পৃথিবীর ইতিহাস হল খেয়ালি রাজার, আজব কাণ্ডের ইতিহাস ৷ ক্ষমতাসীন রাজা আপন খেয়ালে সিদ্ধান্ত নিয়েছে বারবার ৷ প্রজার ভালো-মন্দের পরোয়া তো করেনইনি ৷ পাত্তা দেননি মহাপ্রকৃতিকেও ৷ এ অবশ্য রাজ-রাজরার আমলের কথা না ৷ সালটা 1958 ৷ মাও জে দং-ই তখন চিনের "রাজা" ৷ পিপল রিপাবলিক অব চায়নার সর্বময় চেয়ারম্যান ৷ তো সেই পৃথিবী বিখ্যাত বিতর্কিত কমিউনিস্ট নেতাই সে বছর সিদ্ধান্ত নিলেন, চড়ুই নিধন করতে হবে ৷ যার পোশাকি নাম ছিল দ্য় গ্রেট স্প্যারো ক্যাম্পেন ৷ একটা কী দশটা নয়, চিন থেকে চিরকালের মতো চড়ুই নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন মাও ৷ কিন্তু কেন?
কারণ, দেশের ফসলের ক্ষতি করছে বদমাস চড়ুই ৷ আগেই খেতের কীট-পতঙ্গ মারার নির্দেশ দিয়েছিলেন মাও জে দং ৷ এতখানি তৎপরতার পিছনে আরেক কারণ, কমিউনিস্ট চিনে ততদিনে ব্যক্তির খেত-খামারের অস্তিত্ব নেই ৷ সবটাই রাষ্ট্রের সম্পত্তি ৷ অতএব, রাষ্ট্র নেমে পড়ল তার খামারের খেয়ালি সুরক্ষায় ৷ আদপে যা চিনের চেয়ারম্যানের ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ বিশ্বস্ত বিশেষজ্ঞদের কাছ থেকে মাও জানলেন, একটি চড়ুই বছরে 4-5 কেজি শস্য খায় ৷ হিসেবে করে দেখা গেল, 10 লাখ চড়ুই 60 হাজার মানুষের খাবার খেয়ে ফেলে ৷ অতএব, মারো চড়ুই ৷ নিশ্চিহ্ন করো নিরীহ পাখিদের ৷
সরকারি বন্দোবস্ত হল ৷ "দক্ষযজ্ঞে"র জন্য কেনা হল 1 লাখ চড়ুই নিধন অভিযানের নিশান ৷ খুদে পাখি মারতে মেতে উঠল গোটা দেশ ৷ যারা এই কাজে এগিয়ে এল তাদের গর্বের নাম হল "স্প্যারো আর্মি" ৷ এমনকী চড়ুই মারায় উৎসাহ দিতে পুরস্কার ঘোষণা করল রাষ্ট্র ৷ একাধিক পদ্ধতিতে মারা হল পাখি ৷ উন্মত্ত জনতা ড্রাম বাজিয়ে ধাওয়া করত পাখির ঝাঁকের পিছনে ৷ শোনা যায়, শেষে উড়ান-ক্লান্ত পাখি মাটিতে পড়ে মারা যেত ৷ খুঁজে খুঁজে ভাঙা হল চড়ুইয়ের বাসা, নষ্ট করা হল ডিম ৷ জাল দিয়ে ধরা হল ৷ বাকি পাখি মারা হল বন্দুক দিয়ে ৷ অচিরেই মাওয়ের ইচ্ছা মতো চড়ুইশূন্য হল চিন ৷ কিন্তু, তাতে কি লাভ হল রাষ্ট্রের, ভালো হল দেশের মানুষের ? বাঁচল খেতের ফসল?
ভালো দূরে থাক, চড়ুই নিধনের কারণে কয়েক বছর পরে কালো দুর্ভিক্ষের দিন দেখল দেশ ৷ আসলে চড়ুই শস্যের কিছু অংশ খেত ঠিক, তেমনই ফসল ধ্বংসকারী পোকামাকড়ও খেত পুচকে পাখির দল ৷ বেপরোয়া চড়ুই নিধনে নষ্ট হয় সে বছরের সিংহভাগ ফসল ৷ 1961-62 সালের সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষে 2-3 কোটি মানুষের মৃত্যু হয়েছিল ৷ তাঁর হটকারি সিদ্ধান্তে এত মানুষের মৃত্যুর পর পিপল রিপাবলিক অব চায়নার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওয়ের প্রতিক্রিয়া কী ছিল?
নাঃ, তা জানা যায় না !