ETV Bharat / international

নেপালে চিন ফেরত ছাত্রের দেহে করোনা, প্রভাব পর্যটনে - মেডিক্যাল টিম

নেপালের এক ছাত্র পড়াশোনার সূত্রে চিনে থাকেন । তিনি ছুটিতে বাড়ি ফিরেছেন ৷ পরীক্ষায় তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে । আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ দুর্গাপুরে পর্যটন সম্পর্কিত এক অনুষ্ঠানে যোগ দিতে এসে আজ নেপালের কনসাল জেনেরাল একনারায়ণ আরয়াল বলেন, "করোনা ভাইরাস নিয়ে সতর্ক নেপাল সরকার ৷ চিন থেকে আগত যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে ৷ নেপাল সীমান্তে বিশেষ ক্যাম্প তৈরি করা হয়েছে ।"

Eaknarayan aryal
নেপালের কনসাল জেনেরাল একনারায়ণ আরয়াল
author img

By

Published : Jan 27, 2020, 6:26 PM IST

কাঠমাণ্ডু, 27 জানুয়ারি: মারণ ভাইরাস করোনার হাত থেকে রক্ষা পেতে নেপাল সীমান্তে বিশেষ সতর্কতা জারি করল ভারত সরকার ৷ এই ভাইরাসের আতঙ্কে প্রভাব পড়ছে নেপালের পর্যটনে ৷ ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রকোপে চিনে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে 80 । আক্রান্তের সংখ্যা 2300 ৷ বিশ্বজুড়ে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়েছে । প্রতিটি বিমানবন্দরেই চিন থেকে আগত যাত্রীদের বিশেষ থার্মাল স্ক্রিনিংয় করা হচ্ছে । ইতিমধ্যে নেপালে প্রথম এই ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । তারপর ভারত-নেপাল সীমান্তে কড়া সতর্কতা জারি হয়েছে ৷

নেপালের এক ছাত্র পড়াশোনার সূত্রে চিনে থাকেন । তিনি ছুটিতে বাড়ি ফিরেছেন ৷ পরীক্ষায় তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে । আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ দুর্গাপুরে পর্যটন সম্পর্কিত এক অনুষ্ঠানে যোগ দিতে এসে আজ নেপালের কনসাল জেনেরাল একনারায়ণ আরয়াল বলেন, "করোনা ভাইরাস নিয়ে সতর্ক নেপাল সরকার ৷ চিন থেকে আগত যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে ৷ নেপাল সীমান্তে বিশেষ ক্যাম্প তৈরি করা হয়েছে ।"

নেপালের কনসাল জেনেরাল একনারায়ণ আরয়ালের বক্তব্য


কনসাল জেনেরাল আরও জানান, নেপালে প্রতিটি হাসপাতালেই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়া ভারত-সহ অন্যান্য দেশের সঙ্গে নেপালের সীমান্ত এলাকায় মেডিকেল টিম রাখা হয়েছে ৷ এই ভাইরাসের জেরে নেপালে পর্যটনে প্রভাব পড়েছে । এদিকে নেপালে ওই ছাত্রের দেহে করোনার সংক্রমণ হওয়ায় ভারত সরকারের তরফে দুই দেশের সীমান্তে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে । মোতায়েন করা হয়েছে মেডিকেল টিম ।

করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রথম ধাপ পেরোল চিন

কাঠমাণ্ডু, 27 জানুয়ারি: মারণ ভাইরাস করোনার হাত থেকে রক্ষা পেতে নেপাল সীমান্তে বিশেষ সতর্কতা জারি করল ভারত সরকার ৷ এই ভাইরাসের আতঙ্কে প্রভাব পড়ছে নেপালের পর্যটনে ৷ ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রকোপে চিনে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে 80 । আক্রান্তের সংখ্যা 2300 ৷ বিশ্বজুড়ে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়েছে । প্রতিটি বিমানবন্দরেই চিন থেকে আগত যাত্রীদের বিশেষ থার্মাল স্ক্রিনিংয় করা হচ্ছে । ইতিমধ্যে নেপালে প্রথম এই ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । তারপর ভারত-নেপাল সীমান্তে কড়া সতর্কতা জারি হয়েছে ৷

নেপালের এক ছাত্র পড়াশোনার সূত্রে চিনে থাকেন । তিনি ছুটিতে বাড়ি ফিরেছেন ৷ পরীক্ষায় তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে । আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ দুর্গাপুরে পর্যটন সম্পর্কিত এক অনুষ্ঠানে যোগ দিতে এসে আজ নেপালের কনসাল জেনেরাল একনারায়ণ আরয়াল বলেন, "করোনা ভাইরাস নিয়ে সতর্ক নেপাল সরকার ৷ চিন থেকে আগত যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে ৷ নেপাল সীমান্তে বিশেষ ক্যাম্প তৈরি করা হয়েছে ।"

নেপালের কনসাল জেনেরাল একনারায়ণ আরয়ালের বক্তব্য


কনসাল জেনেরাল আরও জানান, নেপালে প্রতিটি হাসপাতালেই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়া ভারত-সহ অন্যান্য দেশের সঙ্গে নেপালের সীমান্ত এলাকায় মেডিকেল টিম রাখা হয়েছে ৷ এই ভাইরাসের জেরে নেপালে পর্যটনে প্রভাব পড়েছে । এদিকে নেপালে ওই ছাত্রের দেহে করোনার সংক্রমণ হওয়ায় ভারত সরকারের তরফে দুই দেশের সীমান্তে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে । মোতায়েন করা হয়েছে মেডিকেল টিম ।

করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রথম ধাপ পেরোল চিন

Intro:চিনের ইউহান প্রদেশে করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে সতর্কতা জারি হয়েছে। এই ভাইরাস নিয়ে সতর্ক নেপাল সরকারও। এই ভাইরাসের জেরে পর্যটন ব্যবসার উপর প্রভাব ফেলছে বলে জানিয়েছেন কলকাতায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত একনারায়ণ আরয়াল।
দুর্গাপুরে নেপাল পর্যটন নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। এই মুহুর্তে নেপালে চীন থেকে আগত পর্যটকদের শারিরীক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।পশ্চিমবাঙলা-নেপাল সীমান্তে ক্যাম্প করার কথাও জানান নেপালের রাষ্ট্রদুত।।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.