পিয়ংইয়ং, 17 ফেব্রুয়ারি: প্রায় এক বছরের আবডাল সরিয়ে ফের প্রকাশ্য়ে এলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের স্ত্রী রি সোল জু ৷ বুধবার উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, দেশের প্রাক্তন নেতা কিম জং ইলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে একটি সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই সস্ত্রীক পৌঁছন কিম জং উন৷
উত্তর কোরিয়ার সর্ববৃহৎ সংবাদপত্রের প্রথম পাতায় যুগলের ছবিও প্রকাশিত হয় ৷ সেখানে দাবি করা হয়, অভ্যর্থনা সংগীতের মাঝেই স্ত্রীকে নিয়ে অডিটোরিয়ামে হাজির হন উন ৷ তাঁদের দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সকলে ৷ সস্ত্রীক রাষ্ট্রনায়ককে স্বাগত জানাতে ‘‘হুররে’’ বলে চিৎকারও করা হয় ৷
আরও পড়ুন: বিদেশ সম্পর্ক ভালো করতে সওয়াল কিম জং উনের
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই নিজেকে আড়ালে রেখেছিলেন 32 বছরের রি সোল জু ৷ অনুমান করা হচ্ছে, অতিমারীর বাড়বাড়ন্তের জন্যই তাঁকে প্রকাশ্য়ে আনা হচ্ছিল না ৷ এমনকী, বেশ কয়েটি জরুরি কর্মসূচিতেও স্বামীর পাশে দেখা যায়নি তাঁকে ৷ যার জেরে রি সোল জুয়ের শারীরিক অবস্থা নিয়েও শুরু হয় জল্পনা৷