ETV Bharat / international

ভূমিকম্প কাঁপল ফিলিপিন্স, তীব্রতা 6.3 - earthquake strikes off Mindanao Island in Phillipines

ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির দেওয়া তথ্য অনুসারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.3 ।

Philippines
Philippines
author img

By

Published : Dec 16, 2020, 6:51 AM IST

মিন্দানাও(ফিলিপিন্স), 16 ডিসেম্বর : কেঁপে উঠল ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপ । ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি দেওয়া তথ্যের অনুসারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.3। কম্পনের গভীরতা ছিল 10 কিলোমিটার। আজ ভোর চারটে 52 মিনিটে কম্পন অনুভূত হয় ৷

সরানগানি থেকে প্রায় 22 কিমি দক্ষিণে এবং জেনেরাল স্যান্টোস সিটির 105 কিমি দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটির উৎসস্থান ৷ সরানগানি এবং বালুত দ্বীপের পাশাপাশি দক্ষিণ মিন্দানাও দ্বীপেও এই কম্পন অনুভূত হয় ৷

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল মিজ়োরাম

ভূমিকম্পের তথ্য টুইট করে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত সম্পত্তির ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই ৷

মিন্দানাও(ফিলিপিন্স), 16 ডিসেম্বর : কেঁপে উঠল ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপ । ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি দেওয়া তথ্যের অনুসারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.3। কম্পনের গভীরতা ছিল 10 কিলোমিটার। আজ ভোর চারটে 52 মিনিটে কম্পন অনুভূত হয় ৷

সরানগানি থেকে প্রায় 22 কিমি দক্ষিণে এবং জেনেরাল স্যান্টোস সিটির 105 কিমি দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটির উৎসস্থান ৷ সরানগানি এবং বালুত দ্বীপের পাশাপাশি দক্ষিণ মিন্দানাও দ্বীপেও এই কম্পন অনুভূত হয় ৷

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল মিজ়োরাম

ভূমিকম্পের তথ্য টুইট করে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত সম্পত্তির ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.