ETV Bharat / international

পাকিস্তানে মাসুদের ভাই সহ মোট ৪৫ জঙ্গি গ্রেপ্তার - masood azhar

জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজ়হারের ভাই মুফতি আবদুর রউফকে আজ গ্রেপ্তার করল পাকিস্তান সরকার। ভারত সরকার পাকিস্তানকে জঙ্গি হামলা সংক্রান্ত যে নথি দিয়েছিল তাতে মুফতি আবদুর রউফ ও হামাদ আজ়হারের নাম রয়েছে।

পাকিস্তানে গ্রেপ্তার মাসুদ আজ়হারের ভাই
author img

By

Published : Mar 5, 2019, 6:21 PM IST

ইসলামাবাদ, ৫ মার্চ : জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজ়হারের ভাই মুফতি আবদুর রউফকে আজ গ্রেপ্তার করল পাকিস্তান সরকার। সেইসঙ্গে জইশের আরও ৪৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শেহরার আফিরি আজ এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, "কোনও (ভারতের) চাপের কাছে নতি স্বীকার করে এই পদক্ষেপ করা হয়নি। যাদের আজ গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে মাসুদ আজ়হারের ভাই মুফতি আবদুর রউফ ও হামাদ আজ়হার। সব নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে।"

পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, ভারত সরকার পাকিস্তানকে জঙ্গি হামলা সংক্রান্ত যে নথি দিয়েছিল তাতে মুফতি আবদুর রউফ ও হামাদ আজ়হারের নাম রয়েছে।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জইশ জঙ্গির আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি CRPF জওয়ান শহিদ হন। এই ঘটনার পর মাসুদ আজ়হার সহ জইশ জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত, অ্যামেরিকা সহ একাধিক দেশ পাকিস্তানের উপর চাপ দেয়। ২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভূখণ্ডে জইশ জঙ্গিদের ঘাঁটিগুলির উপর অভিযান চালায় ভারতের বায়ুসেনা। তারপর পাকিস্তান সরকার রউফ সহ মোট ৪৫ জন জঙ্গিকে গ্রেপ্তার করল। আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে পাকিস্তান এই পদক্ষেপ নিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

undefined

ইসলামাবাদ, ৫ মার্চ : জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজ়হারের ভাই মুফতি আবদুর রউফকে আজ গ্রেপ্তার করল পাকিস্তান সরকার। সেইসঙ্গে জইশের আরও ৪৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শেহরার আফিরি আজ এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, "কোনও (ভারতের) চাপের কাছে নতি স্বীকার করে এই পদক্ষেপ করা হয়নি। যাদের আজ গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে মাসুদ আজ়হারের ভাই মুফতি আবদুর রউফ ও হামাদ আজ়হার। সব নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে।"

পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, ভারত সরকার পাকিস্তানকে জঙ্গি হামলা সংক্রান্ত যে নথি দিয়েছিল তাতে মুফতি আবদুর রউফ ও হামাদ আজ়হারের নাম রয়েছে।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জইশ জঙ্গির আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি CRPF জওয়ান শহিদ হন। এই ঘটনার পর মাসুদ আজ়হার সহ জইশ জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত, অ্যামেরিকা সহ একাধিক দেশ পাকিস্তানের উপর চাপ দেয়। ২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভূখণ্ডে জইশ জঙ্গিদের ঘাঁটিগুলির উপর অভিযান চালায় ভারতের বায়ুসেনা। তারপর পাকিস্তান সরকার রউফ সহ মোট ৪৫ জন জঙ্গিকে গ্রেপ্তার করল। আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে পাকিস্তান এই পদক্ষেপ নিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

undefined
Tral (JandK), Mar 05 (ANI): Speaking on today's encounter in Jammu and Kashmir's Tral, Commander Officer of 43 RR battalion, Neeraj Pandey said two Hizbul Mujahideen terrorists were neutralised and arms and ammunitions were recovered from them. Pandey said, "In Tral town we received specific information about two terrorists for which we cordoned the area at night and during the cordon they started firing on the security forces. Security personnel retaliated to the firing and early this morning two of them were gunned down by the forces. Two AK-47s and other war-like stores were recovered from them and both the terrorists were associated with terror group Hizbul Mujahideen (HM)."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.