ETV Bharat / international

বাতিল হল মুশারফের মৃত্যুদণ্ড - পাকিস্তান

পাকিস্তানের সেনা সবসময়ই বিচারব্যবস্থার বাইরে ৷ আর একটু উচ্চপদস্থ আধিকারিক হলে তো আর কথাই নেই ৷ বিচারব্যবস্থাকে একপ্রকার তাঁরাই নিয়ন্ত্রণ করে ৷ ইসলামাবাদ সম্পর্কে এমনই জনশ্রুতি ৷ এবারও তাঁর বিকল্প হল না ৷ বাতিল করা হল প্রাক্তন সেনানায়ক পারভেজ় মুশারফের মৃত্যুদণ্ড ৷ রাষ্ট্রদ্রোহিতার মামলায় দোষী ছিলেন তিনি ৷

Parvez Musharaf
ছবির সূত্র : ANI
author img

By

Published : Jan 13, 2020, 10:51 PM IST

লাহোর (পাকিস্তান), 13 জানুয়ারি : পারভেজ় মুশারফের মৃত্যুদণ্ড বাতিল করল পাকিস্তানের আদালত ৷ এর আগে পাকিস্তানের এক বিশেষ আদালত মুশারফকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় দোষী সাব্যস্ত করেছিল ৷ কিন্তু সেই রায়কে অসাংবিধানিক বলে ঘোষণা করা হয়েছে বলে সংবাদসংস্থা AFP-কে জানান পাকিস্তানের এক সরকারি আইনজীবী ৷

পাকিস্তানে বরাবরই উচ্চপদস্থ সেনা আধিকারিকরা বিচারব্যবস্থার ধরা-ছোঁয়ার বাইরে বিরাজ করেন ৷ সেখানে দাঁড়িয়ে প্রাক্তন সেনাপ্রধানকে এইভাবে রাষ্ট্রদ্রোহিতার মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া ছিল পাকিস্তানের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ৷ আজ লাহোরের এক উচ্চ আদালত নাকচ করে দেয় স্পেশাল কোর্টের ওই মৃত্যুদণ্ডের আদেশকে ৷

মামলা দায়ের হওয়া থেকে শুরু করে, আদালতের সাংবিধানিক ব্যবস্থা ও বিচারকমণ্ডলীর নির্বাচন, সবক্ষেত্রেই ত্রুটি ছিল ৷ সেই কারণেই মৃত্যুদণ্ডের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে সংবাদসংস্থা AFP-কে জানান সরকারপক্ষের আইনজীবী ইশতিয়াক এ খান ৷ তিনি বলেন, " মুশারফ এখন মুক্ত ৷ এখন তাঁর উপর আর কোনও শাস্তি বলবৎ নেই ৷" তবে প্রাক্তন এই সেনাপ্রধানের বিরুদ্ধে ফের নতুন করে আদালতে মামলা করা যেতে পারে ৷ তবে তার জন্য ফেডারাল ক্যাবিনেটের অনুমতি লাগবে ৷

প্রসঙ্গত, মুশারফের বিরুদ্ধে 2013 সালে রাষ্ট্রদ্রোহিতার এই মামলাটি শুরু হয়েছিল ৷ 2007 সালে সংবিধানকে লঙ্ঘন করে দেশে জরুরি অবস্থা জারি করাকে ঘিরে এই মামলার সূত্রপাত ৷ দীর্ঘ 6 বছর ধরে মামলা চলার পর গত বছরে পারভেজ় মুশারফকে দোষী সাব্যস্ত করে ওই আদালত ৷

লাহোর (পাকিস্তান), 13 জানুয়ারি : পারভেজ় মুশারফের মৃত্যুদণ্ড বাতিল করল পাকিস্তানের আদালত ৷ এর আগে পাকিস্তানের এক বিশেষ আদালত মুশারফকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় দোষী সাব্যস্ত করেছিল ৷ কিন্তু সেই রায়কে অসাংবিধানিক বলে ঘোষণা করা হয়েছে বলে সংবাদসংস্থা AFP-কে জানান পাকিস্তানের এক সরকারি আইনজীবী ৷

পাকিস্তানে বরাবরই উচ্চপদস্থ সেনা আধিকারিকরা বিচারব্যবস্থার ধরা-ছোঁয়ার বাইরে বিরাজ করেন ৷ সেখানে দাঁড়িয়ে প্রাক্তন সেনাপ্রধানকে এইভাবে রাষ্ট্রদ্রোহিতার মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া ছিল পাকিস্তানের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ৷ আজ লাহোরের এক উচ্চ আদালত নাকচ করে দেয় স্পেশাল কোর্টের ওই মৃত্যুদণ্ডের আদেশকে ৷

মামলা দায়ের হওয়া থেকে শুরু করে, আদালতের সাংবিধানিক ব্যবস্থা ও বিচারকমণ্ডলীর নির্বাচন, সবক্ষেত্রেই ত্রুটি ছিল ৷ সেই কারণেই মৃত্যুদণ্ডের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে সংবাদসংস্থা AFP-কে জানান সরকারপক্ষের আইনজীবী ইশতিয়াক এ খান ৷ তিনি বলেন, " মুশারফ এখন মুক্ত ৷ এখন তাঁর উপর আর কোনও শাস্তি বলবৎ নেই ৷" তবে প্রাক্তন এই সেনাপ্রধানের বিরুদ্ধে ফের নতুন করে আদালতে মামলা করা যেতে পারে ৷ তবে তার জন্য ফেডারাল ক্যাবিনেটের অনুমতি লাগবে ৷

প্রসঙ্গত, মুশারফের বিরুদ্ধে 2013 সালে রাষ্ট্রদ্রোহিতার এই মামলাটি শুরু হয়েছিল ৷ 2007 সালে সংবিধানকে লঙ্ঘন করে দেশে জরুরি অবস্থা জারি করাকে ঘিরে এই মামলার সূত্রপাত ৷ দীর্ঘ 6 বছর ধরে মামলা চলার পর গত বছরে পারভেজ় মুশারফকে দোষী সাব্যস্ত করে ওই আদালত ৷

New Delhi, Jan 13 (ANI): Jawaharlal Nehru University Vice Chancellor M Jagadesh Kumar on January 13 said that the first day of winter semester has started and more than 50 per cent of the students have paid their hostel dues. "The first day of winter semester has started and more than 50% of the students have paid their hostel dues and registered. Classes have begun. Appeal to all students to register else it will lead to loss of one academic year," said Kumar.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.