পিয়ংইয়ং, 1 মে : এক সপ্তাহ ধরে চলছিল জল্পনা । সম্প্রচার হয়েছিল তাঁর "মৃতদেহের" ছবিও । যদিও সেই সংবাদকে গুজব বলে দাবি করে দক্ষিণ কোরিয়া । তবুও কেমন আছেন কিম জং উন তা নিয়ে প্রশ্ন ছিলই। এবার সেইসব জল্পনার অবসান ঘটালেন খোদ কিম। জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার শাসক। ভালোভাবে বুঝিয়ে দিলেন, এখন তিনি সুস্থ । গতকাল একটি জৈবসার কারখানার উদ্বোধন করেন কিম । সানচনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
15 এপ্রিল পিতামহ তথা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম II সাঙের জন্মদিন পালনের অনুষ্ঠান থেকে দেখা যায়নি কিমকে । এমনকী 11 এপ্রিল ওয়ার্কারস পার্টির পলিট বিওরোর মিটিংয়েও প্রকাশ্যে আসতে দেখা যায়নি তাঁকে । এরপর থেকেই জল্পনার সূত্রপাত । একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসতে থাকে নানা সংবাদমাধ্যমে । কোথাও সম্প্রচারিত হয় ব্রেন ডেথ হয়েছে তাঁর, কোথাও প্রকাশ করা হয় হৃৎপিণ্ডজনিত সমস্যায় ভুগছেন তিনি । আবার অনেকে সংবাদমাধ্যম দাবি করছে অত্যধিক ধূমপান, স্থূলতাসহ বেশ কিছু সমস্যায় ভুগছেন 36 বছর বয়সি কিম । জাপানের একটি সংবাদমাধ্যম আবার দাবি করে, কিম জংয়ের অবস্থা সংকটজনক । যেমনটা ভাবা হচ্ছে তার চেয়েও বেশি খারাপ অবস্থা তাঁর । চিনের একটি মেডিকেল টিমও যাচ্ছে তাঁর জন্য ।
এদিকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর "মৃতদেহের" ছবি । প্রশ্ন ওঠে, এরপর কে সামলাবে দেশের শাসনব্যবস্থ ? তবে কি পতন হবে উত্তর কোরিয়ার ? 27 এপ্রিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইনের এক শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা জানান, বেঁচে আছেন কিম জং উন । সুস্থ আছেন তিনি । একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কিম জং উনের সুস্থ থাকার বিষয়ে আমাদের কোনও দ্বিমত নেই ।
কিমের জীবিত থাকার খবর শোনার পরেও জল্পনা কাটেনি । গতকাল সেসব জল্পনার অবসান হয় । সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন কিম ।