন ৷ সেখানে তিনিও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা এবং করোনা মোকাবিলায় নেপালকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন ৷

  • Spoke with Prime Minister @DeubaSherbdr to convey my congratulations and best wishes. We will work together to further enhance the wide-ranging cooperation between India and Nepal, including in the fight against the COVID-19 pandemic.

    — Narendra Modi (@narendramodi) July 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কাঠমান্ডু ও নয়াদিল্লি, 19 জুলাই : নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শের বাহাদুর দেউবা ৷ গতকাল নেপালের সংসদে আস্থাভোটে 275 ভোটের মধ্যে 165টিতে জয়ী হয়েছেন তিনি ৷ তাঁকে অভিনন্দন বার্তা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ নতুন দায়িত্ব পেয়ে অভিনন্দন বার্তার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন শের বাহাদুর দেউবা ৷ দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও ভাল করার বিষয়েও তাঁদের মধ্যে ফোনে কথা হয়েছে ৷

রবিবার রাতে দেউবা নেপালের সংসদে আস্থাভোটে জয়ী হওয়ার পরপরই তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ সকালেও নেপালি কংগ্রেসের সভাপতি দেউবার সঙ্গে কথা বলেন মোদি ৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাতে হাত মিলিয়ে কাজ করার বিষয়েও কথা হয়েছে দুই দেশের প্রধানের মধ্যে ৷

  • I had cordial telephone conversation with Prime Minister @narendramodi this afternoon. We shared views on further strengthening bilateral ties. PM Modi assured early supply of Covid Vaccines to Nepal. I thanked him for his warm words of congratulations.

    — Sher Bahadur Deuba (@DeubaSherbdr) July 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেউবা এক টুইটে জানিয়েছেন, "আজ বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে ৷ দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও উন্নত করা যায়, সেই নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে ৷ করোনার টিকা যাতে দ্রুত নেপালে পাঠানোর ব্যবস্থা করা যায়, সেই আশ্বাস দিয়েছেন মোদি ৷ তাঁর এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি ধন্যবাদ জানাই ৷"

দেউবার টুইটের কিছু আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একটি টুইট করেছিলেন ৷ সেখানে তিনিও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা এবং করোনা মোকাবিলায় নেপালকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন ৷

  • Spoke with Prime Minister @DeubaSherbdr to convey my congratulations and best wishes. We will work together to further enhance the wide-ranging cooperation between India and Nepal, including in the fight against the COVID-19 pandemic.

    — Narendra Modi (@narendramodi) July 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.