টোকিয়ো, 28 অগাস্ট : পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো অ্যাবে । তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদ থেকে সরে দাঁড়ালেন ৷ প্রসঙ্গত, অসুস্থতার কারণে এক সপ্তাহের ব্যবধানে দু'বার হাসপাতালে ভরতি হতে হয় অ্যাবেকে । এরপর আজ পদত্যাগ ঘোষণা করেন তিনি।
পদত্যাগ করে জানান, তাঁর অসুস্থতা সিদ্ধান্ত নেওয়ার পথে কোনও বাধা সৃষ্টি করুক, এটা তিনি চান না । মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন তিনি ৷ দীর্ঘদিন ধরেই আলসারেটিভ কোলাইটিসের সমস্যায় ভুগছেন অ্যাবে । সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে ৷
একটানা দেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি স্বীকৃতি পেয়েছেন অ্যাবে । 2012 সালের শেষের দিকে দ্বিতীয় মেয়াদে নেতৃত্ব দিয়ে ফিরে আসার পর থেকে অ্যাবে একটানা 2,799 দিন কাজ করেছেন । 1964 থেকে 1972 সাল পর্যন্ত টানা 2,798 কাজ করেছিলেন তাঁরই আত্মীয় আইসাকু সাতো । সেই রেকর্ডকে ছাপিয়ে যান অ্যাবে ।
প্রসঙ্গত, এক সপ্তাহের মধ্যে দুবার হাসপাতালে যেতে হয় অ্যাবেকে । পরে সাংবাদিকদের তিনি জানান, "গত সপ্তাহের চেকআপ থেকে বিস্তারিত ফলাফল পেতে এবং অতিরিক্ত পরীক্ষা করানোর জন্য হাসপাতালে গিয়েছিলাম ।"