ETV Bharat / international

অতিমারীতে বেড়েছে আত্মহত্যা, প্রতিরোধে একাকীত্ব মন্ত্রী নিয়োগ - আত্মহত্যা

আত্মহত্যা রুখতে একাকীত্ব মন্ত্রী নিয়োগ করল জাপান সরকার । কোভিড আবহে সে দেশে সাংঘাতিক হারে বেড়েছে আত্মঘাতী হওয়ার ঘটনা । এর আগে ব্রিটেনও এমনই মন্ত্রক পদ সৃষ্টি করেছিল ।

Japan Appoints "Loneliness" Minister To Check Rising Suicide Rate
অতিমারীতে বেড়েছে আত্মহত্যা, প্রতিরোধে একাকীত্ব মন্ত্রী নিয়োগ
author img

By

Published : Feb 24, 2021, 9:42 AM IST

Updated : Feb 24, 2021, 2:41 PM IST

টোকিয়ো, 24 ফেব্রুয়ারি: কোভিড পরিস্থিতিতে জাপানে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে আত্মহত্যার সংখ্যা । গত 11 বছরে এই বৃদ্ধি সর্বাধিক। পরিস্থিতি সামাল দিতে অভিনব উদ্যোগ নিল জাপান সরকার । এই সমস্যার সমাধানে তারা একাকীত্ব মন্ত্রী নিয়োগ করেছে ।

জাপান টাইমসে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, চলতি মাসের শুরুর দিকে নিজের মন্ত্রিসভায় একাকীত্বের একজন মন্ত্রীকে সংযুক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী যোশিহিদে সুগা । ব্রিটেনের পথ অনুসরণ করে নয়া এই মন্ত্রক এনেছে টোকিয়ো । 2018 সালে প্রথম দেশ হিসেবে এই মন্ত্রক পদ তৈরি করেছিল রানির দেশ ।

টেটসুশি সাকামোটোকে একাকীত্ব মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন সুগা । দেশের জন্মহার হ্রাস ও আঞ্চলিক অর্থনীতির পুনরুজ্জীবন মন্ত্রী টেটসুশিকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে । নয়া দায়িত্ব পেয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, ''গোটা বিষয়টি পরীক্ষা করে দেখতে বলেছেন সুগা । তারপর এই সম্পর্কিত মন্ত্রকগুলির সঙ্গে সমঝোতার মাধ্যমে কৌশল তৈরি করতে বলেছেন তিনি । সামাজিক একাকীত্ব ও মানুষের একঘরে মনোভাব কাটিয়ে উঠতে সক্ষম হব বলে আমি আশা রাখি ।''

আরও পড়ুন: মোবাইল না পেয়ে ‘আত্মঘাতী’ 12 বছরের বালক !

অতিমারীর সময় জাপানে বেড়েছে আত্মহত্যা ও শিশুদের দারিদ্র্য । সেই কারণে জাপান সরকার আইসোলেশন/লোনলিনেস প্রতিরোধক মন্ত্রক পদ সৃষ্টি করেছে । জাপানে কোভিডে সংক্রমিতের সংখ্যা 4,26,000 এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 7,577 জনের ।

টোকিয়ো, 24 ফেব্রুয়ারি: কোভিড পরিস্থিতিতে জাপানে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে আত্মহত্যার সংখ্যা । গত 11 বছরে এই বৃদ্ধি সর্বাধিক। পরিস্থিতি সামাল দিতে অভিনব উদ্যোগ নিল জাপান সরকার । এই সমস্যার সমাধানে তারা একাকীত্ব মন্ত্রী নিয়োগ করেছে ।

জাপান টাইমসে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, চলতি মাসের শুরুর দিকে নিজের মন্ত্রিসভায় একাকীত্বের একজন মন্ত্রীকে সংযুক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী যোশিহিদে সুগা । ব্রিটেনের পথ অনুসরণ করে নয়া এই মন্ত্রক এনেছে টোকিয়ো । 2018 সালে প্রথম দেশ হিসেবে এই মন্ত্রক পদ তৈরি করেছিল রানির দেশ ।

টেটসুশি সাকামোটোকে একাকীত্ব মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন সুগা । দেশের জন্মহার হ্রাস ও আঞ্চলিক অর্থনীতির পুনরুজ্জীবন মন্ত্রী টেটসুশিকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে । নয়া দায়িত্ব পেয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, ''গোটা বিষয়টি পরীক্ষা করে দেখতে বলেছেন সুগা । তারপর এই সম্পর্কিত মন্ত্রকগুলির সঙ্গে সমঝোতার মাধ্যমে কৌশল তৈরি করতে বলেছেন তিনি । সামাজিক একাকীত্ব ও মানুষের একঘরে মনোভাব কাটিয়ে উঠতে সক্ষম হব বলে আমি আশা রাখি ।''

আরও পড়ুন: মোবাইল না পেয়ে ‘আত্মঘাতী’ 12 বছরের বালক !

অতিমারীর সময় জাপানে বেড়েছে আত্মহত্যা ও শিশুদের দারিদ্র্য । সেই কারণে জাপান সরকার আইসোলেশন/লোনলিনেস প্রতিরোধক মন্ত্রক পদ সৃষ্টি করেছে । জাপানে কোভিডে সংক্রমিতের সংখ্যা 4,26,000 এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 7,577 জনের ।

Last Updated : Feb 24, 2021, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.